Breaking




Showing posts with label সাধারণ জ্ঞান. Show all posts
Showing posts with label সাধারণ জ্ঞান. Show all posts

25 Nov 2020

11/25/2020 12:06:00 am

Daily Ten Gk Question And Answer In Bengali Part - 17

Daily Ten Gk Question And Answer In Bengali Part - 17
 Daily Ten Gk Question And Answer In Bengali Part - 17
 
 
 
Hello Students,

আপনাদের সাথে আজ শেয়ার করছি ১০টি সাধারণ জ্ঞানের প্রশ্ন ও উত্তর এটি আগত বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে ভীষণ ভাবে আপনাদের সাধারণ জ্ঞানের প্রশ্ন ও উত্তর টি সাহায্য করবে।
 

Daily Ten Gk Question And Answer In Bengali Part - 17
 
 
 Question 
 

01. বায়ুমন্ডলের কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় ?
[A]  আয়নোস্ফিয়ার
[B]  মেসোস্ফিয়ার
[C]  স্ট্রাটোস্ফিয়ার
[D] উপরের কোনোটিই নয়

02. ভারী জল কি ?

[A]  ভারী ধাতুর খনিজ মিশ্রিত জল
[B]  হাইড্রোজেনের আইসোটোপ দ্বারা তৈরি জল
[C]  ওজোন গ্যাস মিশ্রিত জল
[D] খনিজ মিশ্রিত জল

03. কৃষ্ণ বিপ্লব কিসের সঙ্গে সম্পর্কিত ?
[A]  খাদ্যশস্যের উৎপাদন বৃদ্ধি
[B]  দুধের উৎপাদন বৃদ্ধি
[C]  তুলোর উৎপাদন বৃদ্ধি
[D] খনিজ তেলের উৎপাদন বৃদ্ধি

04. কর্কটক্রান্তি রেখা ভারতের নিচে বর্ণিত কোন রাজ্যের উপর দিয়ে যায়নি ?
[A]  মিজোরাম
[B]  গুজরাট
[C]  পশ্চিমবঙ্গ
[D] উত্তর প্রদেশ

05. ব্যারোমিটারের পাট হঠাৎ কমে গেলে আবহাওয়ার কি পরিবর্তন হবে ?
[A]  ঠান্ডা হবে
[B]  খুব ঝড় হবে
[C]  খুব গরম হবে
[D] অন্তত 48 ঘন্টা অবিরাম বৃষ্টি হবে

06. ওডোমিটার যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা যায় ?
[A]  তেজস্ক্রিয় তা
[B]  বৈদ্যুতিক শক্তি
[C]  অতিক্রান্ত দূরত্ব
[D] এরোপ প্লেনের গতিবেগ

07. ফটোগ্রাফিক ফিল্ম এর আলোকচিত্র পরিস্ফুট করার জন্য কোন রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয় ?
[A]  সোডিয়াম সালফেট
[B]  সোডিয়াম কার্বনেট
[C]  সিলভার ব্রোমাইড
[D] হাইড্রোকুইনন

08.  কিলোওয়াট ঘন্টা কিসের একক ?
[A]  বল
[B]  ক্ষমতা
[C]  শক্তি
[D] ভরবেগ

09. মানবদেহের সবচেয়ে বড় অঙ্গের নাম কি ?
[A]  কিডনি
[B]  লিভার
[C]  মস্তিষ্ক
[D] হৃদযন্ত্র

10. ফল সংক্রান্ত বিদ্যাকে কি বলে ?
[A]  অস্ট্রলজি
[B]  অন্তলজি
[C]  স্পামোলজি
[D] পেমোলজি

Answer

 
01.  [A]  02.  [B]  03.  [D]  04.  [D]  05.  [B] 


06.  [C]  07.  [C]  08.  [C]  09.  [B]  10.  [D]

23 Nov 2020

11/23/2020 07:49:00 am

Daily Ten Gk Question And Answer In Bengali Part - 15

Daily Ten Gk Question And Answer In Bengali Part - 15
Daily Ten Gk Question And Answer In Bengali Part - 15

 
 
Hello Students,

আপনাদের সাথে আজ শেয়ার করছি ১০টি সাধারণ জ্ঞানের প্রশ্ন ও উত্তর এটি আগত বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে ভীষণ ভাবে আপনাদের সাধারণ জ্ঞানের প্রশ্ন ও উত্তর টি সাহায্য করবে।
 

Daily Ten Gk Question And Answer In Bengali Part - 15

 Question 

01. কোন দিনটিকে বিশ্ব প্রাণী দিবস বলে ?
[A]  3 rd oct
[B]  3rd sept
[C]  4th aug
[D]  5th jun

02. একই গতিশক্তি সম্পন্ন কণা গুলির মধ্যে কার ভরবেগ সর্বোচ্চ ?
[A]  ইলেকট্রন
[B]  প্রোটন
[C]  ডিউটেরণ
[D]  আলফা কণা

03. কোন ক্রিকেটারকে ব্ল্যাক ব্রাডম্যান বলা হয় ?
[A]  হ‍্যাডলিকে
[B]  বব উইলস
[C]  ভিভ রিচার্ডস
[D]  জ্যাক ক্যালিস

04. এল নিনো কি ?
[A]  বায়ুমণ্ডলীয় ঘটনাবলী
[B]  পরিবেশগত ঘটনাবলী
[C]  সামুদ্রিক ঘটনাবলী
[D]  জলবায়ুগত ঘটনাবলী

05.  কোন পাহাড়ি স্টেশন "সাতপুরার রানী "নামে পরিচিত ?
[A]  পাঁচমারি
[B]  নীলগিরি
[C]  মহেন্দ্রগীরি
[D]  কোনোটিই নয়

06.  ডালমিয়া নগর এর সঙ্গে কোন শিল্প সংশ্লিষ্ট ?

[A]  তৈল শোধন
[B]  সিমেন্ট
[C]  তাম্র শোধন
[D]  সার

07. বিশ্বের বৃহত্তম ব্যারিয়ার রিফ সিস্টেমটি কোথায় দেখতে পাওয়া যায় ?
[A]  পূর্ব উপকূল
[B]  পশ্চিম উপকুল
[C]  উত্তর উপকুল
[D]  দক্ষিণ উপকুল

08. উনবিংশ শতাব্দীর সময়কালে, নিম্নলিখিতগুলির মধ্যে থেকে যিনি সাতপাত্র সিরিজ লিখেছিলেন ?

