Breaking




Showing posts with label GK. Show all posts
Showing posts with label GK. Show all posts

8 Jun 2021

6/08/2021 09:01:00 am

Names of Players Associated With Different Games || বিভিন্ন খেলার সঙ্গে যুক্ত খেলোয়াড়দের নামের তালিকা PDF

names of players associated with different games
বিভিন্ন খেলার সঙ্গে যুক্ত খেলোয়াড়দের নামের তালিকা

বিদ্যালয় ✏
নমস্কার বন্ধুরা,
bidyalay.in রীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা:: আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি Names of players associated with different games বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন এসেই থেকে, তাই আমরা আশা করবো এই তালিকাটি তোমাদের খুব কাজে দেবে।

                    সুতরাং সময় নষ্ট না করে সরাসরি PDF এর লিঙ্ক নিচে দেওয়া রয়েছে তোমরা সেখান থেকে PDF ডাউনলোড করে নাও।





বিভিন্ন খেলার সঙ্গে যুক্ত খেলোয়াড়দের নাম






খেলা 
খেলোয়াড়
ক্রিকেট শচীন তেন্ডুলকর, অনিল কুম্বলে, মহেন্দ্র সিং ধোনী, সুনীল গাভাস্কার, কাপিল দেব, নাভজোত সিং সিদ্ধু, রাহুল দ্রাবিড়, হারবাজান সিং, বিরাট কোহলি, সৌরভ গাঙ্গুলি, রোহিত শর্মা, অজয় জাদেজা, বীরেন্দ্র সেহবাগ, মহম্মদ আজাহারুদ্দিন, যুবরাজ, ভাংকাটেশ প্রসাদ, গৌতম গম্ভির, জাহির খান, আশ্বিন, শিখর ধাওয়ান, মনোজ প্রভাকর। 
হকি 
ধ্যান চাঁদ, ধানরাজ পিল্লায়, রাজপাল সিং, সারদারা সিং, অজিত পাল সিং, গুরবাজ সিং, মোহম্মদ সিং, গগন পাল সিং, শঙ্কর লক্ষন, সন্দিপ সিং, রঘুনাথ, ঋতু রানী, দিলিপ তিরকি, জাফার ইকবাল, এস কে উথাপ্পা, বিরেন্দ্র লাকরা, অর্জুন হালাপ্পা, মান্দিপ সিং, দানিশ মুজতাবা, রানী রামপাল, দীপক ঠাকুর, ধারাম্বির সিং, ভরত ছেত্রি, পারগাত সিং।
বক্সিং 
বিজেন্দ্র সিং, মেরি কম, বিকাশ কৃষাণ যাদব, অখিল কুমার, জিতেন্দর কুমার, সতিশ কুমার, মোহম্মদ আলি কামার, পিঙ্কি রানী, দীনেশ কুমার।
ফুটবল 
সুনীল ছেত্রি, প্রদীপ কুমার ব্যানার্জি, সুব্রত পাল, বাল্বান্ত সিং, গৌরামাঙ্গি সিং, মোহম্মদ সেলিম, ধানপাল গনেশ, বাইচুন ভুটিয়া, সৈলেন মান্না, চুনি গোস্বামী, আনোয়ার আলি, রবিন সিং, শুভাশিষ রয় চৌধুরী, দেবজিত মজুমদার, গুরপিত সিং সান্ধু, নারায়ণ দাস, কৃষাণু দে, মহেশ গাওলি।
দৌড় 
