Breaking




20 Nov 2020

Daily Ten Gk Question And Answer In Bengali Part - 12

Daily Ten Gk Question And Answer In Bengali Part - 12
Daily Ten Gk Question And Answer In Bengali Part - 12 
 
 
Hello Students,

আপনাদের সাথে আজ শেয়ার করছি ১০টি সাধারণ জ্ঞানের প্রশ্ন ও উত্তর এটি আগত বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে ভীষণ ভাবে আপনাদের সাধারণ জ্ঞানের প্রশ্ন ও উত্তর টি সাহায্য করবে।
 

Daily Ten Gk Question And Answer In Bengali Part - 12

 Question

 

01. বীজ হীন ফল উৎপাদনে ব্যবহৃত হরমোন কোনটি ?
[A]  জিব্বেরেলিন
[B]  ইথিলিন
[C]   অক্সিন
[D]  সাইটোকাইনিন

02. রাষ্ট্রপতি এবং পার্লামেন্টের মধ্যে সম্পর্ক রক্ষাকারী ব্যক্তির নাম কি ?

[A]  প্রধানমন্ত্রী
[B]  উপরাষ্ট্রপতি
[C]   লোকসভার স্পিকার
[D]  পার্লামেন্ট অ্যাফেয়ার্স মন্ত্রী

03. মুরলীধর কৃষ্ণ যে ধরনের গানে বিশিষ্ট ?
[A]  লোকগীতি
[B]  খেয়াল
[C]   টপ্পা
[D]  কর্ণাটকী সংগীত

04. ভারতের পূর্বমুখী কর্ম নীতির সূচনা কে করেন ?
[A]  নরসিমা রাও
[B]  অটল বিহারি বাজপেয়ি
[C]  মনমোহন সিং
[D]  নরেন্দ্র মোদি

05. নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে ভারতের রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন না ?

[A]  উপরাষ্ট্রপতি
[B]  রাষ্ট্রদূত
[C]  প্রধান বিচারপতি
[D]  প্রধানমন্ত্রী

06. কমনওয়েলথ গেমস কোন বছর ভারতে অনুষ্ঠিত হয় ?

[A]  1990
[B]  2010
[C]  2014
[D]  2018

07. জর্জ বার্নার্ড শ হলেন এই নাটকটির লেখক ?

[A]  আর্মস অফ দ্য ম্যান
[B]  ডেথ অফ দা সেলসম্যান
[C]  মার্ডার ইন দ্য ক্যাথিড্রাল
[D]  টুইলভেথ নাইট

08. কল্পক্কম কোথায় ?
[A]  উত্তর প্রদেশ
[B]  গুজরাট
[C]  মহারাষ্ট্র
[D]  তামিলনাড়ু

09. সারে যাহা সে আচ্ছা’ গানটির রচয়িতা ?

[A]  রবীন্দ্রনাথ ঠাকুর
[B]  মির্জা গালিব
[C]  মহম্মদ ইকবাল
[D]  বঙ্কিমচন্দ্র

10. কোন রাজ্যটি থোরিয়ামের শীর্ষস্থানীয় উৎপাদক ?
[A]  কেরালা
[B]  উড়িষ্যা
[C]  বিহার
[D]  মধ্যপ্রদেশ

11. কথাকলি নৃত্য কোন রাজ্যের সঙ্গে সম্পর্কযুক্ত ?

[A]  বিহার
[B]  ওড়িষ্যা
[C]  কেরালা
[D]  আসাম

12. রহস্যময় এর প্রতিশব্দ কি ?

[A]  enigmatic
[B]  straightforward
[C]  mysterious
[D]  confusing          


Answer
 

01.  [C]  02. [C]  03. [D]  04.  [A]  05. [D]  06. [B]
07. [A]  08. [D]  09.  [C]  10. [A]  11. [C]  12. [B]

No comments:

Post a Comment