[A]  M.G.Ranade
[B]  B.G.Tilak
[C]  Bankim Chandra Chatterjee
[D]  G.H.Deshmukh

09. প্রথম বিশ্বযুদ্ধের পরে ত্রিবেণী সংঘ গঠিত হয়েছিল কাদের দ্বারা ?
[A]  The Jats and Gujjars
[B]  The Yadavs and Kurmis
[C]  The rajput and jats
[D]  None of these

10.  কলিচুন বলতে কি বোঝো ?
[A]  পটাশিয়াম সাইনাইড
[B]  ক্যালসিয়াম অক্সাইড
[C]  ক্যালসিয়াম কার্বনেট
[D]  সোডিয়াম কার্বনেট

Answer


01.  [A]  02.  [B]  03.  [A]  04.  [C]  05.  [A] 


06.  [B]  07.  [A]  08.  [D]  09.  [B]  10.  [B]  

22 Nov 2020

11/22/2020 12:10:00 am

Daily Ten Gk Question And Answer In Bengali Part - 14

Daily Ten Gk Question And Answer In Bengali Part - 14
Daily Ten Gk Question And Answer In Bengali Part - 14

 

 
Hello Students,

আপনাদের সাথে আজ শেয়ার করছি ১০টি সাধারণ জ্ঞানের প্রশ্ন ও উত্তর এটি আগত বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে ভীষণ ভাবে আপনাদের সাধারণ জ্ঞানের প্রশ্ন ও উত্তর টি সাহায্য করবে।
 

Daily Ten Gk Question And Answer In Bengali Part - 14

 Question

০১. বুদ্ধ চরিতের রচয়িতা কে ?
[A] অশ্বঘোষ
[B] কালিদাস
[C] ভাস
[D] বিশাল দত্ত

০২. নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোনটির সঠিক বানান রয়েছে ?
[A] Magneficant
[B] Magnificent
[C] Magnificant
[D] Magneficent

০৩. নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোনটির সঠিক বানান রয়েছে ?
[A] Curriculum
[B] Curriculam
[C] Curiculeum
[D] Curriculum

০৪. মির্জা গালিব কিসের জন্য বিখ্যাত ?
[A] ধর্মীয় সংগীত
[B] নাটক
[C] গজল
[D] দাস্তানস

০৫. অমর কন্টক শহরটি কোথায় অবস্থিত ?
[A] মহারাষ্ট্র
[B] মধ্যপ্রদেশ
[C] হরিয়ানা
[D] উত্তরাখণ্ড

০৬. ভারত টেনিস প্রথমবার স্বর্ণ পদক জেতে ?
[A] কমনওয়েলথ গেমস
[B] সাফ  গেমসে
[C] অলিম্পিকে
[D] এশিয়ান গেমসে

০৭. 2019 সালে বিশ্ব শান্তির জন্য নোবেল পুরস্কার পেলেন ?
[A] শি জিনপিং
[B] গ্রেটা থুনবার্গ
[C] আবি আহমেদ
[D] মালালা ইউসুফজাই

০৮. বর্তমানে ভারতে হাইকোর্টের সংখ্যা কত ?
[A] 22
[B] 20
[C] 21
[D] 24

০৯. নিম্নে উল্লেখিত ব্যক্তিদের মধ্যে বর্তমানে কে ভারতের বিদেশ মন্ত্রী ?
[A] অজিত দোভাল
[B] রাজনাথ সিং
[C] বিজয় গোখলে
[D] এস জয়শঙ্কর

১০. রিজার্ভ ব্যাংক কোন রাজ্য সরকারের কার্য পরিচালনা করে না ?
[A] অসম
[B] জম্মু ও কাশ্মীর
[C] নাগাল্যান্ড
[D] এদের কোনটিই নয়

Answer
 

01. [A]  02. [A]  03. [D]  04. [C]  05. [D] 

06. [B]  07. [C]  08. [D]  09. [D]  10. [C]

21 Nov 2020

11/21/2020 12:48:00 am

Daily Ten Gk Question And Answer In Bengali Part - 13

Daily Ten Gk Question And Answer In Bengali Part - 13
Daily Ten Gk Question And Answer In Bengali Part - 13

 

Hello Students,

আপনাদের সাথে আজ শেয়ার করছি ১০টি সাধারণ জ্ঞানের প্রশ্ন ও উত্তর এটি আগত বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে ভীষণ ভাবে আপনাদের সাধারণ জ্ঞানের প্রশ্ন ও উত্তর টি সাহায্য করবে।
 

Daily Ten Gk Question And Answer In Bengali Part - 13

 Question

01. " Such a long journey "বইটির লেখক কে ?
[A] খুশবন্ত সিং
[B] সালমান রুশদি
[C] অমিতাভ ঘোষ
[D] রহিন্তন মিস্ট্রি

02. মুসলিম লীগ কত সালে প্রথম পৃথক রাষ্ট্র পাকিস্তানের জন্য ডাক দিয়েছিল ?

[A] 1939
[B] 1940
[C] 1941
[D] 1945

03. বর্তমানে যার জন্য ফুটবল ক্লাবে ক্রিশ্চিয়ানো রোনালদো খেলে ?

[A] Real Madrid
[B] Juventus
[C] Manchester city
[D] Liverpool

04. পরশুরাম কার ছদ্দনাম ?
[A] সমরেশ বসু
[B] গৌরাঙ্গ প্রসাদ বসু
[C] গিরীন্দ্র শেখর বসু
[D] রাজশেখর বসু

05. বিখ্যাত হিন্দু তীর্থ জ্বালামুখী কে ধ্বংস করেছিলেন ?
[A] শেরশাহ
[B] আলাউদ্দিন খলজি
[C] ফিরোজ শাহ তুঘলক
[D] মুহাম্মদ বিন তুঘলক

06. ‘গীত গোবিন্দ’ এর লেখক কে ?
[A] বিদ্যাপতি
[B] অশ্বঘোষ
[C] জয়দেব
[D] মীরাবাঈ

07. ইলতুৎমিসের সময় রৌপ্য মুদ্রার নাম কি ছিল ?
[A] রুপিয়া
[B] জিতল
[C] মোহর
[D] টংকা

08. পাটলিপুত্র কোথাকার রাজধানী ছিল ?
[A] অঙ্গ
[B] বঙ্গ
[C] গান্ধার
[D] মগধ

09. বিশ্বব্যাপী প্রকৃত তহবিল (WWF) এর প্রতীক হিসেবে কোন জন্তুর ছবি ব্যবহার করা হয় ?
[A] জিরাফ
[B] হরিণ
[C] সিংহ
[D] পান্ডা

