Question
01. কোনটি প্র-গৌণ খাদক ?
[A] বাজ পাখি
[B] ময়ূর
[C] ইঁদুর
[D] সাপ
02. ছত্রিশগড় রাজ্য তৈরি হয়েছে কোন রাজ্য ভেঙে ?
[A] মধ্যপ্রদেশ
[B] কর্ণাটক
[C] পাঞ্জাব
[D] ঝাড়খন্ড
03. ভারতের কোথায় প্রাচীনতম তৈল শোধনাগার অবস্থিত ?
[A] নাহারকাটিয়া
[B] ডিগবয়
[C] বারাউনি
[D] ট্রমবে
04. নিম্নলিখিত কোন ব্যক্তির নাম সানাই বাদ্যযন্ত্রর সাথে যুক্ত ?
[A] আলাউদ্দিন খাঁ
[B] কিষান মহারাজ
[C] বিসমিল্লাহ খাঁ
[D] আমজাদ আলী খাঁ
05. আধার কার্ডের কোড নির্দেশক সংখ্যায় কতগুলি ডিজিট থাকে ?
[A] 12
[B] 14
[C] 10
[D] 8
06. ভারতের প্রথম পাটকল কোথায় স্থাপিত হয় ?
[A] রিসরা
[B] টিটাগর
[C] শ্রীরামপুর
[D] কাঁচরাপাড়া
07. রাউলকেল্লা ইস্পাত কেন্দ্র কোন নদীর তীরে অবস্থিত ?
[A] নর্মদা
[B] ব্রাহ্মণী
[C] তুঙ্গভদ্রা
[D] দামোদর
08. ভারতের কোন শহরে অপর নাম" সবুজ নগর" ?
[A] দেরাদুন
[B] বেঙ্গালুরু
[C] সিমলা
[D] চন্ডিগড়
09. উদ্ভিদ বিদ্যার (Botany ) জনক কাকে বলা হয় ?
[A] এরিস্টটল
[B] ডারউইন
[C] থিওফ্রেটাস
[D] লিনিউস
10. জীববিদ্যার জনক কাকে বলা হয় ?
[A] এরিস্টটল
[B] ডারউইন
[C] থিওফ্রেটাস
[D] লিনিউস
12. গ্রীষ্মকালে হালকা রঙের পোশাক পরলে আরাম লাগে কেন ?
[A] হালকা রঙ তাপের ভালো বিচ্ছুরক
[B] হালকা রঙ তাপের ভালো শোষক
[C] হালকা রং ভালো ঘাম শোষক
[D] হালকা রঙ শরীরের ঘাম বেশি নির্গত করে
Answer
01. [A] 02. [A] 03. [B]
04. [C] 05. [A] 06. [A]
07. [B] 08. [B] 09. [C]
10. [A] 11. [A] 12. [B]
No comments:
Post a Comment