মিলখা সিং, অনিল কুমার প্রকাশ, ধরম্বির সিং, পি টি ঊষা, হিমা দাস, পিঙ্কি প্রামানিক।
কুস্তি 
সুশীল কুমার, সাক্ষী মালিক, ভিনেশ ফোগাত, ববিতা কুমার, অলকা তমার, দীপক পুনিয়া, সন্দিপ তমার, সম্বির কাদিয়ান, অমিত কুমার, সুভাষ বর্মা, লিলা রাম, গীতা ফোগাত।
কাবাডি 
অনুপ কুমার, রাহুল চৌধুরী, প্রদীপ নার্বাল, সুরেন্দ্রর নাদা, দীপক নিবাস হুদ্দা, মনজিত চিল্লার, অজয় ঠাকুর, রাকেশ কুমার, নিতিন ঘুলে।
ব্যাডমিন্টন 
দীপঙ্কর ভট্টাচার্য্য, প্রকাশ পাডুকন , সমীর বর্মা, চেতন আনন্দ, পুল্লেলা গোপিচাঁদ, অরুণ বিষ্ণু, জ্বালা গুপ্ত, সাইনা নেহ্বাল, অজয় জয়রাম, অনুপ স্রিধার, অপর্ণা পোপট, পারুপল্লি কাশ্যপ, পি. ভি. সিন্ধু, অশ্বিনী পন্নাপ্পা, লক্ষ্য সেন। 
টেনিস 
সানিয়া মির্জা, মহেশ ভুপতি, সোমদেভ দেভভারমান, রমেশ কৃষাণ, আসিফ ইস্মাইল, পুজাশ্রি ভেঙ্কাটেশা, আক্তার আলি, তারা ল্যের, বিজয় অমৃতরাজ, অশোক অমৃতরাজ, নরেশ কুমার, রামানাথন কৃষ্ণাণ, আনন্দ অমৃতরাজ, প্রকাশ অমৃতরাজ, রাজকুমার রামানাথন, ঈশা লাখানি, বিশু বারধন, প্রেমজিৎ লাল।
সুইমিং  
শিখা টান্ডন, সজন প্রকাশ, সন্দিপ সেজ্বাল, সচিন নাগ, রেহান পঞ্চা,  ভক্তি শর্মা, দীপা মালিক, বুলা চৌধুরী, মিহির সেন।
ধনুর্বিদ্যা 
দীপিকা কুমারী, জয়েন্ত তালুকদার, তরুনদ্বীপ রাই, লিম্বা রাম, লক্ষ্মীরানী মাঝি, অতনু দাস, শ্যাম লাল মিনা, রজত চৌহান, রাহুল বন্দ্যোপাধ্যায়, অভিষেক বর্মা, ডোলা বন্দ্যোপাধ্যায়, মঙ্গল সিং চাম্পিয়া।
বিলিয়ার্ডস ও স্নুকার 
পঙ্কজ এডভানি, অশোক সান্দিল্যা, মাইকেল ফেররেইরা।
জুডো 
মনোজিৎ সিং, দুশ্যান্ত চৌহান, বাজ্রাং লাল তাখার।
ওয়েট লিফটিং 
প্রতিমা কুমারী, গীতা রানী, সুধীর কুমার, মনিকা দেবী, মোহম্মদ আসদুল্লাহ, কুঞ্জরানি দেবী।
শুটার 
অভিনব বিন্দ্রা, বিজয় কুমার, হীনা সিন্ধু, সঞ্জীব রাজপুত, সমরেশ জাং, জাস্পাল রানা, রান্ধির সিং, রঞ্জন সধি, অমকর সিং, জিতু রাই, গগন নারাং, অঞ্জলি ভোগাত, তেজস্বিনী সাওান্ত, আভনিত সিন্ধু, জয়দীপ কর্মকার।
গলফ 
অনির্বাণ লাহিড়ী, শিব কাপুর, রসিদ খান, শর্মিলা নিকোলেট, সুজ্জান সিং, হিম্মত রাই, জ্যথি রান্ধাবা, অর্জুন আত্বাল, গৌরব ঘেই।
দাবা 
বিশ্বনাথ আনন্দ, অভিজিৎ গুপ্ত, তানিয়া সাচদেভ, গীতা নারায়ণ গোপাল, রামচন্দ্র রমেশ, হেতুল শাহ, রোহিণী খাদিল্কার, দর্পণ ইনানি, দিব্যেন্দু বারুয়া।
কার রেসিং 
নারাইন কারথিকেয়ান, আরমান ইব্রাহিম, করুণ চান্ধক।