10. পক্ষী সম্বন্ধীয় বিজ্ঞানের পোশাকি নাম হল ?
[A] অর্নিথলজি
[B] পোমোলজি
[C] জুলজি
[D] জিওলজি

Answer
 

01. [D]  02. [B]  03. [B]  04. [D]  05. [C]
06. [C]  07. [D]  08. [D]  09. [D]  10. [A]

20 Nov 2020

11/20/2020 12:01:00 am

Daily Ten Gk Question And Answer In Bengali Part - 12

Daily Ten Gk Question And Answer In Bengali Part - 12
Daily Ten Gk Question And Answer In Bengali Part - 12 
 
 
Hello Students,

আপনাদের সাথে আজ শেয়ার করছি ১০টি সাধারণ জ্ঞানের প্রশ্ন ও উত্তর এটি আগত বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে ভীষণ ভাবে আপনাদের সাধারণ জ্ঞানের প্রশ্ন ও উত্তর টি সাহায্য করবে।
 

Daily Ten Gk Question And Answer In Bengali Part - 12

 Question

 

01. বীজ হীন ফল উৎপাদনে ব্যবহৃত হরমোন কোনটি ?
[A]  জিব্বেরেলিন
[B]  ইথিলিন
[C]   অক্সিন
[D]  সাইটোকাইনিন

02. রাষ্ট্রপতি এবং পার্লামেন্টের মধ্যে সম্পর্ক রক্ষাকারী ব্যক্তির নাম কি ?

[A]  প্রধানমন্ত্রী
[B]  উপরাষ্ট্রপতি
[C]   লোকসভার স্পিকার
[D]  পার্লামেন্ট অ্যাফেয়ার্স মন্ত্রী

03. মুরলীধর কৃষ্ণ যে ধরনের গানে বিশিষ্ট ?
[A]  লোকগীতি
[B]  খেয়াল
[C]   টপ্পা
[D]  কর্ণাটকী সংগীত

04. ভারতের পূর্বমুখী কর্ম নীতির সূচনা কে করেন ?
[A]  নরসিমা রাও
[B]  অটল বিহারি বাজপেয়ি
[C]  মনমোহন সিং
[D]  নরেন্দ্র মোদি

05. নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে ভারতের রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন না ?

[A]  উপরাষ্ট্রপতি
[B]  রাষ্ট্রদূত
[C]  প্রধান বিচারপতি
[D]  প্রধানমন্ত্রী

06. কমনওয়েলথ গেমস কোন বছর ভারতে অনুষ্ঠিত হয় ?

[A]  1990
[B]  2010
[C]  2014
[D]  2018

07. জর্জ বার্নার্ড শ হলেন এই নাটকটির লেখক ?

[A]  আর্মস অফ দ্য ম্যান
[B]  ডেথ অফ দা সেলসম্যান
[C]  মার্ডার ইন দ্য ক্যাথিড্রাল
[D]  টুইলভেথ নাইট

08. কল্পক্কম কোথায় ?
[A]  উত্তর প্রদেশ
[B]  গুজরাট
[C]  মহারাষ্ট্র
[D]  তামিলনাড়ু

09. সারে যাহা সে আচ্ছা’ গানটির রচয়িতা ?

[A]  রবীন্দ্রনাথ ঠাকুর
[B]  মির্জা গালিব
[C]  মহম্মদ ইকবাল
[D]  বঙ্কিমচন্দ্র

10. কোন রাজ্যটি থোরিয়ামের শীর্ষস্থানীয় উৎপাদক ?
[A]  কেরালা
[B]  উড়িষ্যা
[C]  বিহার
[D]  মধ্যপ্রদেশ

11. কথাকলি নৃত্য কোন রাজ্যের সঙ্গে সম্পর্কযুক্ত ?

[A]  বিহার
[B]  ওড়িষ্যা
[C]  কেরালা
[D]  আসাম

12. রহস্যময় এর প্রতিশব্দ কি ?

[A]  enigmatic
[B]  straightforward
[C]  mysterious
[D]  confusing          


Answer
 

01.  [C]  02. [C]  03. [D]  04.  [A]  05. [D]  06. [B]
07. [A]  08. [D]  09.  [C]  10. [A]  11. [C]  12. [B]

19 Nov 2020

11/19/2020 12:02:00 am

Daily Ten Gk Question And Answer In Bengali Part - 11

Daily Ten Gk Question And Answer In Bengali Part - 11সাধারণ জ্ঞানের প্রশ্ন ও উত্তর  

 
Hello Students,

আপনাদের সাথে আজ শেয়ার করছি ১০টি সাধারণ জ্ঞানের প্রশ্ন ও উত্তর এটি আগত বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে ভীষণ ভাবে আপনাদের সাধারণ জ্ঞানের প্রশ্ন ও উত্তর টি সাহায্য করবে।
 

সাধারণ জ্ঞান  প্রশ্ন ও উত্তর পর্ব - 11

 Question

 

01. ভারতীয় সংবিধানের কোন আর্টিকেলে রাষ্ট্রপতি ইমপিচমেন্ট এর সম্বন্ধে বলা আছে ?
[A] আর্টিকেল 62
[B] আর্টিকেল 68
[C] আর্টিকেল 54
[D] আর্টিকেল 72

02. বেলে পাথরের রূপান্তরিত রূপ কোনটি ?
[A] ফাইলাইট
[B] মার্বেল
[C] চুনাপাথর
[D] কোয়ার্টজাইট

03. সর্বোৎকৃষ্ট কয়লা হল ?
[A] লিগনাইট
[B] বিটুমিনাস
[C] পিট্
[D] এন্থ্রাসাইট

04. সবচেয়ে নমনীয় ধাতু কোনটি ?
[A] প্লাটিনাম
[B] লোহা
[C] রুপা
[D] সোনা

05. ভারতীয় সংবিধানের কোন ধারা হাইকোর্ট গুলিকে Writs জারি করার ক্ষমতা দিয়েছে ?
[A] article 51
[B] article 226
[C] article 370
[D] article 482

06. হেপারিন হল ?

