Breaking




Showing posts with label All Gk. Show all posts
Showing posts with label All Gk. Show all posts

22 Aug 2020

8/22/2020 07:11:00 pm

পৃথিবীর উচ্চতম পর্বতশৃঙ্গ সমূহের নাম , উচ্চতা ও অবস্থান -Names , heights and location of the highest peaks in the world

পৃথিবীর উচ্চতম পর্বতশৃঙ্গ সমূহের নাম , উচ্চতা ও অবস্থান -Names , heights and  location of the highest peaks in the world


পৃথিবীর উচ্চতম পর্বতশৃঙ্গ সমূহের নাম , উচ্চতা ও অবস্থান -Names , heights and  location of the highest peaks in the world

Hello বন্ধুরা,

আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আপনাদের মাঝে PDF আকারে  শেয়ার করছি পৃথিবীর উচ্চতম পর্বতশৃঙ্গ সমূহের নাম , উচ্চতা ও অবস্থান ।  

সুতরাং চলুন নিচের তালিকাটি পড়ে নিয়ে Pdf ফাইলটি ডাউনলোড করে রাখি । 



স্থান পর্বত    উচ্চতা 
এশিয়া মাউন্ট এভারেস্ট 8,848 মিটার 
ইউরােপ মাউন্ট এলব্রুজ 5,642 মিটার
আফ্রিকা মাউন্ট কিলিমাঞ্জারাে5,895 মিটার     
উঃ আমেরিকা মাউন্ট ম্যাককিনলে 6,190 মিটার
দঃ আমেরিকা মাউন্ট অ্যাকোঙ্কগুয়া6961মিটার
অস্ট্রেলিয়া মাউন্ট কসিসকো 2,228 মিটার 
আন্টার্কটিকা মাউন্ট ভিনসন ম্যাসিফ4,892 মিটার
ভারত গডউইন অস্টিন8,611 মিটার
নেপাল মাউন্ট এভারেস্ট 8,848 মিটার
ভুটান মাউন্ট কুলাকাংড়া 7,538 মিটার
বাংলাদেশ মাউন্ট কেওক্রাডাং 986 মিটার               
মায়নামার মাউন্ট কাকাবােরাজি 5,881 মিটার

সম্পূর্ণ পড়তে নিচের থেকে Pdf ফাইলটি ডাউনলোড করে নিন


 File Details : 

 File Name : পৃথিবীর উচ্চতম পর্বতশৃঙ্গ সমূহ
 File Format : PDF
 No . of Pages : 1
 File Size : 286.2 KB


Click Here to Download

19 Aug 2020

8/19/2020 07:02:00 pm

শ্বসন প্রক্রিয়া থেকে প্রশ্ন ও উত্তর - Gk from Respiration system

শ্বসন প্রক্রিয়া থেকে প্রশ্ন ও উত্তর - Gk from Respiration system 


শ্বসন প্রক্রিয়া থেকে প্রশ্ন ও উত্তর - Gk from Respiration system
শ্বসন প্রক্রিয়া থেকে প্রশ্ন ও উত্তর - Gk from Respiration system 



নমস্কার বন্ধুরা ,

আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি শ্বসন প্রক্রিয়া থেকে প্রশ্ন ও উত্তর (Gk from Respiration)| এইগুলি Primary TET, CTET, WBCS এবং অন্যান্য Competitive Exam-এর  জন্য গুরুত্বপূর্ণ |

