Gk Guidance in Bengali for All Competitive Exams - WBCS / RAILWAY /PSC /SSC /WBP etc || বাংলায় জিকে Guidance
নমস্কার বন্ধুরা,
আশা করি সবাই ভালো আছেন এবং প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলির প্রস্তুতি ভালোভাবে নিচ্ছেন । বন্ধুরা আমরা এই অংশে প্রতিদিন ১০ টি করে জিকে প্রশ্ন ও উত্তর সম্পর্কে জানব যেগুলি আসন্ন বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য (WBCS/RAILWAY/SSC/PSC/TET/CTET/WBP/CLERK) খুবই গুরুত্বপূর্ণ ।
সুতরাং চলুন আজকের ১০ টি গুরুত্বপূর্ণ জিকে দেখে নেই ।
1. "রক্তকরবী" কার রচনা ? ➲ রবীন্দ্রনাথ ঠাকুরের । 2. কোন দেশকে বলা হয় "নীরব দেশ" ? ➲ রোমকে । 3. রিঙ্গিত কোন দেশের স্থানীয় মুদ্রা ? ➲ মালয়েশিয়া। 4. তমলুক কোন নদীর তীরে অবস্থিত ? ➲ রূপনারায়ন নদীর। 5. কোচবিহার জেলার জেলাসদর কোনটি ? ➲ কোচবিহার । 6. ব্যাসল্ট শিলা কি থেকে সৃষ্টি হয় ? ➲ লাভা থেকে। 7. দামোদর নদের প্রধান শাখার নাম লেখ ? ➲ মুন্ডেশ্বরী । 8. ফিরোজ শাহ তুঘলক কি নামে বিখ্যাত ? ➲ সুলতানি যুগের আকবর। 9. নববিধান ব্রাহ্মসমাজ কে, কোথায় প্রতিষ্ঠা করেন ? ➲ কেশব চন্দ্র সেন, কলকাতায় । 10. বিক্রমশীলা মহাবিহার এর প্রতিষ্ঠাতা কে ? ➲ রাজা ধর্মপাল । |
---|
WhatsApp Group | মকটেস্ট | Telegram |
---|
No comments:
Post a Comment