ইতিহাস Gk
8/18/2020 08:34:00 pm
প্রাচীন ভারতীয় সভ্যতা Gk - History of Ancient Indian Civilization
প্রাচীন ভারতীয় সভ্যতা Gk - History of Ancient Indian Civilization
নমস্কার বন্ধুরা ,
আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি প্রাচীন ভারতীয় সভ্যতা Gk - History of Ancient Indian Civilization | এইগুলি Primary TET, CTET, WBCS এবং অন্যান্য Competitive Exam-এর জন্য গুরুত্বপূর্ণ |
![]() |
প্রাচীন ভারতীয় সভ্যতা Gk - History of Ancient Indian Civilization |
১. মেহেরগড় সভ্যতা
➲ মেহেরগড় সভ্যতা হল ভারতের প্রাচীনতম সভ্যতা ও এটি হল নিওলিথিক যুগের সভ্যতা।
➲ ফরাসি বিশেষজ্ঞ জা-ফ্রাসোয়া জারিজ ও রিচার্ড মিদো এই সভ্যতার আবিষ্কারক ।
➲ পাকিস্তানের অন্তর্গত বেলুচিস্তানের বোলার নদীর তীরবর্তী মেহেরগড়ে ছিল এই প্রাচীন সভ্যতার প্রত্নক্ষেত্র।
➲ মানুষ প্রথম কুকুরকে পোষ মানিয়ে ছিল এই সভ্যতায় ।
➲ মানুষের প্রথম গৃহপালিত পশুর ছিল ভেড়া।
২. সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা
➲ সিন্ধু সভ্যতা ছিল প্রধানত কৃষিভিত্তিক সভ্যতা।
➲ সিন্ধু লিপিকে Boustrophedon বলা হয় ।
➲ এই সভ্যতা আবিষ্কার করেন দয়ারাম সাহানি - 1921 খ্রিস্টাব্দে।
➲ এখানে সোনা, রূপা, তামা, ব্রোঞ্জ ইত্যাদির ব্যবহার
প্রচলন ছিল।
➲ এটি পৃথিবীর প্রথম তুলা উৎপাদন ক্ষেত্র রূপে
বিবেচিত হয়।
➲ নারী পূজা করা হত।
➲ সিন্ধু সভ্যতায় প্রাণী পূজা করা হত। ( সংক্ষিপ্ত)
৩. বৈদিক সভ্যতা ( Download PDF File )
এইভাবে সাজানো হরপ্পা, মেহেরগড় ও বৈদিক সভ্যতার ইতিহাস বিশ্লষিতভাবে পড়তে নিচের থেকে Pdf ফাইলটি ডাউনলোড করে নিন
File Details :
File Name : প্রাচীন ভারতীয় সভ্যতা Gk - History of Ancient Indian CivilizationFile Format : PDF
No . of Pages : 3
File Size : 994.2 KB