বিভিন্ন খেলার সঙ্গে যুক্ত খেলোয়াড়দের নামের তালিকা
বিদ্যালয় ✏
নমস্কার বন্ধুরা,
bidyalay.in পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা:: আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি Names of players associated with different games বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন এসেই থেকে, তাই আমরা আশা করবো এই তালিকাটি তোমাদের খুব কাজে দেবে।
বিভিন্ন খেলার সঙ্গে যুক্ত খেলোয়াড়দের নাম
খেলা | খেলোয়াড় |
---|---|
ক্রিকেট | শচীন তেন্ডুলকর, অনিল কুম্বলে, মহেন্দ্র সিং ধোনী, সুনীল গাভাস্কার, কাপিল দেব, নাভজোত সিং সিদ্ধু, রাহুল দ্রাবিড়, হারবাজান সিং, বিরাট কোহলি, সৌরভ গাঙ্গুলি, রোহিত শর্মা, অজয় জাদেজা, বীরেন্দ্র সেহবাগ, মহম্মদ আজাহারুদ্দিন, যুবরাজ, ভাংকাটেশ প্রসাদ, গৌতম গম্ভির, জাহির খান, আশ্বিন, শিখর ধাওয়ান, মনোজ প্রভাকর। |
হকি | ধ্যান চাঁদ, ধানরাজ পিল্লায়, রাজপাল সিং, সারদারা সিং, অজিত পাল সিং, গুরবাজ সিং, মোহম্মদ সিং, গগন পাল সিং, শঙ্কর লক্ষন, সন্দিপ সিং, রঘুনাথ, ঋতু রানী, দিলিপ তিরকি, জাফার ইকবাল, এস কে উথাপ্পা, বিরেন্দ্র লাকরা, অর্জুন হালাপ্পা, মান্দিপ সিং, দানিশ মুজতাবা, রানী রামপাল, দীপক ঠাকুর, ধারাম্বির সিং, ভরত ছেত্রি, পারগাত সিং। |
বক্সিং | বিজেন্দ্র সিং, মেরি কম, বিকাশ কৃষাণ যাদব, অখিল কুমার, জিতেন্দর কুমার, সতিশ কুমার, মোহম্মদ আলি কামার, পিঙ্কি রানী, দীনেশ কুমার। |
ফুটবল | সুনীল ছেত্রি, প্রদীপ কুমার ব্যানার্জি, সুব্রত পাল, বাল্বান্ত সিং, গৌরামাঙ্গি সিং, মোহম্মদ সেলিম, ধানপাল গনেশ, বাইচুন ভুটিয়া, সৈলেন মান্না, চুনি গোস্বামী, আনোয়ার আলি, রবিন সিং, শুভাশিষ রয় চৌধুরী, দেবজিত মজুমদার, গুরপিত সিং সান্ধু, নারায়ণ দাস, কৃষাণু দে, মহেশ গাওলি। |
দৌড় | মিলখা সিং, অনিল কুমার প্রকাশ, ধরম্বির সিং, পি টি ঊষা, হিমা দাস, পিঙ্কি প্রামানিক। |
কুস্তি | সুশীল কুমার, সাক্ষী মালিক, ভিনেশ ফোগাত, ববিতা কুমার, অলকা তমার, দীপক পুনিয়া, সন্দিপ তমার, সম্বির কাদিয়ান, অমিত কুমার, সুভাষ বর্মা, লিলা রাম, গীতা ফোগাত। |
কাবাডি | অনুপ কুমার, রাহুল চৌধুরী, প্রদীপ নার্বাল, সুরেন্দ্রর নাদা, দীপক নিবাস হুদ্দা, মনজিত চিল্লার, অজয় ঠাকুর, রাকেশ কুমার, নিতিন ঘুলে। |
ব্যাডমিন্টন | দীপঙ্কর ভট্টাচার্য্য, প্রকাশ পাডুকন , সমীর বর্মা, চেতন আনন্দ, পুল্লেলা গোপিচাঁদ, অরুণ বিষ্ণু, জ্বালা গুপ্ত, সাইনা নেহ্বাল, অজয় জয়রাম, অনুপ স্রিধার, অপর্ণা পোপট, পারুপল্লি কাশ্যপ, পি. ভি. সিন্ধু, অশ্বিনী পন্নাপ্পা, লক্ষ্য সেন। |
টেনিস | সানিয়া মির্জা, মহেশ ভুপতি, সোমদেভ দেভভারমান, রমেশ কৃষাণ, আসিফ ইস্মাইল, পুজাশ্রি ভেঙ্কাটেশা, আক্তার আলি, তারা ল্যের, বিজয় অমৃতরাজ, অশোক অমৃতরাজ, নরেশ কুমার, রামানাথন কৃষ্ণাণ, আনন্দ অমৃতরাজ, প্রকাশ অমৃতরাজ, রাজকুমার রামানাথন, ঈশা লাখানি, বিশু বারধন, প্রেমজিৎ লাল। |
সুইমিং | শিখা টান্ডন, সজন প্রকাশ, সন্দিপ সেজ্বাল, সচিন নাগ, রেহান পঞ্চা, ভক্তি শর্মা, দীপা মালিক, বুলা চৌধুরী, মিহির সেন। |
ধনুর্বিদ্যা | দীপিকা কুমারী, জয়েন্ত তালুকদার, তরুনদ্বীপ রাই, লিম্বা রাম, লক্ষ্মীরানী মাঝি, অতনু দাস, শ্যাম লাল মিনা, রজত চৌহান, রাহুল বন্দ্যোপাধ্যায়, অভিষেক বর্মা, ডোলা বন্দ্যোপাধ্যায়, মঙ্গল সিং চাম্পিয়া। |
বিলিয়ার্ডস ও স্নুকার | পঙ্কজ এডভানি, অশোক সান্দিল্যা, মাইকেল ফেররেইরা। |
জুডো | মনোজিৎ সিং, দুশ্যান্ত চৌহান, বাজ্রাং লাল তাখার। |
ওয়েট লিফটিং | প্রতিমা কুমারী, গীতা রানী, সুধীর কুমার, মনিকা দেবী, মোহম্মদ আসদুল্লাহ, কুঞ্জরানি দেবী। |
শুটার | অভিনব বিন্দ্রা, বিজয় কুমার, হীনা সিন্ধু, সঞ্জীব রাজপুত, সমরেশ জাং, জাস্পাল রানা, রান্ধির সিং, রঞ্জন সধি, অমকর সিং, জিতু রাই, গগন নারাং, অঞ্জলি ভোগাত, তেজস্বিনী সাওান্ত, আভনিত সিন্ধু, জয়দীপ কর্মকার। |
গলফ | অনির্বাণ লাহিড়ী, শিব কাপুর, রসিদ খান, শর্মিলা নিকোলেট, সুজ্জান সিং, হিম্মত রাই, জ্যথি রান্ধাবা, অর্জুন আত্বাল, গৌরব ঘেই। |
দাবা | বিশ্বনাথ আনন্দ, অভিজিৎ গুপ্ত, তানিয়া সাচদেভ, গীতা নারায়ণ গোপাল, রামচন্দ্র রমেশ, হেতুল শাহ, রোহিণী খাদিল্কার, দর্পণ ইনানি, দিব্যেন্দু বারুয়া। |
কার রেসিং | নারাইন কারথিকেয়ান, আরমান ইব্রাহিম, করুণ চান্ধক। |
No comments:
Post a Comment