5 Jun 2021

6/05/2021 10:25:00 pm

GK Album Part-03 || জিকে অ্যালবাম পর্বঃ - তিন

GK Album Part-03
GK Album Part-03

বিদ্যালয় ✏
নমস্কার বন্ধুরা,
bidyalay.in পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা:: - আজকে তোমাদের সঙ্গে GK Bosster Part -02 এটি বিভিন্ন পরীক্ষার প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ ১০ টি জিকের প্রশ্ন উত্তর MCQ আকারে শেয়ার করছি। আমরা আশা করছি এই GK Booster Part - 02 MCQ  টি তোমাদের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতির  নিতে সাহায্য করবে। 




GK Album Part - 03

§ ভারতের দ্বিতীয়
ক্ষুদ্রতম প্রতিবেশী রাষ্ট্র কোনটি -ভুটান



§ ভারতের সহযোগিতায়
কোন দেশে জলবিদ্যুত কেন্দ্র নির্মিত হয়েছে -ভুটান



§ মান্নার উপসাগর
কোন দেশকে ভারত থেকে বিচ্ছিন্ন করেছে  -শ্রীলঙ্কা



§ ভারতের সবচেয়ে
উঁচু পর্বতশৃঙ্গ কোনটি -কাঞ্চনজঙ্ঘা



§ পৃথিবীর প্রাচীনতম
ভঙ্গিল পর্বত কোনটি -আরাবল্লী



§ জোজিলা গিরিপথ
কোন দুটি স্থানের মধ্যে সংযোগ রক্ষা করেছে -শ্রীনগর ও
লে



§ নাথুলা পাস
কোথায় অবস্থিত -সিকিমে



§ রেটাংপাস গিরিপথ
ভারতের কোন রাজ্যে অবস্থিত -হিমাচলপ্রদেশ



§ যমুনা নদী
কোন হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে -যমুনোত্রী



§ ভারতের উচ্চতম
পর্বতশৃঙ্গ কোনটি -কাঞ্চনজঙ্ঘা


4 Jun 2021

6/04/2021 05:39:00 am

Legislative Assemblies of Different States PDF in Bengali || বিভিন্ন রাজ্যর বিধানসভার আসন সংখ্যা তালিকা PDF

বিভিন্ন রাজ্যর বিধানসভার আসন সংখ্যা তালিকা
Legislative Assemblies of Different States


বিদ্যালয় ✏
নমস্কার বন্ধুরা,
bidyalay.in পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা:: -আজকে আপনাদের সঙ্গে ভারতের বিভিন্ন রাজ্যর বিধানসভার আসন সংখ্যা তালিকা PDF টি শেয়ার করছি। যেটির মধ্যে ভারতের বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের বিধান সভার নাম, রাজধানী এবং আসন সংখ্যার সুন্দর একটি তালিকা লিপিবদ্ধ করা আছে, যা আগত চাকরির পরীক্ষায় আপনাদেরকে বিশেষ ভাবে সাহায্য করবে। সুতরাং সময় নষ্ট না করে নীচ থেকে তালিকাটি ভালোভাবে দেখে নিন এবং অফলাইনে যখন খুশি ও যেখানে ইচ্ছা পড়ার জন্য নীচ থেকে তালিকাটির পিডিএফ ফাইলটি সংগ্রহ করে নিন একদম বিনামূল্যে


