Breaking




Showing posts with label GK Bosster. Show all posts
Showing posts with label GK Bosster. Show all posts

3 Jun 2021

6/03/2021 05:37:00 pm

GK Bosster Part - 02।জিকে নোটস পর্ব - ০২

GK Bosster Part-02
GK Bosster Part-02

বিদ্যালয় ✏
নমস্কার বন্ধুরা,
bidyalay.in পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা:: - আজকে তোমাদের সঙ্গে GK Bosster Part -02 এটি বিভিন্ন পরীক্ষার প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ ১০ টি জিকের প্রশ্ন উত্তর MCQ আকারে শেয়ার করছি। আমরা আশা করছি এই GK Booster Part - 02 MCQ  টি তোমাদের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতির  নিতে সাহায্য করবে। 




GK Bosster  Part - 02


1. মানব দেহের উরু এবং দীর্ঘতম হাড়টি কী?

[A] মেরুদণ্ড

[B] জরায়ু

[C] পাঁজর

[D] ফেমুর

উত্তর: ফেমুর


2. কোন দেশে সিনেমা প্রেক্ষাগৃহ নেই?

[A] জাপান

[B] চীন

[C] অস্ট্রেলিয়া

[D] সৌদি আরব

উত্তর: সৌদি আরব


3. কোন প্রাণীটি হাতছাড়া?

[A] হাতি

[B] জিরাফ

[C] পোলার বিয়ার

[D] বানর

উত্তর: পোলার বিয়ার


4. মানবদেহের বৃহত্তম অঙ্গ কোনটি?

[A] রক্ত

[B] ত্বক

[C] কোষ

[D] উপরের কোনওটি নয়

উত্তর: ত্বক


5. কোন মহাদেশে সর্বাধিক দেশ রয়েছে?

[A] আমেরিকা

[B] আফ্রিকা

[C] রাশিয়া

[D] জাপান

উত্তর: আফ্রিকা


6. বিশ্বের দীর্ঘতম নদী কোনটি?

[A] অ্যামাজন

[B] ইয়াংત્ জি

[C] নীল

[D] উপরের উত্তরগুলির কোনওটি নয়

উত্তর: নীল


7. একটি হাঙরের কতটি হাড় থাকে?

[A] 3

[B] 5

[C] 7

[D] 0

উত্তর: 0


8. কোন দেশকে দ্য ল্যান্ড অব রাইজিং সান বলা হয়?

[A] অস্ট্রেলিয়া

[B] আফ্রিকা

[C] চীন

[D] জাপান

উত্তর: জাপান


9. বিশ্বের বৃহত্তম মরুভূমি কোনটি?

[A] অ্যান্টার্কটিক মরুভূমি

[B] আর্টিক মরুভূমি

[C] সাহারা মরুভূমি

[D] অস্ট্রেলিয়ান মরুভূমি

উত্তর: অ্যান্টার্কটিক মরুভূমি


10. চার মিনারে ভারতের কোন স্থান?

[A] পুনে

[B] বিহার

[C] হায়দ্রাবাদ 

[D] দিল্লি

উত্তর: হায়দ্রাবাদ 




আগের পর্ব::


1 Jun 2021

6/01/2021 08:21:00 pm

GK Bosster Part-01 | বাংলা জিকে

GK Bosster Part-01 | বাংলা জিকে
GK Bosster Part-01

বিদ্যালয় ✏
নমস্কার বন্ধুরা,
bidyalay.in পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা:: - আজকে তোমাদের সঙ্গে GK Bosster এটি বিভিন্ন পরীক্ষার প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ ১৫টি জিকের প্রশ্ন উত্তর MCQ আকারে শেয়ার করছি। আমরা আশা করছি এই GK Booster MCQ  টি তোমাদের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতির  নিতে সাহায্য করবে। 




GK Bosster  Part - 01


01. বিশ্বের বৃহত্তম মরুভূমি ______________।

[A]  থর মরুভূমি

[B]  সাহারা মরুভূমি ✅

[C]  গোবি মরুভূমি

[D]  সোনোরান মরুভূমি


02. কোন গভর্নর জেনারেল "সতীদাহ প্রথা" নিষিদ্ধ  করেন 

[A]  লর্ড ক্লাইভ

[B]  লর্ড উইলিয়াম বেন্টিংক ✅

[C]  লর্ড ডালহৌসি

[D]  লর্ড কার্জন


03. কচ্ছপ নীচের কোন শ্রেণীভুক্ত ?

