Breaking




Showing posts with label সাধারন জ্ঞান. Show all posts
Showing posts with label সাধারন জ্ঞান. Show all posts

3 Jun 2021

6/03/2021 09:58:00 pm

Geography MCQ in Bengali Part - 01

Geography MCQ in Bengali Part - 01
Geography MCQ in Bengali Part - 01

বিদ্যালয় ✏
নমস্কার বন্ধুরা,
bidyalay.in পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা:: -আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি, Geography MCQ in Bengali Part-01; এটির মধ্যে ভূগোল বিষয় থেকে বাছাই করা 20 টি প্রশ্ন দেওয়া রয়েছে । যেগুলি আপনাদের বিভিন্ন রকম চাকরির পরীক্ষার প্রস্তুতিতে ভীষণভাবে সাহায্য করবে। 





Geography MCQ in Bengali Part-01


01. কানাডার মালভূমি কোন মালভূমির উদাহরণ ?
ক) তুষার মালভূমি
খ) পিডমন্ট মালভূমি
গ) ক্ষয়প্রাপ্ত মালভূমি
ঘ) শিল্ড মালভূমি 
উত্তরঃ ঘ) শিল্ড মালভূমি

02. নীচের কোন দেশ ভূমধ্যসাগরের বর্ডার নয় ?
ক) মালতা
খ) লিবিয়া 
গ) ইতালি
ঘ) বুলগেরিয়া 
উত্তরঃ খ) লিবিয়া

03. কাকে “হেরিং পন্ড” বলা হয় ?
ক) আটলান্টিক মহাসাগর 
খ) কালো সাগর
গ) মৃত সাগর
ঘ) প্রশান্ত মহাসাগর 
উত্তরঃ ক) আটলান্টিক মহাসাগর

04. অন্ধ্রপ্রদেশের অনন্তপুর জেলা কীসের জন্য বিখ্যাত ?
ক) তামা
খ) জিঙ্ক
গ) রুপো
ঘ) সোনা 
উত্তরঃ ঘ) সোনা

05. নেপচুনের উপগ্রহ কয়টি ?
ক) ১২টি
খ) ১৩টি 
গ) ১৪টি
ঘ) ১৫টি 
উত্তরঃ খ) ১৩টি

06. কোন গ্রহকে নীলগ্রহ বলা হয় ?
ক) মঙ্গল
খ) বুধ
গ) শুক্র
ঘ) পৃথিবী 
উত্তরঃ ঘ) পৃথিবী

07. নীচের কোন গ্রহটি বহিঃস্থ গ্রহ নয় ?
ক) শুক্র 
খ) বৃহস্পতি
গ) শনি
ঘ) নেপচুন
উত্তরঃ ক) শুক্র

08. ব্যাসল্ট শিলা কোন ধরণের আগ্নেয় শিলা ?
ক) লাভা শিলা 
খ) পাইরোক্লাস্টিক শিলা
গ) উপপাতালিক শিলা
ঘ) পাতালিক শিলা 
উত্তরঃ ক) লাভা শিলা

09. যখন পৃথিবী প্রথম সৃষ্টি হয়, তখন কি অবস্থায় ছিল ?
ক) গ্যাসীয় 
খ) তরল
গ) কঠিন
ঘ) শিলার আকারে 
উত্তরঃ ক) গ্যাসীয়

10. ভারতের কোন রাজ্যে সবথেকে বেশি রুপো পাওয়া যায় ?
ক) কর্ণাটক
খ) অন্ধ্রপ্রদেশ 
গ) ঝাড়খণ্ড
ঘ) গোয়া 
উত্তরঃ খ) অন্ধ্রপ্রদেশ

11. কত সালে প্রথম বনসংরক্ষণ আইন প্রণয়ন করা হয় ?
ক) ১৯৫০ সালে
খ) ১৯৬০ সালে
গ) ১৯৭০ সালে
ঘ) ১৯৮০ সালে 
উত্তরঃ ঘ) ১৯৮০ সালে

12. ভারত সরকারের অরণ্য গবেষণাগারটি কোথায় অবস্থিত ?
ক) কাশ্মীর
খ) কাঠমান্ডু
গ) দেরাদুন 
ঘ) কাশি 
উত্তরঃ গ) দেরাদুন