শ্বসন প্রক্রিয়া 

১) শ্বসন হল একপ্রকার অপচিতি বিপাক ।

২) শ্বসনে শক্তি উৎপন্ন হয় মূলত ☛ গ্লুকোজ অনু থেকে ।

৩) কোন জৈবিক ক্রিয়ায়  জীব 0২  ও CO২ ত্যাগ করে ☛ শ্বসন ।

৪) প্রধান শ্বসন বস্তুটি হল ☛ গ্লুকোজ ।

৫) কোশের শক্তিঘর হল ☛ মাইট্রোকনড্রিয়া ।

৬) জীবের শ্বসন ক্রিয়ায়  গৃহীত গ্যাসটি হল ☛ O২ ।

৭) জীবের শ্বসন ক্রিয়ায়  নির্গত গ্যাসটি হল ☛ CO২ ।

৮) শ্বসনে উৎপন্ন শক্তি হল ☛ তাপশক্তি বা গতিশক্তি ।

৯) শ্বসন প্রক্রিয়াটি ঘটে ☛ কোশের ভিতরে ।

১০) তাপশক্তি ও আলোক শক্তি উভয়ই উৎপন্ন হয় ☛দহনে

১১) কোন প্রক্রিয়ায় শক্তির দ্রুত মুক্তি ঘটে ☛ দহন ।

১২) শ্বসনকালে নির্গত CO২ গ্যাসের আয়তন ও গৃহীত O2 গ্যাসের আয়তনকে বলে  ☛ RQ

১৩) কোন প্রকার শ্বসনে বায়বীয় অক্সিজেন প্রয়োজন হয় ☛ সবাত শ্বসনে

১৪) কোন প্রকার শ্বসনে অজৈব অক্সাইড (NO3 ) দরকার হয় ☛ অবাত শ্বসন ।

১৫) ঈস্টে ঘটে ☛ কোহল সন্ধান ।

১৬) সবাত শ্বসন ঘটে কোশের ☛ সাইটোপ্লাজম ও মাইট্রোকনড্রিয়া ।

১৭) অবাত শ্বসন ঘটে কোশের ☛ সাইটোপ্লাজমে ।

১৮) সকল প্রকার শ্বসনের সাধারণ পর্যায়টি হল   
গ্লাইকোলাইসিস

১৯) গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি ঘটে কোশের   
☛ সাইটোপ্লাজমে ।

২০) পাইরুভিক অ্যাসিড কোন প্রক্রিয়ার সবশেষে  উৎপন্ন হয় ☛ সগ্লাইকোলাইসিস ।

শ্বসন থেকে মোট ৬০টি প্রশ্ন ও উত্তর পড়তে নিচের থেকে Pdf ফাইলটি ডাউনলোড করে নিন

File Details : 

File Name : প্রাচীন ভারতীয় সভ্যতা Gk - History of Ancient Indian Civilization 
File Format : PDF
No . of Pages : 3
Total Questions : 60
File Size : 994.2 KB

Click Here to Download

18 Aug 2020

8/18/2020 08:34:00 pm

প্রাচীন ভারতীয় সভ্যতা Gk - History of Ancient Indian Civilization

প্রাচীন ভারতীয় সভ্যতা Gk - History of Ancient Indian Civilization 


নমস্কার বন্ধুরা ,

আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি প্রাচীন ভারতীয় সভ্যতা Gk - History of Ancient Indian Civilization | এইগুলি Primary TET, CTET, WBCS এবং অন্যান্য Competitive Exam-এর  জন্য গুরুত্বপূর্ণ |

প্রাচীন ভারতীয় সভ্যতা Gk - History of Ancient Indian Civilization
প্রাচীন ভারতীয় সভ্যতা Gk - History of Ancient Indian Civilization 


 ১. মেহেরগড় সভ্যতা 

মেহেরগড় সভ্যতা হল ভারতের প্রাচীনতম সভ্যতা ও এটি হল নিওলিথিক যুগের সভ্যতা।

ফরাসি বিশেষজ্ঞ জা-ফ্রাসোয়া জারিজ ও রিচার্ড মিদো এই সভ্যতার আবিষ্কারক ।

পাকিস্তানের অন্তর্গত বেলুচিস্তানের বোলার নদীর তীরবর্তী  মেহেরগড়ে ছিল এই প্রাচীন সভ্যতার প্রত্নক্ষেত্র।
মানুষ প্রথম কুকুরকে পোষ মানিয়ে ছিল এই সভ্যতায় । 

মানুষের প্রথম গৃহপালিত পশুর ছিল ভেড়া।


২. সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা 

 সিন্ধু নদী অববাহিকাকে কেন্দ্র করে এই সভ্যতা বিস্তার লাভ করে ।
সিন্ধু সভ্যতা ছিল  প্রধানত  কৃষিভিত্তিক সভ্যতা।

