Breaking




12 Nov 2020

Daily Ten Gk Question And Answer In Bengali Part - 06

Daily Ten Gk Question And Answer In Bengali Part - 06
 সাধারণ জ্ঞানের প্রশ্ন ও উত্তর

 

Hello Students,

আপনাদের সাথে আজ শেয়ার করছি ১০টি সাধারণ জ্ঞানের প্রশ্ন ও উত্তর এটি আগত বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে ভীষণ ভাবে আপনাদের সাধারণ জ্ঞানের প্রশ্ন ও উত্তর টি সাহায্য করবে।
 

সাধারণ জ্ঞান  প্রশ্ন ও উত্তর পর্ব - 06
 
Question

01. নীচের রাশি গুলির মধ্যে কোনটি মাত্রাহীন রাশি নয় ?
[A] চাপ 
[B] আপেক্ষিক গুরুত্ব
[C] কোন
[D] বাষ্পঘনত্ব

02.  কোনো গতিশীল বস্তুর গতিবেগ দ্বিগুন করলে ?
[A] গতিশক্তি দ্বিগুন হয়
[B] ত্বরণ দ্বিগুন হয়
[C] ভরবেগ দ্বিগুন হয়
[D] স্থিতিশক্তি দ্বিগুন হয়

03. সাঁড়াশি কোন শ্রেণির যুগ্ম লিভার ?
[A] প্রথম শ্রেণির লিভার
[B] দ্বিতীয় শ্রেণির লিভার
[C] তৃতীয় শ্রেণির লিভার
[D] একই সাথে প্রথম ও দ্বিতীয় শ্রেণির লিভার

04. একটি বস্তুর ওজন সবচেয়ে বেশি হয় কোথায় ?
[A] নিরক্ষরেখায়
[B] উত্তর ও দক্ষিণ মেরুতে
[C] পাহাড়ের চূড়ায়
[D] খনির মধ্যে

05. স্যাকারিন কি থেকে প্রস্তুত হয় ?
[A] ফেনল
[B] বেঞ্জিন
[C] টলুইন
[D] কোনোটাই নয়

06. ইনসুলিন নিঃসৃত হয় কোথা থেকে ?
[A] অগ্নাশয় থেকে
[B] যকৃৎ থেকে
[C] মাইটোকনড্রিয়া থেকে
[D] মস্তিষ্ক থেকে

07. পিঁপড়ের হুলে কোন অ্যাসিড থাকে ?
[A] অ্যাসিটিক অ্যাসিড
[B] টাটারিক অ্যাসিড
[C] আয়োডিক অ্যাসিড
[D] ফরমিক অ্যাসিড

08. ” আত্মঘাতী থলি”- পরিচিত কোশীয় অঙ্গাণুটি হল ?
[A] রাইবোজোম
[B] ভ্যাকুওল
[C] লাইসোজোম
[D] সেন্ট্রোজোম

09. গলদা চিংড়ি কোন পর্বের প্রানী ?
[A] আর্থ্রোপোডা
[B] নির্মাটোড
[C] প্লাংকটন
[D] এগারিকাস

10. মানব দেহের মোট কশেরুকার সংখ্যা কতটি ?
[A] 32
[B] 33
[C] 34
[D] 36

Answer

01. [A]  02. [C]

03. [A]  04. [B]

05. [C]  06. [A] 

07. [D]  08. [C]

09. [A]  10. [A] 

No comments:

Post a Comment