[A] হরমোন
[B] পিত্তরস
[C] শর্করা
[D] এন্টি হরমোন

07. যকৃতে অতিরিক্ত Glucose কি রূপে সঞ্চিত হয় ?
[A] Fructose
[B] Glucose
[C] Glaicogen
[D] Starch

08. ভারতীয় সংসদ বলতে আমরা বুঝি ?
[A] রাজ্যসভা এবং লোকসভা
[B] লোকসভা এবং রাষ্ট্রপতি
[C] শুধুমাত্র লোকসভা
[D] রাষ্ট্রপতি ,রাজ্যসভা এবং লোকসভা

09. মোনালিসা ছবিটি কে এঁকেছিলেন ?
[A] লিওনার্দো দ্য ভিঞ্চি
[B] আর্নেস্ট হেমিংওয়ে
[C] ভিনসেন্ট ভ্যান গগ
[D] পাবলো পিকাসো

10. জলের বিশুদ্ধ রূপটি হল ?
[A] সমুদ্রের জল
[B] বৃষ্টির জল
[C] কলের জল
[D] পাতিত জল

Answer

 

01. [A]  02. [D]  03. [D]  04. [D]  05. [B]
06. [B]  07. [C]  08. [A]  09.  [A] 10. [D]

18 Nov 2020

11/18/2020 12:10:00 am

Daily Ten Gk Question And Answer In Bengali Part - 10

Daily Ten Gk Question And Answer In Bengali Part - 10
 সাধারণ জ্ঞানের প্রশ্ন ও উত্তর  

 
Hello Students,

আপনাদের সাথে আজ শেয়ার করছি ১০টি সাধারণ জ্ঞানের প্রশ্ন ও উত্তর এটি আগত বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে ভীষণ ভাবে আপনাদের সাধারণ জ্ঞানের প্রশ্ন ও উত্তর টি সাহায্য করবে।
 

সাধারণ জ্ঞান  প্রশ্ন ও উত্তর পর্ব - 10

 Question

 

01. জুলে রিমে ট্রফি’ কোন খেলার সাথে যুক্ত ?
[A] হকি
[B] ফুটবল
[C] গল্ফ
[D] পলো

02. ভারতে সংবিধান অনুযায়ী মৃত্যুদন্ড মুকুব করার অধিকার আছে শুধুমাত্র ?
[A] প্রধানমন্ত্রীর
[B] সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির
[C] সংশ্লিষ্ট রাজ্যের রাজ্যপালের
[D] রাষ্ট্রপতির

03. কোন চলচিত্র ব্যক্তিত্ব অস্কার পুরস্কার পেয়েছিলেন ?

[A] দাদা সাহেব ফালকে
[B] ভি শান্তিরাম
[C] সত্যজিৎ রায়
[D] কেউই নন

04. রাজতরঙ্গিণীর রচয়িতা কে ?
[A] বিষ্ণুগুপ্ত
[B] বিষ্ণুশর্মা
[C] কলহন
[D] চাণক্য

05. FUNDAMENTAL এর Synonyms কি ?
[A] essentials
[B] advanced
[C] principles
[D] None of these

06. “শকারী” উপাধি কে গ্রহণ করেছিলেন ?
[A] দ্বিতীয় চন্দ্রগুপ্ত
[B] হর্ষবর্ধন
[C] পুলকেশী
[D] রুদ্রোদমন

07. DISPLACE এর Antonyms কি ?
[A] dislodge
[B] reinstate
[C] unseat
[D] None of these

08. কেবিনেট মিশন কত সালে ভারতে এসেছিল ?
[A] ১৯৪৬ সালে
[B] ১৯৪৫ সালে
[C] ১৯৪২ সালে
[D] ১৯৪৭ সালে

09. RETROGADE   এর Synonyms কি ?
[A] regressive
[B] downhill
[C] positive
[D] None of these

10. OUST এর Antonyms কি ?
[A] expel
[B] force out
[C] remove
[D] readmit

Answer

 
01. [B]  02. [D]  03. [C]  04. [C]  05. [A]
06. [A]  07. [B]  08. [A]  09. [B]  10. [D]

16 Nov 2020

11/16/2020 11:28:00 pm

Daily Ten Gk Question And Answer In Bengali Part - 09

Daily Ten Gk Question And Answer In Bengali Part - 09 সাধারণ জ্ঞানের প্রশ্ন ও উত্তর  

 
Hello Students,

আপনাদের সাথে আজ শেয়ার করছি ১০টি সাধারণ জ্ঞানের প্রশ্ন ও উত্তর এটি আগত বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে ভীষণ ভাবে আপনাদের সাধারণ জ্ঞানের প্রশ্ন ও উত্তর টি সাহায্য করবে।
 

সাধারণ জ্ঞান  প্রশ্ন ও উত্তর পর্ব - 09

 Question


01. মেগান রেপিনো কোন খেলার সঙ্গে যুক্ত ?

[A] ফুটবল
[B] ক্রিকেট
[C] হকি
[D] দাবা

02. হলোজোয়িক পুষ্টির শেষ পর্যায় কী ?
[A] শোষণ
[B] পরিপাক
[C] আত্তীকরণ
[D] বহিষ্করণ

03. অন্নদামঙ্গল কার রচনা ?
[A] ভারতচন্দ্র রায়গুনাকর
[B] বিধান চন্দ্র রায়
[C] ভরত সিং
[D] কোনোটই নয়

04. নাইক্রোম কী ?
[A] Ni, Cr, Fe এর সংকর ধাতু
[B] Ni, Cr, Al এর সংকর ধাতু
[C] Ni, Cu, Al এর সংকর ধাতু
[D] উপরের কোনোটিই নয়

05. ডান নিলয়-এর কাজ কী ?

[A] কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত প্রেরণ করা
[B] অক্সিজেন সমৃদ্ধ রক্ত প্রেরণ করা
[C] অক্সিজেন সমৃদ্ধ রক্ত গ্রহণ করা
[D] উপরের কোনোটিই নয়

06. “খালি পেটে ধর্ম হয় না” – কার উক্তি ?
[A] স্বামী বিবেকানন্দ
[B] সুভাষ চন্দ্র বসু
[C] বঙ্কিমচন্দ্র সেন
[D] কোনোটাই নয়

07. কোনটির বিক্ষেপণ সবচেয়ে কম ?
[A] বেগুনি
[B] নীল
[C] হলুদ
[D] সবুজ

08. দিমুখ করুনারত্নে কোন খেলার সঙ্গে যুক্ত ?
[A] ফুটবল
[B] ব্যাডমিন্টন
[C] ক্রিকেট
[D] ভলিবল

09. What Bengals think today, India will think tomorrow” – কার উক্তি ?
[A] মহাত্মা গান্ধী
[B] গোখলে
[C] লাল বাহাদুর শাস্ত্রী
[D] কোনোটাই  নয়

10. “ Light is the shadow of God” – কার উক্তি ?
[A] প্লেটো
[B] রুশো
[C] কবি সুকান্ত
[D] গান্ধীজি