 সিন্ধু লিপিকে Boustrophedon বলা হয় ।

 এই সভ্যতা  আবিষ্কার করেন দয়ারাম সাহানি - 1921 খ্রিস্টাব্দে।

 এখানে সোনা, রূপা, তামা, ব্রোঞ্জ ইত্যাদির  ব্যবহার
প্রচলন  ছিল।

 এটি  পৃথিবীর প্রথম তুলা উৎপাদন ক্ষেত্র রূপে
বিবেচিত  হয়।

 নারী পূজা করা হত।

 সিন্ধু সভ্যতায়  প্রাণী পূজা করা হত। ( সংক্ষিপ্ত)



৩. বৈদিক সভ্যতা ( Download PDF File )



এইভাবে সাজানো হরপ্পা, মেহেরগড় ও বৈদিক সভ্যতার ইতিহাস বিশ্লষিতভাবে পড়তে নিচের থেকে Pdf ফাইলটি ডাউনলোড করে নিন

File Details : 

File Name : প্রাচীন ভারতীয় সভ্যতা Gk - History of Ancient Indian Civilization 
File Format : PDF
No . of Pages : 3
File Size : 994.2 KB

Click Here to Download

17 Aug 2020

8/17/2020 01:23:00 pm

Geography of India GK in Bengali PDF - ভারতের ভূগোল

Geography of India GK in Bengali PDF-ভারতের ভূগোল 

Geography of India GK in Bengali PDF - ভারতের ভূগোল



নমস্কার বন্ধুরা ,

আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি ভারতের ভূগোল ( Geography of India GK in Bengali PDF-ভারতের ভূগোল ) | এইগুলি Primary TET, CTET, WBCS এবং অন্যান্য Competitive Exam-এর  জন্য গুরুত্বপূর্ণ |

তাই চলুন আজ ভারতের ভূগোলের (Geography of India GK in Bengali PDF-ভারতের ভূগোল ) প্রশ্ন উত্তর  গুলি পড়ে নেই এবং প্রস্তুতির একধাপ এগিয়ে থাকি|


১) ভারতের আয়তন প্রায় কত বর্গ কিলোমিটার ?
উত্তর : ৩৩ লক্ষ বর্গ কিমি (৩২ , ৮৭ , ২৬৩ বর্গ কিমি ) ।

২) ২০১১ সালের আদমশুমারী অনুযায়ী ভারতের জনসংখ্যা কত ?
উত্তর : 1,210,193,422

৩) বর্তমান ভারতে কতগুলি রাজা রয়েছে ?
উত্তর : ২৯টি ।

৪) বর্তমান ভারতের এলাকাগতভাবে সর্ববৃহৎ রাজ্য  কোনটি ?
উত্তর: রাজস্থান । [ জনসংখ্যা দিয়ে  উত্তরপ্রদেশ সর্ববৃহৎ  ]

৫) জনসংখার দিকে থেকে ছোট রাজ্য ভারতে কোনটি ?
উত্তর : সিকিম

৬) ১৯৫১ সালের জনগণনায় ভারতের লােকসংখ্যা প্রায় কত ছিল ?
উত্তর : ৩৬ কোটি

৭) পৃথিবীর প্রায় কত শতাংশ লোক ভারতে বাস করে ?
উত্তর : ১৬ -১৭ শতাংশ ।

৮) পৃথিবীর প্রায় কত শতাংশ ভূমি ভারতে রয়েছে ?
উত্তর : ২.৪ শতাংশ

৯) ভারতের প্রায় কত শতাংশ লােক শহরে বাস করে ? 
উত্তর : ২৮ শতাংশ

১০) ভারতের প্রায় কত শতাংশ ভূমিতে চাষাবাদ হয় ? 
উত্তর : ৫০ শতাংশ

১১) ভারতে কি ধরনের ভূমি সর্বাধিক রয়েছে ?
উত্তর : পলিগঠিত  ভুমি ( বিভিন্ন নদী উপতাকার ভুমি )।

১২) ভারতে কোন ফসল সর্বাধিক পরিমাণে উৎপন্ন হয় ?
উত্তর :  ধান বা চাউল ( মোট  চাষযোগ্য জমির প্রায় ২৫ শতাংশে চাষ হয় )।

১৩) ভারতের কয়টি কেন্দ্রশাসিত অঞ্চলে আইন সভা রয়েছে ?
উত্তর : ২টি (দিল্লী এবং পন্ডিচেরীতে আইনসভা রয়েছে) ।

