Breaking




17 Aug 2020

Geography of India GK in Bengali PDF - ভারতের ভূগোল

Geography of India GK in Bengali PDF-ভারতের ভূগোল 

Geography of India GK in Bengali PDF - ভারতের ভূগোল



নমস্কার বন্ধুরা ,

আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি ভারতের ভূগোল ( Geography of India GK in Bengali PDF-ভারতের ভূগোল ) | এইগুলি Primary TET, CTET, WBCS এবং অন্যান্য Competitive Exam-এর  জন্য গুরুত্বপূর্ণ |

তাই চলুন আজ ভারতের ভূগোলের (Geography of India GK in Bengali PDF-ভারতের ভূগোল ) প্রশ্ন উত্তর  গুলি পড়ে নেই এবং প্রস্তুতির একধাপ এগিয়ে থাকি|


১) ভারতের আয়তন প্রায় কত বর্গ কিলোমিটার ?
উত্তর : ৩৩ লক্ষ বর্গ কিমি (৩২ , ৮৭ , ২৬৩ বর্গ কিমি ) ।

২) ২০১১ সালের আদমশুমারী অনুযায়ী ভারতের জনসংখ্যা কত ?
উত্তর : 1,210,193,422

৩) বর্তমান ভারতে কতগুলি রাজা রয়েছে ?
উত্তর : ২৯টি ।

৪) বর্তমান ভারতের এলাকাগতভাবে সর্ববৃহৎ রাজ্য  কোনটি ?
উত্তর: রাজস্থান । [ জনসংখ্যা দিয়ে  উত্তরপ্রদেশ সর্ববৃহৎ  ]

৫) জনসংখার দিকে থেকে ছোট রাজ্য ভারতে কোনটি ?
উত্তর : সিকিম

৬) ১৯৫১ সালের জনগণনায় ভারতের লােকসংখ্যা প্রায় কত ছিল ?
উত্তর : ৩৬ কোটি

৭) পৃথিবীর প্রায় কত শতাংশ লোক ভারতে বাস করে ?
উত্তর : ১৬ -১৭ শতাংশ ।

৮) পৃথিবীর প্রায় কত শতাংশ ভূমি ভারতে রয়েছে ?
উত্তর : ২.৪ শতাংশ

৯) ভারতের প্রায় কত শতাংশ লােক শহরে বাস করে ? 
উত্তর : ২৮ শতাংশ

১০) ভারতের প্রায় কত শতাংশ ভূমিতে চাষাবাদ হয় ? 
উত্তর : ৫০ শতাংশ

১১) ভারতে কি ধরনের ভূমি সর্বাধিক রয়েছে ?
উত্তর : পলিগঠিত  ভুমি ( বিভিন্ন নদী উপতাকার ভুমি )।

১২) ভারতে কোন ফসল সর্বাধিক পরিমাণে উৎপন্ন হয় ?
উত্তর :  ধান বা চাউল ( মোট  চাষযোগ্য জমির প্রায় ২৫ শতাংশে চাষ হয় )।

১৩) ভারতের কয়টি কেন্দ্রশাসিত অঞ্চলে আইন সভা রয়েছে ?
উত্তর : ২টি (দিল্লী এবং পন্ডিচেরীতে আইনসভা রয়েছে) ।

১৪) ভারতে কটি কেন্দ্রশাসীত অঞ্চল ?
উত্তর : ৮ টি

১৫) ভারতের কোন রাজ্যে ২০০১ জনগণনায় জনবসতির ঘনত্ব সর্বাধিক ?
উত্তর :  পশ্চিমবঙ্গ (প্রতি বর্গ কিলােমিটারে ৯৫১৪ জুন )

১৬) ভারতের কোন রাজ্যে জনবসতির ঘনত্ব সর্বনিম্ন ? 
উত্তর : অরুণাচল প্রদেশ ( প্রতি বর্গ কিলোমিটারে প্রায় ১০ জন ) ।

১৭) ২০০১  সনের জনগণনায় ভারতে জনবসতির ঘনত্ব কত ছিল ?
উত্তর : প্রতি বর্গ কিলােমিটারে ৩২৪ জন ।

১৮) রাজ্যসমূহের মধ্যে সাক্ষরতার হার সর্বাধিক কোথায় ? 
উত্তর : কেরালায় ।

১৯) বর্তমান ভারতে একজন ভারতীয়র সম্ভাব্য আয়ুস্কাল কত ?
উত্তর : ৬২ বৎসর

২০) ভারতে বর্তমানে বাৎসরিক লােকসংখ্যা বৃদ্ধির হার প্রায় কত ?
উত্তর :  গড়ে প্রায় ১.৮ শতাংশ ।
Hh

সম্পূর্ণ তালিকাটি পেতে নিচের থেকে Pdf ফাইলটি ডাউনলোড করে নিন

File Details : 

File Name : Geography of India GK in Bengali PDF-ভারতের ভূগোল 
File Format : PDF
No . of Pages : 10
File Size : 2 MB

Click Here to Download

No comments:

Post a Comment