Answer


01. [A]  02. [D]  03. [A]  04. [A]
05. [A]  06. [A]  07. [C]  08. [C]
09. [B]  10. [B]

15 Nov 2020

11/15/2020 06:58:00 pm

Daily Ten Gk Question And Answer In Bengali Part - 08

Daily Ten Gk Question And Answer In Bengali Part - 08
সাধারণ জ্ঞানের প্রশ্ন ও উত্তর  

 
Hello Students,

আপনাদের সাথে আজ শেয়ার করছি ১০টি সাধারণ জ্ঞানের প্রশ্ন ও উত্তর এটি আগত বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে ভীষণ ভাবে আপনাদের সাধারণ জ্ঞানের প্রশ্ন ও উত্তর টি সাহায্য করবে।
 

সাধারণ জ্ঞান  প্রশ্ন ও উত্তর পর্ব - 08

 Question

01.”দুর্মুখ”-ছদ্মনামটি কার ?
[A] রবীন্দ্রনাথ ঠাকুরের
[B] কিরণ মৈত্রের
[C] প্রমথনাথ বিশী
[D] দুলাল মৈত্রের

02. ”শ্রী”-ছদ্মনামটি কার ?
[A] বিনয় ঘোষের
[B] কিরণ মৈত্রের
[C] বিমল করের
[D] জীবনানন্দ দাশের

03. নেপালের মুদ্রার নাম কি ?
[A] রুপি
[B] টঙ্কা
[C] টাকা
[D] নেপালী রুপি

04. মিশরের মুদ্রার নাম কি ?
[A] ডলার
[B] রিয়াল
[C] পাউন্ড
[D] কিয়াট

05. প্রথম Asian game কোথায় অনুষ্ঠিত হয় ?
[A] চীন
[B] জাপান
[C] সিঙ্গাপুর
[D] ভারত

06. ভারতের খেলা গবেষণাগার টি কোথায় অবস্থিত ?
[A] কলকাতা
[B] দেরাদুন
[C] পাটিআলী
[D] মুম্বাই

07. কোন খেলোয়াড় Flying Sikh নামে পরিচিত ?
[A] যুবরাজ সিং
[B] সচীন তেন্ডুলকর
[C] মিল্কআ সিং
[D] সমরেশ সিং

08. আন্তর্জাতিক অলিম্পিক খেলার সদর দপ্তর কোথায় অবস্থিত ?
[A] বেলজিয়াম
[B] ফ্রান্স
[C] সুইজারল্যান্ড
[D] ইংল্যান্ড

09. নীল দর্পন নাটকের রচয়িতা কে ?
[A] দীনবন্ধু মিত্র
[B] মাইকেল মধুসুধন দত্ত
[C] রবীন্দ্রনাথ ঠাকুর
[D] বিদ্যাসাগর

10. শকুন্তলা গ্রন্থটি কার লিখা ?
[A] রবীন্দ্রনাথ ঠাকুর
[B] ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
[C] মাইকেল মধুসুধন দত্ত
[D] কাজিনজরুল ইসলাম

 Answer

01. [B]  02. [D]  03. [D]  04. [C]

05. [D]  06. [C]  07. [C]  08. [C]

09. [A]  10. [B]

 

 

13 Nov 2020

11/13/2020 05:54:00 pm

Daily Ten Gk Question And Answer In Bengali Part - 07

Daily Ten Gk Question And Answer In Bengali Part - 07 সাধারণ জ্ঞানের প্রশ্ন ও উত্তর  
 
Hello Students,

আপনাদের সাথে আজ শেয়ার করছি ১০টি সাধারণ জ্ঞানের প্রশ্ন ও উত্তর এটি আগত বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে ভীষণ ভাবে আপনাদের সাধারণ জ্ঞানের প্রশ্ন ও উত্তর টি সাহায্য করবে।
 

সাধারণ জ্ঞান  প্রশ্ন ও উত্তর পর্ব - 07

 Question

 

01. কোনটি প্র-গৌণ খাদক ?
[A] বাজ পাখি
[B] ময়ূর
[C] ইঁদুর
[D] সাপ

02. ছত্রিশগড় রাজ্য তৈরি হয়েছে কোন রাজ্য ভেঙে ?
[A] মধ্যপ্রদেশ
[B] কর্ণাটক
[C] পাঞ্জাব
[D] ঝাড়খন্ড

03. ভারতের কোথায় প্রাচীনতম তৈল শোধনাগার অবস্থিত ?  
[A] নাহারকাটিয়া
[B] ডিগবয়
[C] বারাউনি
[D] ট্রমবে

04. নিম্নলিখিত কোন ব্যক্তির নাম সানাই বাদ্যযন্ত্রর সাথে যুক্ত ?
[A] আলাউদ্দিন খাঁ
[B] কিষান মহারাজ
[C] বিসমিল্লাহ খাঁ
[D] আমজাদ আলী খাঁ

05. আধার কার্ডের কোড নির্দেশক সংখ্যায় কতগুলি ডিজিট থাকে ?
[A] 12
[B] 14
[C] 10
[D] 8

06. ভারতের প্রথম পাটকল কোথায় স্থাপিত হয় ?
[A] রিসরা
[B] টিটাগর
[C] শ্রীরামপুর
[D] কাঁচরাপাড়া

07. রাউলকেল্লা ইস্পাত কেন্দ্র কোন নদীর তীরে অবস্থিত ?
[A] নর্মদা
[B] ব্রাহ্মণী
[C] তুঙ্গভদ্রা
[D] দামোদর

08. ভারতের কোন শহরে অপর নাম" সবুজ নগর" ?
[A] দেরাদুন
[B] বেঙ্গালুরু
[C] সিমলা
[D] চন্ডিগড়

09. উদ্ভিদ বিদ্যার (Botany ) জনক কাকে বলা হয় ?  
[A] এরিস্টটল
[B] ডারউইন
[C] থিওফ্রেটাস
[D] লিনিউস

10. জীববিদ্যার জনক কাকে বলা হয় ?
[A] এরিস্টটল
[B] ডারউইন
[C] থিওফ্রেটাস
[D] লিনিউস

12. গ্রীষ্মকালে হালকা রঙের পোশাক পরলে আরাম লাগে কেন ?
[A] হালকা রঙ তাপের ভালো বিচ্ছুরক
[B] হালকা রঙ তাপের ভালো শোষক
[C] হালকা রং ভালো ঘাম শোষক
[D] হালকা রঙ শরীরের ঘাম বেশি নির্গত করে

 Answer 

 

01. [A]  02. [A]  03. [B]

04. [C]  05. [A]  06. [A]