13. এশিয়ার দীর্ঘতম নদী কোনটি ?
ক) ইয়াং সি কিয়াং 
খ) ওব
গ) লেনা
ঘ) ইনিসি 
উত্তরঃ ক) ইয়াং সি কিয়াং

14. গঙ্গা নদী কোন হিমালয়ের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে ?
ক) কুমায়ুন হিমালয় 
খ) নেপাল হিমালয়
গ) ভুটান হিমালয়
ঘ) অরুণাচল প্রদেশ হিমালয় 
উত্তরঃ ক) কুমায়ুন হিমালয়

15. হুড্রু জলপ্রপাত কোন নদীর অংশ ?
ক) সুবর্ণরেখা 
খ) মহানদী
গ) গোদাবরী
ঘ) কৃষ্ণা 
উত্তরঃ ক) সুবর্ণরেখা

16. ভারতের কোন রাজ্য নরম কয়লা প্রস্তুতের জন্য বিখ্যাত ?
ক) মহারাষ্ট্র 
খ) গুজরাট 
গ) মধ্যপ্রদেশ
ঘ) তামিলনাড়ু 
উত্তরঃ ঘ) তামিলনাড়ু

17. মিনাবক্কম বিমানবন্দর কোথায় অবস্থিত ?
ক) দিল্লী
খ) চেন্নাই 
গ) মুম্বাই
ঘ) ব্যাঙ্গালোর 
উত্তরঃ খ) চেন্নাই

18. কাকে সবুজ নগর বলা হয় ?
ক) দিল্লী
খ) হায়দ্রাবাদ
গ) চেন্নাই 
ঘ) ব্যাঙ্গালোর 
উত্তরঃ গ) চেন্নাই

 19. কোন নগরকে ভারতের প্রবেশদ্বার বলা হয় ?
ক) দিল্লী
খ) মুম্বাই 
গ) কলকাতা
ঘ) চেন্নাই 
উত্তরঃ খ) মুম্বাই

20. গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি ?
ক) সারামতি
খ) জাপভো
গ) নক্রেক 
ঘ) শিলং 
উত্তরঃ গ) নক্রেক

 



আগের পর্ব::


6/03/2021 09:34:00 pm

Hitory Quesstions & Answers In Bengali Part-01



Hitory Quesstions & Answers In Bengali Part-01
Hitory Quesstions & Answers In Bengali Part-01


বিদ্যালয় ✏
নমস্কার বন্ধুরা,
bidyalay.in পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা:: - আজ আমরা তোমাদের সাথে শেয়ার করছি  সমস্ত চাকরির পরিক্ষার প্রস্তুতির জন্য খুবই গুরুত্বপুূর্ণ প্রশ্ন ও উত্তর ইতিহাস বিষয় থেকে বাছাই করা কুড়িটি প্রশ্ন ও উত্তর রয়েছে  । যে গুলি আগত সমস্ত চাকরির প্রস্তুতিতে ভীষণ উপকৃতে আসবে । সুতরাং আর সময় নষ্ট না করে নীচে প্রশ্নের সাথে উত্তর গুলি দেখে নাও ।এবং ভালো করে পড়ে মুখস্ত নাও ।





Hitory MCQ Part - 01


1. অশোকের শিলালিপি কোন ভাষায় লিখিত ?
[A] পালি
[B] দেবনাগরী
[C] সংস্কৃত
[D] ব্রাহ্মী ও খরোষ্ঠী
উত্তর :- ব্রাহ্মী ও খরোষ্ঠী



2. ইবন বতুতা কোন গ্রন্থটির রচয়িতা ?
[A] তারিখ- ই -ফিরোজশাহী
[B] কিতাব -উর- রেহেলা
[C] সফর নামা
[D] কিরাম -উস- মাদাইন
উত্তর:- কিতাব -উর- রেহেলা



3. নাসিক প্রশস্তি কার ?
[A] গুপ্তসম্রাট সমুদ্রগুপ্তের
[B] মৌর্য সম্রাট মহামতি অশোকের
[C] চালুক্য রাজ দ্বিতীয় পুলকেশীর
[D] সাতবাহনরাজ গৌতমীপুত্র সাতকর্ণীর
উত্তর :- সাতবাহনরাজ গৌতমীপুত্র সাতকর্ণীর