১৪) ভারতে কটি কেন্দ্রশাসীত অঞ্চল ?
উত্তর : ৮ টি

১৫) ভারতের কোন রাজ্যে ২০০১ জনগণনায় জনবসতির ঘনত্ব সর্বাধিক ?
উত্তর :  পশ্চিমবঙ্গ (প্রতি বর্গ কিলােমিটারে ৯৫১৪ জুন )

১৬) ভারতের কোন রাজ্যে জনবসতির ঘনত্ব সর্বনিম্ন ? 
উত্তর : অরুণাচল প্রদেশ ( প্রতি বর্গ কিলোমিটারে প্রায় ১০ জন ) ।

১৭) ২০০১  সনের জনগণনায় ভারতে জনবসতির ঘনত্ব কত ছিল ?
উত্তর : প্রতি বর্গ কিলােমিটারে ৩২৪ জন ।

১৮) রাজ্যসমূহের মধ্যে সাক্ষরতার হার সর্বাধিক কোথায় ? 
উত্তর : কেরালায় ।

১৯) বর্তমান ভারতে একজন ভারতীয়র সম্ভাব্য আয়ুস্কাল কত ?
উত্তর : ৬২ বৎসর

২০) ভারতে বর্তমানে বাৎসরিক লােকসংখ্যা বৃদ্ধির হার প্রায় কত ?
উত্তর :  গড়ে প্রায় ১.৮ শতাংশ ।
Hh

সম্পূর্ণ তালিকাটি পেতে নিচের থেকে Pdf ফাইলটি ডাউনলোড করে নিন

File Details : 

File Name : Geography of India GK in Bengali PDF-ভারতের ভূগোল 
File Format : PDF
No . of Pages : 10
File Size : 2 MB

Click Here to Download

16 Aug 2020

8/16/2020 02:24:00 pm

Environmental Science MCQ Part-1 In Bengali-পরিবেশ বিজ্ঞান

Environmental Science MCQ Part-3 In Bengali-পরিবেশ বিজ্ঞান


Environmental Science MCQ Part-1 In Bengali-পরিবেশ বিজ্ঞান
Environmental Science MCQ Part-1 In Bengali-পরিবেশ বিজ্ঞান 

নমস্কার বন্ধুরা ,

আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি পরিবেশ বিদ্যা MCQ - পর্ব- ১ ( Environmental Science MCQ Part-1 In Bengali) | এইগুলি Primary TET, CTET এবং অন্যান্য Competitive Exam-এর  জন্য গুরুত্বপূর্ণ |

তাই চলুন আজ পরিবেশ বিজ্ঞানের (Environmental Science MCQ Part-1 In Bengali ) প্রশ্ন উত্তর  গুলি পড়ে নেই এবং প্রস্তুতির একধাপ এগিয়ে থাকি|


১. পৃথিবীতে মহাসাগরের সংখ্যা ?
ক ) ১২ টি
খ ) ৭টি
গ ) ৫ টি
ঘ ) ৪টি

২. সংক্ষিপ্ত পথে চলতে হলে জাহাজের চালককে কি অনুসরণ করতে হবে ?
ক ) সমুদ্রস্রোত
খ ) ধ্রুব নক্ষত্র
গ ) বায়ু প্রবাহের দিক
ঘ ) অক্ষাংশ

৩. সূর্য অপেক্ষা পৃথিবীর উপর চন্দ্রের আকর্ষণ শক্তি প্রায় ?
ক ) দ্বিগুণ
খ ) তিনগুণ
গ ) অর্ধেক
ঘ ) চারগুণ 

৪. জোয়ার ভাটার তেজ কোটাল কখন হয় ?
ক ) অমাবস্যায়
খ ) একাদশীতে
গ ) অষ্টমীতে
ঘ ) পঞ্চমীতে

৫. বায়ুমণ্ডলের স্তর কয়টি ?
ক ) ৩টি
খ ) ৪টি
গ ) ৫টি
ঘ ) ৬টি

৬. বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ কত ?
ক ) ৮২ . ০২ শতাংশ
খ ) ৭৮ . ০২ শতাংশ
গ ) ২১ . ০৭ শতাংশ 
ঘ ) ৭৬ . ০২ শতাংশ