বিভিন্ন রাজ্যর বিধানসভার আসন সংখ্যা





































নামরাজধানীআসন সংখ্যা
অন্ধ্র প্রদেশঅমরাবতী১৭৫
অরুণাচল প্রদেশইটানগর৬০
আসামদিসপুর১২৬
বিহারপাটনা২৪৩
ছত্রিশগড়নয়া রায়পুর৯০
Delhi Legislative Assemblyনতুন দিল্লি৭০
গোয়াপানাজি৪০
Gujarat Legislative Assemblyগান্ধীনগর১৮২
Haryana Legislative Assemblyচণ্ডিগড়৯০
Himachal Pradesh Legislative
Assembly
শিমলা (গ্ৰীষ্ম) &
ধর্মশালা (শীত)
৬৮
Jammu and Kashmir Legislative
Assembly
শ্রীনগর (গ্ৰীষ্ম)
& জম্মু (শীত)
৮৫
Jharkhand Legislative Assemblyরাঁচি৮১
Karnataka Legislative Assembly
ব্যাঙ্গালোর (গ্ৰীষ্ম) &
বেলগাউম (শীত)
২২৪
Kerala Legislative Assemblyতিরুবনন্তপুরম১৪০
Madhya Pradesh Legislative
Assembly
ভোপাল২৩০
Maharashtra Legislative Assembly
মুম্বাই (গ্ৰীষ্ম) &
নাগপুর (শীত)
২৮৮
Manipur Legislative Assemblyইমফল৬০
Meghalaya Legislative Assemblyশিলং৬০
Mizoram Legislative Assemblyআইজল৪০
Nagaland Legislative Assemblyকোহিমা৬০
Odisha Legislative Assemblyভুবনেশ্বর১৪৭
Puducherry Legislative Assemblyপুদুচেরি৩৩
Punjab Legislative Assemblyচণ্ডিগড়১১৭
রাজস্থানজয়পুর২০০
সিকিমগ্যাংটক৩২
Tamil Nadu Legislative Assemblyচেন্নাই২৩৪
Telangana Legislative Assemblyহায়দ্রাবাদ১১৯
ত্রিপুরাআগরতলা৬০
উত্তর প্রদেশলখনউ৪০৩
Uttarakhand Legislative Assembly
গায়েরসাই (গ্ৰীষ্ম)
& দেরাদুন (শীত)
৭০
পশ্চিমবঙ্গকলকাতা২৯৪







More PDFDownload Link
নোবেল পুরস্কার প্রাপক ভারতীয়Click Here
বিভিন্ন বিষয় সংক্রান্ত বিদ্যা Click Here

3 Jun 2021

6/03/2021 05:37:00 pm

GK Bosster Part - 02।জিকে নোটস পর্ব - ০২

GK Bosster Part-02
GK Bosster Part-02

বিদ্যালয় ✏
নমস্কার বন্ধুরা,
bidyalay.in পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা:: - আজকে তোমাদের সঙ্গে GK Bosster Part -02 এটি বিভিন্ন পরীক্ষার প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ ১০ টি জিকের প্রশ্ন উত্তর MCQ আকারে শেয়ার করছি। আমরা আশা করছি এই GK Booster Part - 02 MCQ  টি তোমাদের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতির  নিতে সাহায্য করবে। 




GK Bosster  Part - 02


1. মানব দেহের উরু এবং দীর্ঘতম হাড়টি কী?

[A] মেরুদণ্ড

[B] জরায়ু

[C] পাঁজর

[D] ফেমুর

উত্তর: ফেমুর


2. কোন দেশে সিনেমা প্রেক্ষাগৃহ নেই?

[A] জাপান

[B] চীন

[C] অস্ট্রেলিয়া

[D] সৌদি আরব

উত্তর: সৌদি আরব


3. কোন প্রাণীটি হাতছাড়া?

[A] হাতি

[B] জিরাফ

[C] পোলার বিয়ার

[D] বানর

উত্তর: পোলার বিয়ার


4. মানবদেহের বৃহত্তম অঙ্গ কোনটি?

[A] রক্ত

[B] ত্বক

[C] কোষ

[D] উপরের কোনওটি নয়

উত্তর: ত্বক


5. কোন মহাদেশে সর্বাধিক দেশ রয়েছে?

[A] আমেরিকা

[B] আফ্রিকা

[C] রাশিয়া

[D] জাপান

উত্তর: আফ্রিকা


6. বিশ্বের দীর্ঘতম নদী কোনটি?

