Question
01. " Such a long journey "বইটির লেখক কে ?
[A] খুশবন্ত সিং
[B] সালমান রুশদি
[C] অমিতাভ ঘোষ
[D] রহিন্তন মিস্ট্রি
02. মুসলিম লীগ কত সালে প্রথম পৃথক রাষ্ট্র পাকিস্তানের জন্য ডাক দিয়েছিল ?
[A] 1939
[B] 1940
[C] 1941
[D] 1945
03. বর্তমানে যার জন্য ফুটবল ক্লাবে ক্রিশ্চিয়ানো রোনালদো খেলে ?
[A] Real Madrid
[B] Juventus
[C] Manchester city
[D] Liverpool
04. পরশুরাম কার ছদ্দনাম ?
[A] সমরেশ বসু
[B] গৌরাঙ্গ প্রসাদ বসু
[C] গিরীন্দ্র শেখর বসু
[D] রাজশেখর বসু
05. বিখ্যাত হিন্দু তীর্থ জ্বালামুখী কে ধ্বংস করেছিলেন ?
[A] শেরশাহ
[B] আলাউদ্দিন খলজি
[C] ফিরোজ শাহ তুঘলক
[D] মুহাম্মদ বিন তুঘলক
06. ‘গীত গোবিন্দ’ এর লেখক কে ?
[A] বিদ্যাপতি
[B] অশ্বঘোষ
[C] জয়দেব
[D] মীরাবাঈ
07. ইলতুৎমিসের সময় রৌপ্য মুদ্রার নাম কি ছিল ?
[A] রুপিয়া
[B] জিতল
[C] মোহর
[D] টংকা
08. পাটলিপুত্র কোথাকার রাজধানী ছিল ?
[A] অঙ্গ
[B] বঙ্গ
[C] গান্ধার
[D] মগধ
09. বিশ্বব্যাপী প্রকৃত তহবিল (WWF) এর প্রতীক হিসেবে কোন জন্তুর ছবি ব্যবহার করা হয় ?
[A] জিরাফ
[B] হরিণ
[C] সিংহ
[D] পান্ডা
10. পক্ষী সম্বন্ধীয় বিজ্ঞানের পোশাকি নাম হল ?
[A] অর্নিথলজি
[B] পোমোলজি
[C] জুলজি
[D] জিওলজি
01. [D] 02. [B] 03. [B] 04. [D] 05. [C]
06. [C] 07. [D] 08. [D] 09. [D] 10. [A]
No comments:
Post a Comment