৭. সূর্য থেকে পৃথিবীতে কোন  প্রক্রিয়ায় তাপ আসে ? 
ক ) পরিবহন 
খ ) পরিচলন 
গ ) বিকিরণ 
ঘ ) তিন প্রক্রিয়াতেই

৮. পৃথিবীর মণ্ডল তিনটির নাম -
ক ) অশ্মমণ্ডল , গুরমণ্ডল , কেন্দ্রমণ্ডল  
খ ) অশ্মমণ্ডল , বারিমণ্ডল বায়ুমণ্ডল 
গ ) বায়ুমণ্ডল , বারিমণ্ডল , কেন্দ্রমণ্ডল 
ঘ ) কেন্দ্রমণ্ডল ।

৯. কোন মালভূমিকে পৃথিবীর ছাদ ?
ক ) পামীর 
খ ) তিব্বত 
গ ) কলােরাডাে 
ঘ ) আরব

১০. হিমবাহ কি ?
ক ) এক ধরনের চলন্ত বর স্তুপ 
খ ) পর্বতশৃঙ্গের স্তুপীকৃত বর 
গ ) পর্বত পাদদেশের স্তুপীকৃত বর 
ঘ ) শীতপ্রধান দেশের মহীসােপানের বর রাশি

১১. কোনটি সুপ্ত আগ্নেয়গিরি ?
ক ) লিপারি 
খ ) স্টম্বলি 
গ ) ফুজিয়ামা 
ঘ ) এটনা
উত্তর : গ

১২. পলি দ্বারা গঠিত কোন শিলা ?
ক ) ভূ - ত্বক 
খ ) পাললিক শিলা 
গ ) আগ্নেয়শিলা 
ঘ ) রূপান্তরিত শিলা

১৩. গ্রিন হাউজ এফেক্ট কী ?
ক ) পৃথিবীর তাপ গ্রহণের এ পরিমাণ বৃদ্ধি  
খ ) পৃথিবীর সর্বাধিক সূর্যালােক 
গ ) পৃথিবীর গাছপালা কমে মরুভূমির বিস্তার জাতীয় 
ঘ) তাপ আটকে পড়ে পৃথিবীর করে সার্বিক তাপমাত্রা বৃদ্ধি 

১৪. ওজোন স্তরের ফাটলের জন্য  মুখ্যত দায়ী কোন গ্যাস ?
ক ) কার্বন মনােক্সাইড 
খ ) ক্লোরাে কার্বন 
গ ) মিথেন 
ঘ ) কার্বন ডাই - অক্সাইডএ

১৫. WWF - এর পূর্ণ নাম কী ?
ক ) Wild Wildlife Fund 
খ ) World Wildlife Fund 
গ ) World Wild Fund
ঘ ) World Wonderers Fund


সম্পূর্ণ তালিকাটি পেতে নিচের থেকে Pdf ফাইলটি ডাউনলোড করে নিন

File Details : 

File Name : Environmental Science MCQ Part-1
File Format : PDF
No . of Pages : 3
প্রশ্নোত্তর সংখ্যা : 50
File Size : 1.8 MB

Click Here to Download

9 Aug 2020

8/09/2020 07:50:00 pm

ভারতবর্ষের প্রধান প্রধান নদনদীর দৈর্ঘ্য ও উৎসস্থল || Length and source of major rivers of India

ভারতবর্ষের প্রধান প্রধান নদনদীর দৈর্ঘ্য ও উৎসস্থল-Length and source of major rivers in India

ভারতবর্ষের প্রধান প্রধান নদনদীর দৈর্ঘ্য ও উৎসস্থল || Length and source of major rivers of India


Hello বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো । আজ তোমাদের মাঝে শেয়ার করছি ভারতবর্ষের প্রধান প্রধান নদনদীর দৈর্ঘ্য ও উৎসস্থল  pdf আকারে।  এগুলি বিভিন্ন চাকরির পরীক্ষায় প্রায়ই এসে থাকে । সুতরাং চলো নিচের তালিকাটি পড়ে নিয়ে Pdf ফাইলটি ডাউনলোড করে রাখি ।

