Breaking




25 Nov 2020

Daily Ten Gk Question And Answer In Bengali Part - 17

Daily Ten Gk Question And Answer In Bengali Part - 17
 Daily Ten Gk Question And Answer In Bengali Part - 17
 
 
 
Hello Students,

আপনাদের সাথে আজ শেয়ার করছি ১০টি সাধারণ জ্ঞানের প্রশ্ন ও উত্তর এটি আগত বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে ভীষণ ভাবে আপনাদের সাধারণ জ্ঞানের প্রশ্ন ও উত্তর টি সাহায্য করবে।
 

Daily Ten Gk Question And Answer In Bengali Part - 17
 
 
 Question 
 

01. বায়ুমন্ডলের কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় ?
[A]  আয়নোস্ফিয়ার
[B]  মেসোস্ফিয়ার
[C]  স্ট্রাটোস্ফিয়ার
[D] উপরের কোনোটিই নয়

02. ভারী জল কি ?

[A]  ভারী ধাতুর খনিজ মিশ্রিত জল
[B]  হাইড্রোজেনের আইসোটোপ দ্বারা তৈরি জল
[C]  ওজোন গ্যাস মিশ্রিত জল
[D] খনিজ মিশ্রিত জল

03. কৃষ্ণ বিপ্লব কিসের সঙ্গে সম্পর্কিত ?
[A]  খাদ্যশস্যের উৎপাদন বৃদ্ধি
[B]  দুধের উৎপাদন বৃদ্ধি
[C]  তুলোর উৎপাদন বৃদ্ধি
[D] খনিজ তেলের উৎপাদন বৃদ্ধি

04. কর্কটক্রান্তি রেখা ভারতের নিচে বর্ণিত কোন রাজ্যের উপর দিয়ে যায়নি ?
[A]  মিজোরাম
[B]  গুজরাট
[C]  পশ্চিমবঙ্গ
[D] উত্তর প্রদেশ

05. ব্যারোমিটারের পাট হঠাৎ কমে গেলে আবহাওয়ার কি পরিবর্তন হবে ?
[A]  ঠান্ডা হবে
[B]  খুব ঝড় হবে
[C]  খুব গরম হবে
[D] অন্তত 48 ঘন্টা অবিরাম বৃষ্টি হবে

06. ওডোমিটার যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা যায় ?
[A]  তেজস্ক্রিয় তা
[B]  বৈদ্যুতিক শক্তি
[C]  অতিক্রান্ত দূরত্ব
[D] এরোপ প্লেনের গতিবেগ

07. ফটোগ্রাফিক ফিল্ম এর আলোকচিত্র পরিস্ফুট করার জন্য কোন রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয় ?
[A]  সোডিয়াম সালফেট
[B]  সোডিয়াম কার্বনেট
[C]  সিলভার ব্রোমাইড
[D] হাইড্রোকুইনন

08.  কিলোওয়াট ঘন্টা কিসের একক ?
[A]  বল
[B]  ক্ষমতা
[C]  শক্তি
[D] ভরবেগ

09. মানবদেহের সবচেয়ে বড় অঙ্গের নাম কি ?
[A]  কিডনি
[B]  লিভার
[C]  মস্তিষ্ক
[D] হৃদযন্ত্র

10. ফল সংক্রান্ত বিদ্যাকে কি বলে ?
[A]  অস্ট্রলজি
[B]  অন্তলজি
[C]  স্পামোলজি
[D] পেমোলজি

Answer

 
01.  [A]  02.  [B]  03.  [D]  04.  [D]  05.  [B] 


06.  [C]  07.  [C]  08.  [C]  09.  [B]  10.  [D]

No comments:

Post a Comment