Question
01. মেগান রেপিনো কোন খেলার সঙ্গে যুক্ত ?
[A] ফুটবল
[B] ক্রিকেট
[C] হকি
[D] দাবা
02. হলোজোয়িক পুষ্টির শেষ পর্যায় কী ?
[A] শোষণ
[B] পরিপাক
[C] আত্তীকরণ
[D] বহিষ্করণ
03. অন্নদামঙ্গল কার রচনা ?
[A] ভারতচন্দ্র রায়গুনাকর
[B] বিধান চন্দ্র রায়
[C] ভরত সিং
[D] কোনোটই নয়
04. নাইক্রোম কী ?
[A] Ni, Cr, Fe এর সংকর ধাতু
[B] Ni, Cr, Al এর সংকর ধাতু
[C] Ni, Cu, Al এর সংকর ধাতু
[D] উপরের কোনোটিই নয়
05. ডান নিলয়-এর কাজ কী ?
[A] কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত প্রেরণ করা
[B] অক্সিজেন সমৃদ্ধ রক্ত প্রেরণ করা
[C] অক্সিজেন সমৃদ্ধ রক্ত গ্রহণ করা
[D] উপরের কোনোটিই নয়
06. “খালি পেটে ধর্ম হয় না” – কার উক্তি ?
[A] স্বামী বিবেকানন্দ
[B] সুভাষ চন্দ্র বসু
[C] বঙ্কিমচন্দ্র সেন
[D] কোনোটাই নয়
07. কোনটির বিক্ষেপণ সবচেয়ে কম ?
[A] বেগুনি
[B] নীল
[C] হলুদ
[D] সবুজ
08. দিমুখ করুনারত্নে কোন খেলার সঙ্গে যুক্ত ?
[A] ফুটবল
[B] ব্যাডমিন্টন
[C] ক্রিকেট
[D] ভলিবল
09. What Bengals think today, India will think tomorrow” – কার উক্তি ?
[A] মহাত্মা গান্ধী
[B] গোখলে
[C] লাল বাহাদুর শাস্ত্রী
[D] কোনোটাই নয়
10. “ Light is the shadow of God” – কার উক্তি ?
[A] প্লেটো
[B] রুশো
[C] কবি সুকান্ত
[D] গান্ধীজি
Answer
01. [A] 02. [D] 03. [A] 04. [A]
05. [A] 06. [A] 07. [C] 08. [C]
09. [B] 10. [B]
No comments:
Post a Comment