নদীর নামদৈর্ঘ্যউৎসস্থল
গঙ্গা২ , ৬৫৫ কিমিগঙ্গোত্রী (উত্তরাখন্ডে)
যমুনা১ , ৩৮০ কিমিমুনেত্রী (তিব্বত)
ব্রহ্মপুত্র২ , ৯০০ কিমিমানস সরােবর (তিব্বত)
সিন্ধু২ , ৮০০ কিমিমানস সরােবর (তিব্বতি মালভূমি)
মহানদী১,২৯০০ কিমিসিয়াওয়ার(ছত্রিশগড় )
গােদাবরী৮৯০ কিমিত্রিম্বক (মহারাষ্ট্র)
কৃষ্ণা১২৯০ কিমিমহাবালেশ্বর (মহারাষ্ট্র)
কাবেরী৭৬০ কিমিব্রহ্মগিরি (কর্ণাটক)
নর্মদা১২৯০ কিমিঅমর কন্টক (মধ্য প্রদেশ)
তাপ্তী৭২৫ কিমিমহাদেব পর্বত (গুজরাট)
সম্পূর্ণ তালিকাটি পেতে নিচের থেকে Pdf ফাইলটি ডাউনলোড করে নিন


 File Details : 

 File Name : ভারতের প্রধান প্রধান নদনদী
 File Format : PDF
 No . of Pages : 1
 File Size : 1.1 MB

Click Here to Download

8/09/2020 07:50:00 pm

ভারতবর্ষের গুরুত্বপূর্ণ জাতীয় অরন্য পার্ক এর অবস্থান || Location of Indian National forests - parks in Bengali

ভারতবর্ষের গুরুত্বপূর্ণ জাতীয় অরন্য -পার্ক এর অবস্থান || Location of Indian National forests - parks in Bengali

ভারতবর্ষের গুরুত্বপূর্ণ জাতীয় অরন্য পার্ক এর অবস্থান || Location of Indian National forests - parks in Bengali

Hello বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো । আজ তোমাদের মাঝে শেয়ার করছি ভারতবর্ষের গুরুত্বপূর্ণ অরন্য / পার্ক এর অবস্থান pdf আকারে ।এই নামগুলি বিভিন্ন চাকরির পরীক্ষায় প্রায়ই এসে থাকে । সুতরাং চলো নিচের তালিকাটি পড়ে নিয়ে Pdf ফাইলটি ডাউনলোড করে রাখি ।


No      অরণ্য / পার্ক    স্থান  
1চন্দ্রপ্রভা অভয়ারণ্য  বারাণসী ( উত্তরপ্রদেশ ) 
2জলদাপাড়া অভয়ারণ্য  জলপাইগুড়ি ( পশ্চিমবঙ্গ )  
3দাচিগ্রাম অভয়ারণ্য শ্রীনগর ( কস্তুরী মৃগ ) ( জম্মু ও কাশ্মীর )      
4উদান্তী অভয়ারণ্য  ছত্রিশগড়
5মানস ব্যাঘ্র প্রকল্প  বরপেটা ( অসম ) 
6মেলাপুত্তু পাখিরালয় নেলাের ( অপ্রদেশ ) 
7 মুদমালাই অভয়ারণ্য  নীলগিরি(তামিলনাড়ু) (হাতি,বাইসন )   
8নল সরােবর পাখিরালয় আমেদাবাদ
9পালামৌ ব্যাঘ্র প্রকল্প ডাল্টনগঞ্জ ( ঝাড়খণ্ড ) 
10পেরিয়ার অভয়ারণ্য ইডুকি ( কেরল ) 
11রঙ্গনথিটু পাখিরালয়  মহীশূর ( কর্ণাটক )
12রান্থামবাের ব্যাঘ্ৰ সংগ্ৰহালয় সাওয়াই মাধােপুর ( রাজস্থান)                   
13সিমলিপাল ব্যাঘ্র সংগ্রহালয়  ময়ূরভঞ্জ ( ওড়িশা )
14 ঘানা পাখিরালয় (কেওলাদেও) ভরতপুর , রাজস্থান (পাখি)                     
15  সুলতানপুর পাখিরালয় গুরগাঁও ( হরিয়ানা)  
সম্পূর্ণ তালিকাটি পেতে নিচের থেকে Pdf ফাইলটি ডাউনলোড করে নিন



 File Details : 

 File Name : বিভিন্ন সংস্থা ও তাদের সদর দপ্তর
 File Format : PDF
 No . of Pages : 3
 File Size : 304.8 KB

Click Here to Download