Question
01.”দুর্মুখ”-ছদ্মনামটি কার ?
[A] রবীন্দ্রনাথ ঠাকুরের
[B] কিরণ মৈত্রের
[C] প্রমথনাথ বিশী
[D] দুলাল মৈত্রের
02. ”শ্রী”-ছদ্মনামটি কার ?
[A] বিনয় ঘোষের
[B] কিরণ মৈত্রের
[C] বিমল করের
[D] জীবনানন্দ দাশের
03. নেপালের মুদ্রার নাম কি ?
[A] রুপি
[B] টঙ্কা
[C] টাকা
[D] নেপালী রুপি
04. মিশরের মুদ্রার নাম কি ?
[A] ডলার
[B] রিয়াল
[C] পাউন্ড
[D] কিয়াট
05. প্রথম Asian game কোথায় অনুষ্ঠিত হয় ?
[A] চীন
[B] জাপান
[C] সিঙ্গাপুর
[D] ভারত
06. ভারতের খেলা গবেষণাগার টি কোথায় অবস্থিত ?
[A] কলকাতা
[B] দেরাদুন
[C] পাটিআলী
[D] মুম্বাই
07. কোন খেলোয়াড় Flying Sikh নামে পরিচিত ?
[A] যুবরাজ সিং
[B] সচীন তেন্ডুলকর
[C] মিল্কআ সিং
[D] সমরেশ সিং
08. আন্তর্জাতিক অলিম্পিক খেলার সদর দপ্তর কোথায় অবস্থিত ?
[A] বেলজিয়াম
[B] ফ্রান্স
[C] সুইজারল্যান্ড
[D] ইংল্যান্ড
09. নীল দর্পন নাটকের রচয়িতা কে ?
[A] দীনবন্ধু মিত্র
[B] মাইকেল মধুসুধন দত্ত
[C] রবীন্দ্রনাথ ঠাকুর
[D] বিদ্যাসাগর
10. শকুন্তলা গ্রন্থটি কার লিখা ?
[A] রবীন্দ্রনাথ ঠাকুর
[B] ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
[C] মাইকেল মধুসুধন দত্ত
[D] কাজিনজরুল ইসলাম
Answer
01. [B] 02. [D] 03. [D] 04. [C]
05. [D] 06. [C] 07. [C] 08. [C]
09. [A] 10. [B]
No comments:
Post a Comment