07. [B]  08. [B]  09. [C]

10. [A]  11. [A]  12. [B]

12 Nov 2020

11/12/2020 05:32:00 pm

Daily Ten Gk Question And Answer In Bengali Part - 06

Daily Ten Gk Question And Answer In Bengali Part - 06
 সাধারণ জ্ঞানের প্রশ্ন ও উত্তর

 

Hello Students,

আপনাদের সাথে আজ শেয়ার করছি ১০টি সাধারণ জ্ঞানের প্রশ্ন ও উত্তর এটি আগত বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে ভীষণ ভাবে আপনাদের সাধারণ জ্ঞানের প্রশ্ন ও উত্তর টি সাহায্য করবে।
 

সাধারণ জ্ঞান  প্রশ্ন ও উত্তর পর্ব - 06
 
Question

01. নীচের রাশি গুলির মধ্যে কোনটি মাত্রাহীন রাশি নয় ?
[A] চাপ 
[B] আপেক্ষিক গুরুত্ব
[C] কোন
[D] বাষ্পঘনত্ব

02.  কোনো গতিশীল বস্তুর গতিবেগ দ্বিগুন করলে ?
[A] গতিশক্তি দ্বিগুন হয়
[B] ত্বরণ দ্বিগুন হয়
[C] ভরবেগ দ্বিগুন হয়
[D] স্থিতিশক্তি দ্বিগুন হয়

03. সাঁড়াশি কোন শ্রেণির যুগ্ম লিভার ?
[A] প্রথম শ্রেণির লিভার
[B] দ্বিতীয় শ্রেণির লিভার
[C] তৃতীয় শ্রেণির লিভার
[D] একই সাথে প্রথম ও দ্বিতীয় শ্রেণির লিভার

04. একটি বস্তুর ওজন সবচেয়ে বেশি হয় কোথায় ?
[A] নিরক্ষরেখায়
[B] উত্তর ও দক্ষিণ মেরুতে
[C] পাহাড়ের চূড়ায়
[D] খনির মধ্যে

05. স্যাকারিন কি থেকে প্রস্তুত হয় ?
[A] ফেনল
[B] বেঞ্জিন
[C] টলুইন
[D] কোনোটাই নয়

06. ইনসুলিন নিঃসৃত হয় কোথা থেকে ?
[A] অগ্নাশয় থেকে
[B] যকৃৎ থেকে
[C] মাইটোকনড্রিয়া থেকে
[D] মস্তিষ্ক থেকে

07. পিঁপড়ের হুলে কোন অ্যাসিড থাকে ?
[A] অ্যাসিটিক অ্যাসিড
[B] টাটারিক অ্যাসিড
[C] আয়োডিক অ্যাসিড
[D] ফরমিক অ্যাসিড

08. ” আত্মঘাতী থলি”- পরিচিত কোশীয় অঙ্গাণুটি হল ?
[A] রাইবোজোম
[B] ভ্যাকুওল
[C] লাইসোজোম
[D] সেন্ট্রোজোম

09. গলদা চিংড়ি কোন পর্বের প্রানী ?
[A] আর্থ্রোপোডা
[B] নির্মাটোড
[C] প্লাংকটন
[D] এগারিকাস

10. মানব দেহের মোট কশেরুকার সংখ্যা কতটি ?
[A] 32
[B] 33
[C] 34
[D] 36

Answer

01. [A]  02. [C]

03. [A]  04. [B]

05. [C]  06. [A] 

07. [D]  08. [C]

09. [A]  10. [A] 

11 Nov 2020

11/11/2020 01:48:00 pm

Daily Ten Gk Question And Answer In Bengali Part - 05

Daily Ten Gk Question And Answer In Bengali Part - 05
সাধারণ জ্ঞানের প্রশ্ন ও উত্তর


Hello Students,

আপনাদের সাথে আজ শেয়ার করছি ১০টি সাধারণ জ্ঞানের প্রশ্ন ও উত্তর এটি আগত বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে ভীষণ ভাবে আপনাদের সাধারণ জ্ঞানের প্রশ্ন ও উত্তর টি সাহায্য করবে।
 

সাধারণ জ্ঞান  প্রশ্ন ও উত্তর পর্ব - 05

 

01. পৃথিবীর ক্ষুদ্রতম দেশের নাম কি ?
[A] উগান্ডা
[B] ভুটান
[C] মালদ্বীপ
[D] ভ্যাটিকান সিটি ✔️

02. নিচের কোনটিকে নীল গ্রহ বলা হয় ?
[A] মঙ্গল
[B] বুধ
[C] নেপচুন
[D] পৃথিবী
✔️

03. ভারতের কোথায় মহাকাশ যান পাঠানোর কেন্দ্রটি অবস্থিত ?
[A] পুনে
[B] হুইলার দ্বীপ
[C] শ্রীহরিকোটা
✔️
[D] থুম্বা

04. ভারতের বৃহত্তম সমুদ্রবন্দরের নাম কি ?
[A] কলকাতা
[B] কোচিন
[C] চেন্নাই
[D] মুম্বাই
✔️

05. 1829 সালে কে সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন ?
[A] লর্ড ক্লাইভ
[B] লর্ড কার্জন
[C] লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক
✔️ 
[D] লর্ড ডালহৌসি

06. আমেরিকার প্রথম রাষ্ট্রপতির নাম কি ?
[A] জর্জ ফার্নান্ডেজ
[B] জর্জ ওয়াশিংটন
✔️
[C] জর্জ ডব্লিউ বুশ
[D] রিচার্ড নিক্সন

07. কোন দেশ প্রথম ফুটবল বিশ্বকাপ জয় করে ?
[A] ব্রাজিল
[B] পর্তুগাল
[C] স্পেন
[D] উরুগুয়ে
✔️

08. ভারতের প্রথম ভাইসরয়ের নাম কি ?
[A] লর্ড ডালহৌসি
[B] লর্ড ক্যানিং
✔️ 
[C] লর্ড ওয়েলেসলি
[D] ওয়ারেন হেস্টিংস

09. প্রথম কে ভারতে সংবাদ পত্র চালু করেন ?
[A] জেমস হিকি
✔️
[B] লর্ড এলিনব্র্র
[C] লর্ড লিটন
[D] রাজা রাম মোহন রয়

10. সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতির নাম কি ?
[A] সরোজিনী নাইডু
[B] মিসেস মীরা সাহিব ফাতিমা বিবি
✔️ 
[C] সুজাতা মনোহর
[D] লীলা শেঠ