[A]  স্তন্যপায়ী

[B]  সরীসৃপ

[C]  উভচর ✅

[D]  কোনোটি নয়


04.দৃষ্টিহীনদের গঠন পদ্ধতির  আবিষ্কর্তা কে ? 

[A]  পিয়েরি কুরি

[B]  লুই ব্রেইল ✅

[C]  টমাস এডিসন

[D]  ব্রাটান্ড রাসেল


05. সূর্য যে পদ্ধতিতে শক্তি অর্জন করে - 

[A]  ফিউশন ✅

[B]  ফিশন

[C]  বিকিরণ

[D]  বিস্ফোরণ


06. এক ফ্যাদাম = কত ? 

[A]  ৬  মিটার

[B]  ৬ ফুট ✅

[C]  ৬০ ফুট

[D]  ১০০ সেমি


07. ভারতীয় বায়ুসেনার সর্বোচ্চ কমিশনড Rank হল 

[A]  অ্যাডমিরাল

[B]  এয়ার চিফ মার্শাল ✅

[C]  এয়ার কমান্ডার

[D]  ব্রিগেডিয়ার


08. বজ্রপাতের সময় আলো আগে দেখা যায়,কিন্তু শব্দ পরে শোনা যায়,  কারন- 

[A]  আলোর বেগ কম

[B]  শব্দের বেগ কম ✅

[C]  দুটোর বেগ সমান

[D]  কোনোটি ঠিক নয়


09. কোন যন্ত্রের সাহায্যে  রক্তের চাপ মাপা হয় ? 

[A]  ব্যারোমিটার

[B]  থার্মোমিটার

[C]  হাইড্রোমিটার

[D]  স্ফিগমোম্যানোমিটার ✅


10. 'Char-Chaporis culture' কোন রাজ্যে উদযাপন করা হয় ?

[A]  উড়িষ্যা

[B]  নাগাল্যান্ড

[C]  আসাম ✅

[D]  পশ্চিমবঙ্গ


11. 'Dobra Chanti Bridge' ভারতের কোন রাজ্যে অথবা কেন্দ্রশাসিত অঞ্চলে অবস্থিত ? 

[A]  অরুণাচল প্রদেশ

[B]  জম্বু ও কাশ্মীর

[C]  হিমাচল প্রদেশ

[D]  উত্তরাখণ্ড ✅


12. উত্তর-পূর্ব ভারতের কোন রাজ্যে প্রথম গরুর হসপিটাল খোলা হল ? 

[A]  মেঘালয়

[B]  আসাম ✅

[C]  নাগাল্যান্ড

[D]  মনিপুর


13. নিচের দেওয়া উল্লেখিত শব্দ গুলির মধ্যে কোনটি ক্রেমব্রিজ ডিকশনারিতে এ বছরের সেরা শব্দ রূপে পরিচিত হয়েছে ?

[A]  Pandemic

[B]  Lockdown

[C]  Isolation

[D]  Quarantine ✅


14. পরম সিদ্ধি(PARAM SIDDHI)-

[A]  টেলিস্কোপ

[B]  নক্ষত্র

[C]  সুপার কম্পিউটার ✅

[D]  কোনোটিই নয়


15. বিশ্বের প্রথম প্রাইভেট চিড়িয়াখানা ভারতের কোথায় তৈরি করা হল ?

[A]  মুম্বাই মহারাষ্ট্র

[B]  নৈনিতাল উত্তরাখণ্ড

[C]  জামনগর গুজরাট ✅

[D]  আলিপুর পশ্চিমবঙ্গ