শ্বসন প্রক্রিয়া থেকে প্রশ্ন ও উত্তর - Gk from Respiration system
শ্বসন প্রক্রিয়া থেকে প্রশ্ন ও উত্তর - Gk from Respiration system |
নমস্কার বন্ধুরা ,
আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি শ্বসন প্রক্রিয়া থেকে প্রশ্ন ও উত্তর (Gk from Respiration)| এইগুলি Primary TET, CTET, WBCS এবং অন্যান্য Competitive Exam-এর জন্য গুরুত্বপূর্ণ |
১) শ্বসন হল একপ্রকার ☛ অপচিতি বিপাক ।শ্বসন প্রক্রিয়া
২) শ্বসনে শক্তি উৎপন্ন হয় মূলত ☛ গ্লুকোজ অনু থেকে ।
৩) কোন জৈবিক ক্রিয়ায় জীব 0২ ও CO২ ত্যাগ করে ☛ শ্বসন ।
৪) প্রধান শ্বসন বস্তুটি হল ☛ গ্লুকোজ ।
৫) কোশের শক্তিঘর হল ☛ মাইট্রোকনড্রিয়া ।
৬) জীবের শ্বসন ক্রিয়ায় গৃহীত গ্যাসটি হল ☛ O২ ।
৭) জীবের শ্বসন ক্রিয়ায় নির্গত গ্যাসটি হল ☛ CO২ ।
৮) শ্বসনে উৎপন্ন শক্তি হল ☛ তাপশক্তি বা গতিশক্তি ।
৯) শ্বসন প্রক্রিয়াটি ঘটে ☛ কোশের ভিতরে ।
১০) তাপশক্তি ও আলোক শক্তি উভয়ই উৎপন্ন হয় ☛দহনে
১১) কোন প্রক্রিয়ায় শক্তির দ্রুত মুক্তি ঘটে ☛ দহন ।
১২) শ্বসনকালে নির্গত CO২ গ্যাসের আয়তন ও গৃহীত O2 গ্যাসের আয়তনকে বলে ☛ RQ
১৩) কোন প্রকার শ্বসনে বায়বীয় অক্সিজেন প্রয়োজন হয় ☛ সবাত শ্বসনে ।
১৪) কোন প্রকার শ্বসনে অজৈব অক্সাইড (NO3 ) দরকার হয় ☛ অবাত শ্বসন ।
১৫) ঈস্টে ঘটে ☛ কোহল সন্ধান ।
১৬) সবাত শ্বসন ঘটে কোশের ☛ সাইটোপ্লাজম ও মাইট্রোকনড্রিয়া ।
১৭) অবাত শ্বসন ঘটে কোশের ☛ সাইটোপ্লাজমে ।
১৮) সকল প্রকার শ্বসনের সাধারণ পর্যায়টি হল
☛ গ্লাইকোলাইসিস
১৯) গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি ঘটে কোশের
☛ সাইটোপ্লাজমে ।
২০) পাইরুভিক অ্যাসিড কোন প্রক্রিয়ার সবশেষে উৎপন্ন হয় ☛ সগ্লাইকোলাইসিস ।
শ্বসন থেকে মোট ৬০টি প্রশ্ন ও উত্তর পড়তে নিচের থেকে Pdf ফাইলটি ডাউনলোড করে নিন
File Details :
File Name : প্রাচীন ভারতীয় সভ্যতা Gk - History of Ancient Indian CivilizationFile Format : PDF
No . of Pages : 3
Total Questions : 60
File Size : 994.2 KB
No comments:
Post a Comment