Attorney General Of India
বিদ্যালয় ✏
নমস্কার বন্ধুরা,
bidyalay.in পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা:: - আজকে তোমাদের সঙ্গে ভারতের অ্যাটর্নি জেনারেলদের তালিকা শেয়ার করছি। বিভিন্ন রকম চাকরি পরীক্ষার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। সুতরাং সময় নষ্ট না করে নিজের তালিকাটি পড়ে নাও। চাইলে তোমরা পিডিএফটি সংগ্রহ করে রাখতে পারো। পিডিএফ এর লিংক নিচে রয়েছে।
অ্যাটর্নি জেনারেল | অ্যাটর্নি জেনারেলর নাম |
---|---|
প্রথম অ্যাটর্নি জেনারেল | M.C. Setalvad |
দ্বিতীয় অ্যাটর্নি জেনারেল | সি. কে. দফতারি |
তৃতীয় অ্যাটর্নি জেনারেল | নীরেন দে |
চতুর্থ অ্যাটর্নি জেনারেল | এস.ভি. গুপ্তে |
পঞ্চম অ্যাটর্নি জেনারেল | এল.এন সিনহা |
ষষ্ঠ অ্যাটর্নি জেনারেল | Kesava Parasaran |
সপ্তম অ্যাটর্নি জেনারেল | Soli Sorabjee |
অষ্টম অ্যাটর্নি জেনারেল | G. Ramaswamy |
নবম অ্যাটর্নি জেনারেল | মিলন কে. ব্যানার্জি |
দশম অ্যাটর্নি জেনারেল | অশোক দেশাই |
একাদশ অ্যাটর্নি জেনারেল | Soli Sorabjee |
দ্বাদশ অ্যাটর্নি জেনারেল | মিলন কে. ব্যানার্জি |
ত্রয়োদশ অ্যাটর্নি জেনারেল | Goolam Essaji Vahanvati |
চতুর্দশ অ্যাটর্নি জেনারেল | Mukul Rohatgi |
পঞ্চদশ অ্যাটর্নি জেনারেল | Kottayan Katankot Venugopal (বর্তমান) |
No comments:
Post a Comment