10 Nov 2020

11/10/2020 12:54:00 pm

Daily Ten Gk Question And Answer In Bengali Part - 4

Daily Ten Gk Question And Answer In Bengali Part - 4
সাধারণ জ্ঞানের প্রশ্ন ও উত্তর


Hello Students,

আপনাদের সাথে আজ শেয়ার করছি ১০টি সাধারণ জ্ঞানের প্রশ্ন ও উত্তর এটি আগত বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে ভীষণ ভাবে আপনাদের সাধারণ জ্ঞানের প্রশ্ন ও উত্তর টি সাহায্য করবে।
 

সাধারণ জ্ঞান  প্রশ্ন ও উত্তর পর্ব - 04
 
01. ভারতের মুদ্রার নাম কি ?
[A] রুপি ✔️
[B] টঙ্কা
[C] টাকা ও টকা
[D] উপরের সবকটি
রুপি ( তবে বিভিন্ন ভাষায় টাকা , টঙ্কা , টকা , ইত্যাদিও বলা হয় । কিন্তু রুপিই হল রাষ্ট্রীয় ভাবে স্বীকৃত মুদ্রার নাম
 
02. “সব্যসাচী”-ছদ্মনামটি কার ?                                    
[A] প্রফুল্ল লাহিড়ীর
[B] ঈশ্বর চন্দ্র গুপ্তের
[C] নিরোদ চন্দ্র মজুমদারের
✔️ 
[D] সুজিত কুমার নাগের

03. “গুপ্ত কবি”- ছদ্মনামে পরিচিত কে ছিলেন ?
[A] শরৎচন্দ্র চট্টোপাধ্যায় 

[B] ঈশ্বর চন্দ্র গুপ্ত
✔️
[C] নিহারঞ্জন গুপ্ত
[D] সুজিত কুমার নাগ
 
04. রাজস্থানের বৃহত্তম শহরের নাম কি ?
[A] মথুরাপুর
[B] ত্রিরুবনন্তপুরম
[C] জয়পুর
✔️
[D] উদয়পুর
এই জয়পুর শহরটি আবার একই সাথে রাজস্থানের রাজধানী

05. লখনৌ শহরটি কোন নদীর তীরে অবস্থিত ?
[A] ময়ূরাক্ষী
[B] ইরাবতী
[C] তাপ্তি
[D] গোমতী
✔️
লখনৌ শহরটি উত্তরপ্রদেশের রাজধানী 

06. ইলিয়ড ও ওডিসি মহাকাব্য রচনা করেছিলেন ?
[A] ব্যাস
[B] হোমার
✔️
[C] হেরোডোটাস
[D] উপরে এর কোনোটিই নয়

07. পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়েছিল ?
[A] ১৫২৬
✔️
[B] ১৫২৭
[C] ১৫২৮
[D] ১৫২৯

08. ভারতের জাতীয় কংগ্রেস কত সালে গঠিত হয় ?
[A] 1875
[B] 1885
✔️
[C] 1895
[D] 1886

09. জাতীয় কংগ্রেস এর প্রথম সভাপতির নাম কি ?
[A] অ্যালান অক্টাভিয়ান হিউম
[B] উমেশ চন্দ্র ব্যানার্জী
✔️
[C] লাল বাহাদুর শাস্ত্রী
[D] বিপিন চন্দ্র পাল

10. ICS পরীক্ষায় প্রথম কোন ভারতীয় পাশ করেন ?
[A] আশুতোষ মুখোপাধ্যায়
[B] সুভাষ সরকার
[C] সত্যেন্দ্রনাথ ঠাকুর
✔️
[D] সুভাষ চন্দ্র বোস
 

9 Nov 2020

11/09/2020 11:52:00 am

Daily Ten Gk Question And Answer In Bengali Part - 3

Daily Ten Gk Question And Answer In Bengali Part - 3  সাধারণ জ্ঞানের প্রশ্ন ও উত্তর


Hello Students,

আপনাদের সাথে আজ শেয়ার করছি ১০টি সাধারণ জ্ঞানের প্রশ্ন ও উত্তর এটি আগত বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে ভীষণ ভাবে আপনাদের সাধারণ জ্ঞানের প্রশ্ন ও উত্তর টি সাহায্য করবে।
 

সাধারণ জ্ঞান  প্রশ্ন ও উত্তর পর্ব - 03

 

 01. ”শাহেনশা”- উপাধি নেন কোন মুঘল সম্রাট ?
[A] আকবর ✔️
[B] জাহাঙ্গীর
[C] হুমায়ুন
[D] শাহজাহান

02. অযোধ্যা কোন নদীর তীরে অবস্থিত ?
[A] ঝিলম
[B] গোদাবরী
[C] সরয়ূ ✔️
[D] বিপাশা

03. আগ্রা শহরটি কোন নদীর তীরে অবস্থিত ?
[A] কাবেরী
[B] যমুনা ✔️
[C] গঙ্গা
[D] বিয়াস

04. পশ্চিমবঙ্গ রাজ্যের বৃহত্তম শহর কোনটি ?
[A] বহরমপুর
[B] আসানসোল
[C] ব্যারাকপুর
[D] কলকাতা ✔️

05. গুজরাটের বৃহত্তম শহরের নাম কি ?
[A] সবরমতী
[B] গান্ধীনগর
[C] আহমেদাবাদ ✔️
[D] রাজ বল্লভপুর

06. মহারাষ্ট্রের রাজধানীর নাম কি ?
[A] আইজল
[B] মুম্বাই ✔️
[C] পুনে
[D] নাসিক

07. ”কালাপাহাড়” কার ছদ্মনাম ?
[A] বলাই মুখোপাধ্যায়ের
[B] কালাচাঁদ ভাদুরীর ✔️
[C] নিত্যনন্দ সেনের
[D] মহিতোষ হালদারের

08.  ”উদাসীন পথিক”-কোন বিখ্যাত ব্যক্তির ছদ্মনাম ?
[A] দীনেশ গঙ্গোপাধ্যায়ের
[B] মীর মোশারফ হোসেনের ✔️
[C] সৈয়দ মুজতবা আলীর
[D] দীনেশ গুপ্তে

09. ”পঞ্চানন” কোন বিখ্যাত ব্যক্তির ছদ্মনাম? ?
[A] ইন্দ্রোনাথ বন্দ্যোপাধ্যায়ের
[B] কামিনী রায়ের ✔️
[C] দীনেশ বন্দ্যোপাধ্যায়ের
[D] সুধীন্দ্রনাথ দত্তের

