Question
01. ভারতীয় সংবিধানের কোন আর্টিকেলে রাষ্ট্রপতি ইমপিচমেন্ট এর সম্বন্ধে বলা আছে ?
[A] আর্টিকেল 62
[B] আর্টিকেল 68
[C] আর্টিকেল 54
[D] আর্টিকেল 72
02. বেলে পাথরের রূপান্তরিত রূপ কোনটি ?
[A] ফাইলাইট
[B] মার্বেল
[C] চুনাপাথর
[D] কোয়ার্টজাইট
03. সর্বোৎকৃষ্ট কয়লা হল ?
[A] লিগনাইট
[B] বিটুমিনাস
[C] পিট্
[D] এন্থ্রাসাইট
04. সবচেয়ে নমনীয় ধাতু কোনটি ?
[A] প্লাটিনাম
[B] লোহা
[C] রুপা
[D] সোনা
05. ভারতীয় সংবিধানের কোন ধারা হাইকোর্ট গুলিকে Writs জারি করার ক্ষমতা দিয়েছে ?
[A] article 51
[B] article 226
[C] article 370
[D] article 482
06. হেপারিন হল ?
[A] হরমোন
[B] পিত্তরস
[C] শর্করা
[D] এন্টি হরমোন
07. যকৃতে অতিরিক্ত Glucose কি রূপে সঞ্চিত হয় ?
[A] Fructose
[B] Glucose
[C] Glaicogen
[D] Starch
08. ভারতীয় সংসদ বলতে আমরা বুঝি ?
[A] রাজ্যসভা এবং লোকসভা
[B] লোকসভা এবং রাষ্ট্রপতি
[C] শুধুমাত্র লোকসভা
[D] রাষ্ট্রপতি ,রাজ্যসভা এবং লোকসভা
09. মোনালিসা ছবিটি কে এঁকেছিলেন ?
[A] লিওনার্দো দ্য ভিঞ্চি
[B] আর্নেস্ট হেমিংওয়ে
[C] ভিনসেন্ট ভ্যান গগ
[D] পাবলো পিকাসো
10. জলের বিশুদ্ধ রূপটি হল ?
[A] সমুদ্রের জল
[B] বৃষ্টির জল
[C] কলের জল
[D] পাতিত জল
Answer
01. [A] 02. [D] 03. [D] 04. [D] 05. [B]
06. [B] 07. [C] 08. [A] 09. [A] 10. [D]
No comments:
Post a Comment