4.হাতিগুম্ফা লিপি কার ?
[A]কলিঙ্গরাজ খারবেলের
[B] চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশীর
[C] রাষ্ট্রকূটরাজ ধ্রুব- এর
[D] থানেশ্বররাজ হর্ষবর্ধনের
উত্তর :- কলিঙ্গরাজ খারবেলর



5. 'রামচরিত'- এর রচয়িতা কে ?
[A] সন্ধ্যাকর নন্দী
[B] সুভাকর গুপ্ত
[C] অনিরুদ্ধ
[D] জয়দেব
উত্তর:- সন্ধ্যাকর নন্দী



6. সিন্ধু সভ্যতার বাড়ি গুলি কি দ্বারা তৈরি ?
[A] পোড়া মাটির হাট
[B] মাটি
[C] কাঠ
[D] পাথর
উত্তর :-পোড়া মাটির ইট



7. 'হর্ষচরিত' কার রচনা ?
[A] হর্ষবর্ধন
[B] অশ্বঘোষ
[C] বানভট্ট
[D] হরি ষেন
 উত্তর:- বানভট্ট



8. গঞ্জাম লিপি কার সঙ্গে সম্পর্কিত ?
[A] দেবপাল
[B] শশাঙ্ক
[C] লক্ষণ সেন
[D] হর্ষবর্ধন
উত্তর :- শশাঙ্ক



9. সিন্ধু সভ্যতা বাসীদের কোন জন্তু অজ্ঞাত ছিল ?
[A] গরু
[B] মোষ
[C] কুকুর
[D] ঘোড়া
উত্তর :-ঘোড়া



10. 'রাজতরঙ্গিনী'- এর রচয়িতা কে ?
[A] উমাপতি
[B] কলহন
[C] বিলহন
[D]ধোয়ী
উত্তর:- কলহন



11. সিন্ধু আধিবাসীরা কীসের পূজা করত ?
[A] শক্তি পূজা বা মাতৃপূজা
[B] প্রকৃতি পূজা
[C] ব্যক্তি পূজা
[D] কোনোটিই নয়
উত্তর :- শক্তি পূজা বা মাতৃপূজা



12.সিন্ধু সভ্যতাবাসীদের কোন ধাতুর ব্যবহার জানা ছিল না ?
[A] সোনা
[B] তামা
[C] লোহা
[D] রুপো
সঠিক উত্তর:- তামা



13. 'ইন্ডিকা'- গ্রন্থটি কার রচনা ?
[A] আল- বিরুনি
[B] মেগাস্থিনিস
[C] হুমায়ুন
[D] টমাস রো
উত্তর:- মেগাস্থিনিস



14. ইবন বতুতা কার সময় ভারতে আসেন ?
[A] মুহাম্মদ- বিন -তুঘলক
[B] গিয়াসউদ্দিন তুঘলক
[C] জাহাঙ্গীর
[D] শাহজাহান
উত্তর :- মুহাম্মদ- বিন- তুঘলক



15. আর্যদের প্রধান ধর্মগ্রন্থের নাম কি ?
[A] বেদ
[B] পুরান
[C] মহাকাব্য
[D] ভাগবত
উত্তর :- বেদ



16. বেদের অপর নাম কি ?
[A] শ্রুতি
[B] সাম
[C] ঋক
[D] স্মৃতি
উত্তর :- শ্রুতি 



17. মহাভারতের রচয়িতা কে ?
[A] তুলসিদাস
[B] বাল্মিকী
[C] বেদব্যাস
[D] কোনোটিই নয়
উত্তর:- বেদব্যাস



18. 'হুমায়ুননামা' কার রচনা ?
[A] গুলবদন বেগম
[B] নিজামুদ্দিন আহম্মদ বখশি
[C] হুমায়ুন
[D] এঁরা কেউ নয়
উত্তর:- গুলবদন বেগম



19. 'বুদ্ধচরিত' কার রচনা ?
[A] উপগুপ্ত
[B] অশ্বঘোষ
[C] অশোক
[D] নাগার্জুন সাধারন জ্ঞান 
উত্তর :- অশ্বঘোষ



20. 'চন্ডাশোক' কাকে বলা হয় ?
[A] অশোক
[B] বৃহদ্রত
[C] পুষ্যমিত্র শুঙ্গ
[D] কোনোটিই নয়
উত্তর :- অশোক