01. পৃথিবীর ক্ষুদ্রতম দেশের নাম কি ?
[A] উগান্ডা
[B] ভুটান
[C] মালদ্বীপ
[D] ভ্যাটিকান সিটি ✔️
02. নিচের কোনটিকে নীল গ্রহ বলা হয় ?
[A] মঙ্গল
[B] বুধ
[C] নেপচুন
[D] পৃথিবী ✔️
03. ভারতের কোথায় মহাকাশ যান পাঠানোর কেন্দ্রটি অবস্থিত ?
[A] পুনে
[B] হুইলার দ্বীপ
[C] শ্রীহরিকোটা ✔️
[D] থুম্বা
04. ভারতের বৃহত্তম সমুদ্রবন্দরের নাম কি ?
[A] কলকাতা
[B] কোচিন
[C] চেন্নাই
[D] মুম্বাই ✔️
05. 1829 সালে কে সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন ?
[A] লর্ড ক্লাইভ
[B] লর্ড কার্জন
[C] লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক ✔️
[D] লর্ড ডালহৌসি
06. আমেরিকার প্রথম রাষ্ট্রপতির নাম কি ?
[A] জর্জ ফার্নান্ডেজ
[B] জর্জ ওয়াশিংটন ✔️
[C] জর্জ ডব্লিউ বুশ
[D] রিচার্ড নিক্সন
07. কোন দেশ প্রথম ফুটবল বিশ্বকাপ জয় করে ?
[A] ব্রাজিল
[B] পর্তুগাল
[C] স্পেন
[D] উরুগুয়ে ✔️
08. ভারতের প্রথম ভাইসরয়ের নাম কি ?
[A] লর্ড ডালহৌসি
[B] লর্ড ক্যানিং ✔️
[C] লর্ড ওয়েলেসলি
[D] ওয়ারেন হেস্টিংস
09. প্রথম কে ভারতে সংবাদ পত্র চালু করেন ?
[A] জেমস হিকি ✔️
[B] লর্ড এলিনব্র্র
[C] লর্ড লিটন
[D] রাজা রাম মোহন রয়
10. সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতির নাম কি ?
[A] সরোজিনী নাইডু
[B] মিসেস মীরা সাহিব ফাতিমা বিবি ✔️
[C] সুজাতা মনোহর
[D] লীলা শেঠ
No comments:
Post a Comment