[A] অ্যামাজন

[B] ইয়াংત્ জি

[C] নীল

[D] উপরের উত্তরগুলির কোনওটি নয়

উত্তর: নীল


7. একটি হাঙরের কতটি হাড় থাকে?

[A] 3

[B] 5

[C] 7

[D] 0

উত্তর: 0


8. কোন দেশকে দ্য ল্যান্ড অব রাইজিং সান বলা হয়?

[A] অস্ট্রেলিয়া

[B] আফ্রিকা

[C] চীন

[D] জাপান

উত্তর: জাপান


9. বিশ্বের বৃহত্তম মরুভূমি কোনটি?

[A] অ্যান্টার্কটিক মরুভূমি

[B] আর্টিক মরুভূমি

[C] সাহারা মরুভূমি

[D] অস্ট্রেলিয়ান মরুভূমি

উত্তর: অ্যান্টার্কটিক মরুভূমি


10. চার মিনারে ভারতের কোন স্থান?

[A] পুনে

[B] বিহার

[C] হায়দ্রাবাদ 

[D] দিল্লি

উত্তর: হায়দ্রাবাদ 




আগের পর্ব::


6/03/2021 07:13:00 am

List of Finance Commissions of India PDF Download in Bengali | ভারতের অর্থ কমিশনের তালিকা PDF -

ভারতের অর্থ কমিশনের তালিকা PDF - List of Finance Commissions of India PDF in Bengali
List of Finance Commissions of India 

বিদ্যালয় ✏

নমস্কার বন্ধুরা,
bidyalay.in পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা:: - ভারতীয় অর্থনীতির গুরুত্বপূর্ণ একটি টপিক হিসাবে আজকে আপনাদের সঙ্গে ভারতের অর্থ কমিশনের তালিকা PDF টি শেয়ার করছি। যেটির মধ্যে ভারতের অর্থ কমিশনের প্রতিষ্ঠাকাল, সভাপতি এবং কার্যকালের সুন্দর একটি তালিকা লিপিবদ্ধ করা আছে, যা বিভিন্ন চাকরির পরীক্ষায় আপনাদেরকে বিশেষ ভাবে সাহায্য করবে। সুতরাং সময় নষ্ট না করে নিজের তালিকাটি পড়ে নাও। চাইলে তোমরা পিডিএফটি সংগ্রহ করে রাখতে পারো। পিডিএফ এর লিংক নিচে রয়েছে।




ভারতের অর্থ কমিশনের তালিকা




















অর্থ কমিশনপ্রতিষ্ঠাকালসভাপতিকার্যকাল
প্রথম১৯৫১কে. সি. নিয়োগী১৯৫২-৫৭
দ্বিতীয়১৯৫৬কে. সান্থানাম১৯৫৭-৬২
তৃতীয়১৯৬০এ. কে. চন্দ১৯৬২-৬৬
চতুর্থ১৯৬৪পি. ভি. রাজমান্নার১৯৬৬-৬৯
পঞ্চম১৯৬৮মহাবীর ত্যাগী১৯৬৯-৭৪
ষষ্ঠ১৯৭২কে. ব্রহ্মানন্দ রেড্ডি১৯৭৪-৭৯
সপ্তম১৯৭৭জে. এম. শেলাত১৯৭৯-৮৪
অষ্টম১৯৮৩ওয়াই বি চবন১৯৮৪-৮৯
নবম১৯৮৭এন. কে. পি. সালভে১৯৮৯-৯৫
দশম১৯৯২কে. সি. পান্থ১৯৯৫-২০০০
একাদশ১৯৯৮এ. এম. খুসরো২০০০-০৫
দ্বাদশ২০০২সি. রঙ্গরাজন২০০৫-১০
ত্রয়োদশ২০০৭ড. বিজয় এল.
কেলকার
২০১০-১৫
চতুর্দশ২০১৩ড. ওয়াই. ভি. রেড্ডি২০১৫-২০
পঞ্চদশ২০১৭এন. কে. সিং২০২০-২৬


