Breaking




3 Dec 2020

Gk Guidance in Bengali for All Competitive Exams - WBCS / RAILWAY /PSC /SSC /WBP etc || বাংলায় জিকে Guidance

Gk Guidance in Bengali for All Competitive Exams - WBCS / RAILWAY /PSC /SSC /WBP etc || বাংলায় জিকে Guidance  

Gk Guidance in Bengali for All Competitive Exams - WBCS / RAILWAY /PSC /SSC /WBP etc || বাংলায় জিকে Guidance


নমস্কার বন্ধুরা,

আশা করি সবাই ভালো আছেন এবং প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলির প্রস্তুতি ভালোভাবে নিচ্ছেন । বন্ধুরা আমরা এই অংশে প্রতিদিন ১০ টি করে জিকে প্রশ্ন ও উত্তর সম্পর্কে জানব যেগুলি আসন্ন বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য (WBCS/RAILWAY/SSC/PSC/TET/CTET/WBP/CLERK) খুবই গুরুত্বপূর্ণ ।

সুতরাং চলুন আজকের ১০ টি গুরুত্বপূর্ণ জিকে দেখে নেই ।


1. মানুষের দেহের সবচেয়ে বড় গ্রন্থি ?
❑  লিভার ।

2. আঙ্কোরভাট মন্দির কোন দেশে অবস্থিত ?
❑ কম্বোডিয়া ।

3. "সেই রাষ্ট্র ভালো যা কম শাসন করে"-কে বলেন ?
❑ মহাত্মা গান্ধী।

4. 1 গ্রাম স্নেহ পদার্থ দহন করলে কী পরিমাণ তাপশক্তি উৎপন্ন হয় ?
❑ 9.3 ক্যালোরি।

5. 104° ফারেনহাইট সেন্টিগ্রেড স্কেলে কত ডিগ্রী ?
❑ 40°C ।

6. হাওড়া জেলার বিখ্যাত শিক্ষাপ্রতিষ্ঠান  ?
❑ বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজ ।

7. সত্যমেব জয়তে কোন উপনিষদে লেখা আছে ?
❑ মুণ্ডক উপনিষদ ।

8. ভারতীয় চলচ্চিত্রে প্রথম সবাক চিত্র কোনটি ?
❑ আলম আরা ।

9. মায়ানমার এর মুদ্রার নাম কি ?
❑ কিয়াত ।

10. ভারত সরকারের অরণ্য গবেষণাগার কোথায় অবস্থিত ?
❑ দেরাদুনে ।

WhatsApp Groupমকটেস্ট Telegram

>

No comments:

Post a Comment