Gk Guidance in Bengali for All Competitive Exams - WBCS / RAILWAY /PSC /SSC /WBP etc || বাংলায় জিকে Guidance
নমস্কার বন্ধুরা,
আশা করি সবাই ভালো আছেন এবং প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলির প্রস্তুতি ভালোভাবে নিচ্ছেন । বন্ধুরা আমরা এই অংশে ১০ টি করে জিকে প্রশ্ন ও উত্তর সম্পর্কে জানব যেগুলি আসন্ন বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য (WBCS/RAILWAY/SSC/PSC/TET/CTET/WBP/CLERK) খুবই গুরুত্বপূর্ণ ।
সুতরাং চলুন আজকের ১০ টি গুরুত্বপূর্ণ জিকে দেখে নেই ।
জিকে Guidance
1. মরীচিকা কি ধরনেরর প্রতিবিম্ব ?
➲ অসদ প্রতিবিম্ব ।
2. বর্তমানে ওজোন স্তরের ক্ষতির কারণ কি ?
➲ ক্লোরোফ্লোরো কার্বন (CFC) ।
3. ভারতের বৃহত্ততম উদ্যান কোনটি ?
➲ ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেন ।
4. হিউয়েন সাং কার আমলে ভারতবর্ষেষে আসেন ?
➲ হর্ষবর্ধন ।
5. মুসলিম লীগ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় ?
➲ ১৯০৬ খ্রিস্টাব্দে ।
6. ইলেকট্রনের চেয়ে প্রোটনের ভর কত গুন বেশি ?
➲ ১৮৩৬.১২ গুন ।
7. কোন দেশকে 'হাজার দ্বীপের দেশ' বলা হয় ?
➲ ফিনল্যান্ড ।
8. মৌমাছি কার ছদ্মনাম ?
➲ বিমল ঘোষ।
9. IPC এর নাম কি ?
➲ Indian Penal Code ।
10. গুগলি কোন খেলার সাথেে যুক্ত ?
➲ ক্রিকেট
No comments:
Post a Comment