Breaking




3 Jun 2021

Geography MCQ in Bengali Part - 01

Geography MCQ in Bengali Part - 01
Geography MCQ in Bengali Part - 01

বিদ্যালয় ✏
নমস্কার বন্ধুরা,
bidyalay.in পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা:: -আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি, Geography MCQ in Bengali Part-01; এটির মধ্যে ভূগোল বিষয় থেকে বাছাই করা 20 টি প্রশ্ন দেওয়া রয়েছে । যেগুলি আপনাদের বিভিন্ন রকম চাকরির পরীক্ষার প্রস্তুতিতে ভীষণভাবে সাহায্য করবে। 





Geography MCQ in Bengali Part-01


01. কানাডার মালভূমি কোন মালভূমির উদাহরণ ?
ক) তুষার মালভূমি
খ) পিডমন্ট মালভূমি
গ) ক্ষয়প্রাপ্ত মালভূমি
ঘ) শিল্ড মালভূমি 
উত্তরঃ ঘ) শিল্ড মালভূমি

02. নীচের কোন দেশ ভূমধ্যসাগরের বর্ডার নয় ?
ক) মালতা
খ) লিবিয়া 
গ) ইতালি
ঘ) বুলগেরিয়া 
উত্তরঃ খ) লিবিয়া

03. কাকে “হেরিং পন্ড” বলা হয় ?
ক) আটলান্টিক মহাসাগর 
খ) কালো সাগর
গ) মৃত সাগর
ঘ) প্রশান্ত মহাসাগর 
উত্তরঃ ক) আটলান্টিক মহাসাগর

04. অন্ধ্রপ্রদেশের অনন্তপুর জেলা কীসের জন্য বিখ্যাত ?
ক) তামা
খ) জিঙ্ক
গ) রুপো
ঘ) সোনা 
উত্তরঃ ঘ) সোনা

05. নেপচুনের উপগ্রহ কয়টি ?
ক) ১২টি
খ) ১৩টি 
গ) ১৪টি
ঘ) ১৫টি 
উত্তরঃ খ) ১৩টি

06. কোন গ্রহকে নীলগ্রহ বলা হয় ?
ক) মঙ্গল
খ) বুধ
গ) শুক্র
ঘ) পৃথিবী 
উত্তরঃ ঘ) পৃথিবী

07. নীচের কোন গ্রহটি বহিঃস্থ গ্রহ নয় ?
ক) শুক্র 
খ) বৃহস্পতি
গ) শনি
ঘ) নেপচুন
উত্তরঃ ক) শুক্র

08. ব্যাসল্ট শিলা কোন ধরণের আগ্নেয় শিলা ?
ক) লাভা শিলা 
খ) পাইরোক্লাস্টিক শিলা
গ) উপপাতালিক শিলা
ঘ) পাতালিক শিলা 
উত্তরঃ ক) লাভা শিলা

09. যখন পৃথিবী প্রথম সৃষ্টি হয়, তখন কি অবস্থায় ছিল ?
ক) গ্যাসীয় 
খ) তরল
গ) কঠিন
ঘ) শিলার আকারে 
উত্তরঃ ক) গ্যাসীয়

10. ভারতের কোন রাজ্যে সবথেকে বেশি রুপো পাওয়া যায় ?
ক) কর্ণাটক
খ) অন্ধ্রপ্রদেশ 
গ) ঝাড়খণ্ড
ঘ) গোয়া 
উত্তরঃ খ) অন্ধ্রপ্রদেশ

11. কত সালে প্রথম বনসংরক্ষণ আইন প্রণয়ন করা হয় ?
ক) ১৯৫০ সালে
খ) ১৯৬০ সালে
গ) ১৯৭০ সালে
ঘ) ১৯৮০ সালে 
উত্তরঃ ঘ) ১৯৮০ সালে

12. ভারত সরকারের অরণ্য গবেষণাগারটি কোথায় অবস্থিত ?
ক) কাশ্মীর
খ) কাঠমান্ডু
গ) দেরাদুন 
ঘ) কাশি 
উত্তরঃ গ) দেরাদুন

13. এশিয়ার দীর্ঘতম নদী কোনটি ?
ক) ইয়াং সি কিয়াং 
খ) ওব
গ) লেনা
ঘ) ইনিসি 
উত্তরঃ ক) ইয়াং সি কিয়াং

14. গঙ্গা নদী কোন হিমালয়ের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে ?
ক) কুমায়ুন হিমালয় 
খ) নেপাল হিমালয়
গ) ভুটান হিমালয়
ঘ) অরুণাচল প্রদেশ হিমালয় 
উত্তরঃ ক) কুমায়ুন হিমালয়

15. হুড্রু জলপ্রপাত কোন নদীর অংশ ?
ক) সুবর্ণরেখা 
খ) মহানদী
গ) গোদাবরী
ঘ) কৃষ্ণা 
উত্তরঃ ক) সুবর্ণরেখা

16. ভারতের কোন রাজ্য নরম কয়লা প্রস্তুতের জন্য বিখ্যাত ?
ক) মহারাষ্ট্র 
খ) গুজরাট 
গ) মধ্যপ্রদেশ
ঘ) তামিলনাড়ু 
উত্তরঃ ঘ) তামিলনাড়ু

17. মিনাবক্কম বিমানবন্দর কোথায় অবস্থিত ?
ক) দিল্লী
খ) চেন্নাই 
গ) মুম্বাই
ঘ) ব্যাঙ্গালোর 
উত্তরঃ খ) চেন্নাই

18. কাকে সবুজ নগর বলা হয় ?
ক) দিল্লী
খ) হায়দ্রাবাদ
গ) চেন্নাই 
ঘ) ব্যাঙ্গালোর 
উত্তরঃ গ) চেন্নাই

 19. কোন নগরকে ভারতের প্রবেশদ্বার বলা হয় ?
ক) দিল্লী
খ) মুম্বাই 
গ) কলকাতা
ঘ) চেন্নাই 
উত্তরঃ খ) মুম্বাই

20. গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি ?
ক) সারামতি
খ) জাপভো
গ) নক্রেক 
ঘ) শিলং 
উত্তরঃ গ) নক্রেক

 



আগের পর্ব::


No comments:

Post a Comment