10. বাংলাদেশের মুদ্রার নাম কি ?
[A] রুপি
[B] টঙ্কা
[C] টাকা ✔️
[D] টকা

8 Nov 2020

11/08/2020 01:24:00 am

Daily Ten Gk Question And Answer In Bengali Part - 2

Daily Ten Gk Question And Answer In Bengali Part - 2
 সাধারণ জ্ঞানের প্রশ্ন ও উত্তর



Hello Students,

আপনাদের সাথে আজ শেয়ার করছি ১০টি সাধারণ জ্ঞানের প্রশ্ন ও উত্তর এটি আগত বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে ভীষণ ভাবে আপনাদের সাধারণ জ্ঞানের প্রশ্ন ও উত্তর টি সাহায্য করবে।
 

সাধারণ জ্ঞান  প্রশ্ন ও উত্তর পর্ব - 02

 
01. দিল্লির কোন সুলতান জমির খাজনার জন্য কৃষকদের সাথে সরাসরি যোগাযোগ করতেন ?
[A] বলবন
[B] মুহাম্মদ বিন তুঘলক
[C] আলাউদ্দিন খলজি ✔️
[D] সিকান্দার লোদী

02. মুহাম্মদ বিন তুঘলক কোন ঐতিহাসিক কে প্রধান কাজীর পদে বসান ?
[A] ইবন বতুতা
✔️
[B] জিয়াউদ্দিন বরনী
[C] সিরাজ আসিফ
[D] মার্কো পোলো

03. কোন সুলতান নিজেকেই" ঈশ্বরের প্রতিনিধি "বলে মনে করতেন ?
[A] ইলতুৎমিস
[B] আলাউদ্দিন খলজি
[C] বলবন
✔️
[D] মুহাম্মদ বিন তুঘলক

04. নিম্নের কোন শাসক উলেমাদের ক্ষমতাকে অস্বীকার করেছিলেন ?
[A] বলবন
[B] ফিরোজ শাহ তুঘলক
[C] শেরশাহ
[D] আলাউদ্দিন খলজী
✔️

05. ভারতে আচার্যদের প্রথম বসতি কোথায় ছিল ?
[A] রাজস্থান
[B] পাঞ্জাব
✔️
[C] দিল্লি
[D] হরিয়ানা

06. কোন সুলতানের আমলে খালসা জমির পরিমাণ বৃদ্ধি পায় ?
[A] গিয়াসউদ্দিন বলবন
[B] আলাউদ্দিন খলজি
✔️
[C] ফিরোজ শাহ তুঘলক
[D] মহম্মদ বিনতুঘলক

07. নিম্নের কে" লাখবক্স "নামে পরিচিত ?
[A] নাসির উদ্দিন মাহমুদ
[B] বলবন
[C] আইবক
✔️
[D] ফিরোজ শাহ তুঘলক

08. রাজতরঙ্গনী কার লেখা ?
[A] কলহন
✔️
[B] ব্রাহমিহীর
[C] চন্দ্রগুপ্ত
[D] কোনোটাই নয়

09. কুতুব মিনারের কাজ কে সমাপ্ত করে ?
[A] বলবন
[B] ইলতুৎমিস
✔️
[C] আইবক
[D] আরাম শাহ

10. নিম্নে স্থাপত্যগুলোর কোনটি সর্বপ্রাচীন ?
[A] অজন্তা 
✔️
[B] কুতুব মিনার
[C] তাজমহল
[D] খাজুরাহো

7 Nov 2020

11/07/2020 03:55:00 pm

Daily Ten Gk Question And Answer In Bengali Part - 1

Daily Ten Gk Question And Answer In Bengali
সাধারণ জ্ঞানের প্রশ্ন ও উত্তর


Hello Students,

আপনাদের সাথে আজ শেয়ার করছি ১০টি সাধারণ জ্ঞানের প্রশ্ন ও উত্তর এটি আগত বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে ভীষণ ভাবে আপনাদের সাধারণ জ্ঞানের প্রশ্ন ও উত্তর টি সাহায্য করবে।

সাধারণ জ্ঞান  প্রশ্ন ও উত্তর পর্ব - 01
 

 01. অজন্তার গুহাচিত্র কোন গ্রন্থের কাহিনী বর্ণিত আছে ?

[A] রামায়ণ

[B] মহাভারত

[C] জাতক ✔️

[D] কোনটাই নয়

 

02. মেগাস্থিনিস কে ছিলেন ? 

[A] সেলুকাসের দুত ✔️

[B] চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী

[C] চীনা ভ্রমণকারী

[D] গ্রীকের পরিব্রাজক

 

03. নাসিক প্রশস্তি কে প্রচার করেছিলেন ?

[A] হর্ষবর্ধন

[B] সমুদ্র গুপ্ত

[C] গৌতমীপুত্র সাতকর্ণী ✔️

[D] কোনটাই না 


04. স্বর্ণমন্দিরে স্থপতি কে ছিলেন ?

[A] তেজ বাহাদুর সিংহ

[B] গুরু নানক

[C] গুরু অর্জুন দেব ✔️

[D] গুরু তেজ বাহাদুর

 

05. কার জন্মদিন  ভারতের শিশু দিবস হিসেবে পালিত হয় ?

[A] পন্ডিত জহরলাল নেহেরু ✔️

[B] দাদাভাই নওরোজি

[C] নেতাজি সুভাষচন্দ্র বোস

[D] লাল বাহাদুর শাস্ত্রী

 

06. হরমন্দির সাহিব কোথায় অবস্থিত ?

[A] অমৃতসর ✔️

[B] খান্ডালা

[C] উদয়গিরি

[D] দিল্লি

 

07. বিশ্বের কোথায় একমাত্র পারিজাত ফুল দেখা যায় ?

[A] মনিপুর ✔️

[B] নাগাল্যান্ড

[C] আসাম

[D] উৎরাখন্ড

 

08. জিরো ডিস্ট্রিক্ট চুক্তিটি কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত ?

[A] সেনাবাহিনী ✔️

[B] ইনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট

[C] রেল

[D] কোনটাই নয়

 

09. পানিপথ কিসের এক্সপোট ডেভেলপমেন্ট সেন্টার ?

[A] তাঁত ও বস্ত্র ✔️

[B] সিরামিক

[C] মাছ

[D] যন্ত্রপাতি

 

10. রবীন্দ্রনাথ ঠাকুর তাসের দেশ গ্রন্থটি কাকে উৎসর্গ করেছিলেন ?

[A] অরবিন্দ ভটচাজ

[B] সুভাষচন্দ্র বসু ✔️

[C] মহাত্মা গান্ধী

[D] কোনোটাই নয়