Breaking




10 Nov 2020

Daily Ten Gk Question And Answer In Bengali Part - 4

Daily Ten Gk Question And Answer In Bengali Part - 4
সাধারণ জ্ঞানের প্রশ্ন ও উত্তর


Hello Students,

আপনাদের সাথে আজ শেয়ার করছি ১০টি সাধারণ জ্ঞানের প্রশ্ন ও উত্তর এটি আগত বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে ভীষণ ভাবে আপনাদের সাধারণ জ্ঞানের প্রশ্ন ও উত্তর টি সাহায্য করবে।
 

সাধারণ জ্ঞান  প্রশ্ন ও উত্তর পর্ব - 04
 
01. ভারতের মুদ্রার নাম কি ?
[A] রুপি ✔️
[B] টঙ্কা
[C] টাকা ও টকা
[D] উপরের সবকটি
রুপি ( তবে বিভিন্ন ভাষায় টাকা , টঙ্কা , টকা , ইত্যাদিও বলা হয় । কিন্তু রুপিই হল রাষ্ট্রীয় ভাবে স্বীকৃত মুদ্রার নাম
 
02. “সব্যসাচী”-ছদ্মনামটি কার ?                                    
[A] প্রফুল্ল লাহিড়ীর
[B] ঈশ্বর চন্দ্র গুপ্তের
[C] নিরোদ চন্দ্র মজুমদারের
✔️ 
[D] সুজিত কুমার নাগের

03. “গুপ্ত কবি”- ছদ্মনামে পরিচিত কে ছিলেন ?
[A] শরৎচন্দ্র চট্টোপাধ্যায় 

[B] ঈশ্বর চন্দ্র গুপ্ত
✔️
[C] নিহারঞ্জন গুপ্ত
[D] সুজিত কুমার নাগ
 
04. রাজস্থানের বৃহত্তম শহরের নাম কি ?
[A] মথুরাপুর
[B] ত্রিরুবনন্তপুরম
[C] জয়পুর
✔️
[D] উদয়পুর
এই জয়পুর শহরটি আবার একই সাথে রাজস্থানের রাজধানী

05. লখনৌ শহরটি কোন নদীর তীরে অবস্থিত ?
[A] ময়ূরাক্ষী
[B] ইরাবতী
[C] তাপ্তি
[D] গোমতী
✔️
লখনৌ শহরটি উত্তরপ্রদেশের রাজধানী 

06. ইলিয়ড ও ওডিসি মহাকাব্য রচনা করেছিলেন ?
[A] ব্যাস
[B] হোমার
✔️
[C] হেরোডোটাস
[D] উপরে এর কোনোটিই নয়

07. পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়েছিল ?
[A] ১৫২৬
✔️
[B] ১৫২৭
[C] ১৫২৮
[D] ১৫২৯

08. ভারতের জাতীয় কংগ্রেস কত সালে গঠিত হয় ?
[A] 1875
[B] 1885
✔️
[C] 1895
[D] 1886

09. জাতীয় কংগ্রেস এর প্রথম সভাপতির নাম কি ?
[A] অ্যালান অক্টাভিয়ান হিউম
[B] উমেশ চন্দ্র ব্যানার্জী
✔️
[C] লাল বাহাদুর শাস্ত্রী
[D] বিপিন চন্দ্র পাল

10. ICS পরীক্ষায় প্রথম কোন ভারতীয় পাশ করেন ?
[A] আশুতোষ মুখোপাধ্যায়
[B] সুভাষ সরকার
[C] সত্যেন্দ্রনাথ ঠাকুর
✔️
[D] সুভাষ চন্দ্র বোস
 

No comments:

Post a Comment