2 Jun 2021

6/02/2021 10:27:00 pm

WBP GK Quiz in Bengali Part-2

WBP GK Quiz in Bengali Part-2
 WBP GK Quiz in Bengali Part-2

বিদ্যালয় ✏
নমস্কার বন্ধুরা,
bidyalay.in পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা:: - আজ আপনাদের সাথে শেয়ার করছি WBP GK Quiz in Bengali  এর মধ্যে  মোট ৪০টি বাছাই করা MCQ জিকে প্রশ্ন উত্তর, যা পুলিশ ও অন্যান্য পরীক্ষা গুলির জন্য বেশ গুরুত্বপূর্ণ| আমাদের এই ক্যুইজ টেস্টটি  তে অংশ নিন এবং নিজের জ্ঞানকে যাচাই করুন যখন খুশি|আপনি যত প্র্যাকটিস করবেন, ততই নিজের জ্ঞানের ভান্ডারকে মজবুত করতে পারবেন|





WBP GK Quiz in Bengali 

















কুইজজেনারেল নলেজ
প্রশ্ন সংখ্যা৪০টি
পূর্ণমান৪০
সময়প্রত্যেকটি প্রশ্নের জন্যে ৬০ সেকেন্ড









Time's Up


score:























মকটেস্ট ফলাফল



মোট প্রশ্ন সংখ্যা:



উত্তর দিয়েছেন:



সঠিক উত্তর:



ভুল উত্তর:



Percentage:







6/02/2021 09:55:00 pm

Attorney General Of India Pdf In Bengali | ভারতের অ্যাটর্নি জেনারেলদের তালিকা PDF

Attorney General Of India Pdf In Bengali
Attorney General Of India 

বিদ্যালয় ✏

নমস্কার বন্ধুরা,
bidyalay.in পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা:: - আজকে তোমাদের সঙ্গে ভারতের অ্যাটর্নি জেনারেলদের তালিকা শেয়ার করছি। বিভিন্ন রকম চাকরি পরীক্ষার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। সুতরাং সময় নষ্ট না করে নিজের তালিকাটি পড়ে নাও। চাইলে তোমরা পিডিএফটি সংগ্রহ করে রাখতে পারো। পিডিএফ এর লিংক নিচে রয়েছে।




ভারতের অ্যাটর্নি জেনারেলদের তালিকা


অ্যাটর্নি জেনারেল
অ্যাটর্নি জেনারেলর  নাম
প্রথম অ্যাটর্নি জেনারেল
M.C. Setalvad
দ্বিতীয় অ্যাটর্নি জেনারেল
সি. কে. দফতারি
তৃতীয় অ্যাটর্নি জেনারেল
নীরেন দে
চতুর্থ অ্যাটর্নি জেনারেল
এস.ভি. গুপ্তে
পঞ্চম অ্যাটর্নি জেনারেল
এল.এন সিনহা
ষষ্ঠ অ্যাটর্নি জেনারেল
Kesava Parasaran
সপ্তম অ্যাটর্নি জেনারেল
 Soli Sorabjee
অষ্টম অ্যাটর্নি জেনারেল
G. Ramaswamy
নবম অ্যাটর্নি জেনারেল
মিলন কে. ব্যানার্জি
দশম অ্যাটর্নি জেনারেল
অশোক দেশাই
একাদশ অ্যাটর্নি জেনারেল
Soli Sorabjee
দ্বাদশ অ্যাটর্নি জেনারেল
মিলন কে. ব্যানার্জি
ত্রয়োদশ অ্যাটর্নি জেনারেল
Goolam Essaji Vahanvati
চতুর্দশ অ্যাটর্নি জেনারেল
Mukul Rohatgi
পঞ্চদশ অ্যাটর্নি জেনারেল
Kottayan Katankot Venugopal (বর্তমান)