Breaking




16 Aug 2020

Environmental Science MCQ Part-1 In Bengali-পরিবেশ বিজ্ঞান

Environmental Science MCQ Part-3 In Bengali-পরিবেশ বিজ্ঞান


Environmental Science MCQ Part-1 In Bengali-পরিবেশ বিজ্ঞান
Environmental Science MCQ Part-1 In Bengali-পরিবেশ বিজ্ঞান 

নমস্কার বন্ধুরা ,

আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি পরিবেশ বিদ্যা MCQ - পর্ব- ১ ( Environmental Science MCQ Part-1 In Bengali) | এইগুলি Primary TET, CTET এবং অন্যান্য Competitive Exam-এর  জন্য গুরুত্বপূর্ণ |

তাই চলুন আজ পরিবেশ বিজ্ঞানের (Environmental Science MCQ Part-1 In Bengali ) প্রশ্ন উত্তর  গুলি পড়ে নেই এবং প্রস্তুতির একধাপ এগিয়ে থাকি|


১. পৃথিবীতে মহাসাগরের সংখ্যা ?
ক ) ১২ টি
খ ) ৭টি
গ ) ৫ টি
ঘ ) ৪টি

২. সংক্ষিপ্ত পথে চলতে হলে জাহাজের চালককে কি অনুসরণ করতে হবে ?
ক ) সমুদ্রস্রোত
খ ) ধ্রুব নক্ষত্র
গ ) বায়ু প্রবাহের দিক
ঘ ) অক্ষাংশ

৩. সূর্য অপেক্ষা পৃথিবীর উপর চন্দ্রের আকর্ষণ শক্তি প্রায় ?
ক ) দ্বিগুণ
খ ) তিনগুণ
গ ) অর্ধেক
ঘ ) চারগুণ 

৪. জোয়ার ভাটার তেজ কোটাল কখন হয় ?
ক ) অমাবস্যায়
খ ) একাদশীতে
গ ) অষ্টমীতে
ঘ ) পঞ্চমীতে

৫. বায়ুমণ্ডলের স্তর কয়টি ?
ক ) ৩টি
খ ) ৪টি
গ ) ৫টি
ঘ ) ৬টি

৬. বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ কত ?
ক ) ৮২ . ০২ শতাংশ
খ ) ৭৮ . ০২ শতাংশ
গ ) ২১ . ০৭ শতাংশ 
ঘ ) ৭৬ . ০২ শতাংশ

৭. সূর্য থেকে পৃথিবীতে কোন  প্রক্রিয়ায় তাপ আসে ? 
ক ) পরিবহন 
খ ) পরিচলন 
গ ) বিকিরণ 
ঘ ) তিন প্রক্রিয়াতেই

৮. পৃথিবীর মণ্ডল তিনটির নাম -
ক ) অশ্মমণ্ডল , গুরমণ্ডল , কেন্দ্রমণ্ডল  
খ ) অশ্মমণ্ডল , বারিমণ্ডল বায়ুমণ্ডল 
গ ) বায়ুমণ্ডল , বারিমণ্ডল , কেন্দ্রমণ্ডল 
ঘ ) কেন্দ্রমণ্ডল ।

৯. কোন মালভূমিকে পৃথিবীর ছাদ ?
ক ) পামীর 
খ ) তিব্বত 
গ ) কলােরাডাে 
ঘ ) আরব

১০. হিমবাহ কি ?
ক ) এক ধরনের চলন্ত বর স্তুপ 
খ ) পর্বতশৃঙ্গের স্তুপীকৃত বর 
গ ) পর্বত পাদদেশের স্তুপীকৃত বর 
ঘ ) শীতপ্রধান দেশের মহীসােপানের বর রাশি

১১. কোনটি সুপ্ত আগ্নেয়গিরি ?
ক ) লিপারি 
খ ) স্টম্বলি 
গ ) ফুজিয়ামা 
ঘ ) এটনা
উত্তর : গ

১২. পলি দ্বারা গঠিত কোন শিলা ?
ক ) ভূ - ত্বক 
খ ) পাললিক শিলা 
গ ) আগ্নেয়শিলা 
ঘ ) রূপান্তরিত শিলা

১৩. গ্রিন হাউজ এফেক্ট কী ?
ক ) পৃথিবীর তাপ গ্রহণের এ পরিমাণ বৃদ্ধি  
খ ) পৃথিবীর সর্বাধিক সূর্যালােক 
গ ) পৃথিবীর গাছপালা কমে মরুভূমির বিস্তার জাতীয় 
ঘ) তাপ আটকে পড়ে পৃথিবীর করে সার্বিক তাপমাত্রা বৃদ্ধি 

১৪. ওজোন স্তরের ফাটলের জন্য  মুখ্যত দায়ী কোন গ্যাস ?
ক ) কার্বন মনােক্সাইড 
খ ) ক্লোরাে কার্বন 
গ ) মিথেন 
ঘ ) কার্বন ডাই - অক্সাইডএ

১৫. WWF - এর পূর্ণ নাম কী ?
ক ) Wild Wildlife Fund 
খ ) World Wildlife Fund 
গ ) World Wild Fund
ঘ ) World Wonderers Fund


সম্পূর্ণ তালিকাটি পেতে নিচের থেকে Pdf ফাইলটি ডাউনলোড করে নিন

File Details : 

File Name : Environmental Science MCQ Part-1
File Format : PDF
No . of Pages : 3
প্রশ্নোত্তর সংখ্যা : 50
File Size : 1.8 MB

Click Here to Download

No comments:

Post a Comment