Breaking




7 Nov 2020

Daily Ten Gk Question And Answer In Bengali Part - 1

Daily Ten Gk Question And Answer In Bengali
সাধারণ জ্ঞানের প্রশ্ন ও উত্তর


Hello Students,

আপনাদের সাথে আজ শেয়ার করছি ১০টি সাধারণ জ্ঞানের প্রশ্ন ও উত্তর এটি আগত বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে ভীষণ ভাবে আপনাদের সাধারণ জ্ঞানের প্রশ্ন ও উত্তর টি সাহায্য করবে।

সাধারণ জ্ঞান  প্রশ্ন ও উত্তর পর্ব - 01
 

 01. অজন্তার গুহাচিত্র কোন গ্রন্থের কাহিনী বর্ণিত আছে ?

[A] রামায়ণ

[B] মহাভারত

[C] জাতক ✔️

[D] কোনটাই নয়

 

02. মেগাস্থিনিস কে ছিলেন ? 

[A] সেলুকাসের দুত ✔️

[B] চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী

[C] চীনা ভ্রমণকারী

[D] গ্রীকের পরিব্রাজক

 

03. নাসিক প্রশস্তি কে প্রচার করেছিলেন ?

[A] হর্ষবর্ধন

[B] সমুদ্র গুপ্ত

[C] গৌতমীপুত্র সাতকর্ণী ✔️

[D] কোনটাই না 


04. স্বর্ণমন্দিরে স্থপতি কে ছিলেন ?

[A] তেজ বাহাদুর সিংহ

[B] গুরু নানক

[C] গুরু অর্জুন দেব ✔️

[D] গুরু তেজ বাহাদুর

 

05. কার জন্মদিন  ভারতের শিশু দিবস হিসেবে পালিত হয় ?

[A] পন্ডিত জহরলাল নেহেরু ✔️

[B] দাদাভাই নওরোজি

[C] নেতাজি সুভাষচন্দ্র বোস

[D] লাল বাহাদুর শাস্ত্রী

 

06. হরমন্দির সাহিব কোথায় অবস্থিত ?

[A] অমৃতসর ✔️

[B] খান্ডালা

[C] উদয়গিরি

[D] দিল্লি

 

07. বিশ্বের কোথায় একমাত্র পারিজাত ফুল দেখা যায় ?

[A] মনিপুর ✔️

[B] নাগাল্যান্ড

[C] আসাম

[D] উৎরাখন্ড

 

08. জিরো ডিস্ট্রিক্ট চুক্তিটি কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত ?

[A] সেনাবাহিনী ✔️

[B] ইনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট

[C] রেল

[D] কোনটাই নয়

 

09. পানিপথ কিসের এক্সপোট ডেভেলপমেন্ট সেন্টার ?

[A] তাঁত ও বস্ত্র ✔️

[B] সিরামিক

[C] মাছ

[D] যন্ত্রপাতি

 

10. রবীন্দ্রনাথ ঠাকুর তাসের দেশ গ্রন্থটি কাকে উৎসর্গ করেছিলেন ?

[A] অরবিন্দ ভটচাজ

[B] সুভাষচন্দ্র বসু ✔️

[C] মহাত্মা গান্ধী

[D] কোনোটাই নয়

 

 

 

 

No comments:

Post a Comment