Hitory Quesstions & Answers In Bengali Part-01
বিদ্যালয় ✏
নমস্কার বন্ধুরা,
bidyalay.in পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা:: - আজ আমরা তোমাদের সাথে শেয়ার করছি সমস্ত চাকরির পরিক্ষার প্রস্তুতির জন্য খুবই গুরুত্বপুূর্ণ প্রশ্ন ও উত্তর ইতিহাস বিষয় থেকে বাছাই করা কুড়িটি প্রশ্ন ও উত্তর রয়েছে । যে গুলি আগত সমস্ত চাকরির প্রস্তুতিতে ভীষণ উপকৃতে আসবে । সুতরাং আর সময় নষ্ট না করে নীচে প্রশ্নের সাথে উত্তর গুলি দেখে নাও ।এবং ভালো করে পড়ে মুখস্ত নাও ।
1. অশোকের শিলালিপি কোন ভাষায় লিখিত ?
[A] পালি
[B] দেবনাগরী
[C] সংস্কৃত
[D] ব্রাহ্মী ও খরোষ্ঠী
উত্তর :- ব্রাহ্মী ও খরোষ্ঠী
2. ইবন বতুতা কোন গ্রন্থটির রচয়িতা ?
[A] তারিখ- ই -ফিরোজশাহী
[B] কিতাব -উর- রেহেলা
[C] সফর নামা
[D] কিরাম -উস- মাদাইন
উত্তর:- কিতাব -উর- রেহেলা
3. নাসিক প্রশস্তি কার ?
[A] গুপ্তসম্রাট সমুদ্রগুপ্তের
[B] মৌর্য সম্রাট মহামতি অশোকের
[C] চালুক্য রাজ দ্বিতীয় পুলকেশীর
[D] সাতবাহনরাজ গৌতমীপুত্র সাতকর্ণীর
উত্তর :- সাতবাহনরাজ গৌতমীপুত্র সাতকর্ণীর
4.হাতিগুম্ফা লিপি কার ?
[A]কলিঙ্গরাজ খারবেলের
[B] চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশীর
[C] রাষ্ট্রকূটরাজ ধ্রুব- এর
[D] থানেশ্বররাজ হর্ষবর্ধনের
উত্তর :- কলিঙ্গরাজ খারবেলর
5. 'রামচরিত'- এর রচয়িতা কে ?
[A] সন্ধ্যাকর নন্দী
[B] সুভাকর গুপ্ত
[C] অনিরুদ্ধ
[D] জয়দেব
উত্তর:- সন্ধ্যাকর নন্দী
6. সিন্ধু সভ্যতার বাড়ি গুলি কি দ্বারা তৈরি ?
[A] পোড়া মাটির হাট
[B] মাটি
[C] কাঠ
[D] পাথর
উত্তর :-পোড়া মাটির ইট
7. 'হর্ষচরিত' কার রচনা ?
[A] হর্ষবর্ধন
[B] অশ্বঘোষ
[C] বানভট্ট
[D] হরি ষেন
উত্তর:- বানভট্ট
8. গঞ্জাম লিপি কার সঙ্গে সম্পর্কিত ?
[A] দেবপাল
[B] শশাঙ্ক
[C] লক্ষণ সেন
[D] হর্ষবর্ধন
উত্তর :- শশাঙ্ক
9. সিন্ধু সভ্যতা বাসীদের কোন জন্তু অজ্ঞাত ছিল ?
[A] গরু
[B] মোষ
[C] কুকুর
[D] ঘোড়া
উত্তর :-ঘোড়া
10. 'রাজতরঙ্গিনী'- এর রচয়িতা কে ?
[A] উমাপতি
[B] কলহন
[C] বিলহন
[D]ধোয়ী
উত্তর:- কলহন
11. সিন্ধু আধিবাসীরা কীসের পূজা করত ?
[A] শক্তি পূজা বা মাতৃপূজা
[B] প্রকৃতি পূজা
[C] ব্যক্তি পূজা
[D] কোনোটিই নয়
উত্তর :- শক্তি পূজা বা মাতৃপূজা
12.সিন্ধু সভ্যতাবাসীদের কোন ধাতুর ব্যবহার জানা ছিল না ?
[A] সোনা
[B] তামা
[C] লোহা
[D] রুপো
সঠিক উত্তর:- তামা
13. 'ইন্ডিকা'- গ্রন্থটি কার রচনা ?
[A] আল- বিরুনি
[B] মেগাস্থিনিস
[C] হুমায়ুন
[D] টমাস রো
উত্তর:- মেগাস্থিনিস
14. ইবন বতুতা কার সময় ভারতে আসেন ?
[A] মুহাম্মদ- বিন -তুঘলক
[B] গিয়াসউদ্দিন তুঘলক
[C] জাহাঙ্গীর
[D] শাহজাহান
উত্তর :- মুহাম্মদ- বিন- তুঘলক
15. আর্যদের প্রধান ধর্মগ্রন্থের নাম কি ?
[A] বেদ
[B] পুরান
[C] মহাকাব্য
[D] ভাগবত
উত্তর :- বেদ
16. বেদের অপর নাম কি ?
[A] শ্রুতি
[B] সাম
[C] ঋক
[D] স্মৃতি
উত্তর :- শ্রুতি
17. মহাভারতের রচয়িতা কে ?
[A] তুলসিদাস
[B] বাল্মিকী
[C] বেদব্যাস
[D] কোনোটিই নয়
উত্তর:- বেদব্যাস
18. 'হুমায়ুননামা' কার রচনা ?
[A] গুলবদন বেগম
[B] নিজামুদ্দিন আহম্মদ বখশি
[C] হুমায়ুন
[D] এঁরা কেউ নয়
উত্তর:- গুলবদন বেগম
19. 'বুদ্ধচরিত' কার রচনা ?
[A] উপগুপ্ত
[B] অশ্বঘোষ
[C] অশোক
[D] নাগার্জুন সাধারন জ্ঞান
উত্তর :- অশ্বঘোষ
20. 'চন্ডাশোক' কাকে বলা হয় ?
[A] অশোক
[B] বৃহদ্রত
[C] পুষ্যমিত্র শুঙ্গ
[D] কোনোটিই নয়
উত্তর :- অশোক
No comments:
Post a Comment