Madhyamik History Suggestion 2023
মাধ্যমিক ইতিহাস সাজেশন ২০২৩
Madhyamik History Suggestion 2023 | মাধ্যমিক ইতিহাস সাজেশন ২০২৩ : আজ আপনাদের জন্য নিয়ে এসেছি Madhyamik History Suggestion 2023 | মাধ্যমিক ইতিহাস সাজেশন ২০২৩ প্রশ্নোত্তর । পশ্চিমবঙ্গের মাধ্যমিক পরীক্ষাতে Madhyamik History Suggestion 2023 | মাধ্যমিক ইতিহাস সাজেশন ২০২৩ থেকে প্রশ্ন এসে থাকে । তাই আমরা Madhyamik History Suggestion 2023 | মাধ্যমিক ইতিহাস সাজেশন ২০২৩ প্রশ্ন ও উত্তর পোস্ট করলাম। তোমরা মাধ্যমিক ইতিহাস পরীক্ষাতে ভালো নম্বর পেতে নিচে দেওয়া প্রশ্ন ও উত্তর গুলি পড়ে নাও ।
Madhyamik History Suggestion 2023 | মাধ্যমিক ইতিহাস সাজেশন ২০২৩
ইতিহাসের ধারণা (প্রথম অধ্যায়) | Madhyamik History Suggestion 2023 :
Madhyamik History Suggestion 2023 এর জন্য ইতিহাসের ধারণা (প্রথম অধ্যায়) থেকে 5 নম্বর মানের প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে।
1. জাতীয়তাবাদের উন্মেষে ‘সোমপ্রকাশ’ পত্রিকার ভূমিকা উল্লেখ করো।
2. আত্মজীবনী হিসেবে ‘জীবনস্মৃতি' সম্পর্কে তোমার ধারণা উল্লেখ করো।
3. পোশাক-পরিচ্ছদের ইতিহাসের একটি সংক্ষিপ্ত ধারণা দাও।
4. “বঙ্গদর্শন’ পত্রিকার মাধ্যমে তৎকালীন বঙ্গসমাজে জাতীয়তাবাদের প্রসার কেন হয়েছিল ?
5. দৃশ্যশিল্পের ইতিহাস সম্পর্কে সংক্ষেপে লেখো।
6. স্থাপত্য ও ভাস্কর্যের ইতিহাসের বৈশিষ্ট্যগুলি লেখো।
7. টীকা লেখো‘বঙ্গদর্শন’ পত্রিকা।
8. “জীবনস্মৃতি থেকে আমরা উনিশ শতকের ভারতের ইতিহাসের কী কী উপাদান পাই?
9. ইতিহাসের উপাদান হিসেবে ‘জীবনের ঝরাপাতা’-র গুরুত্ব লেখো।
10. টীকা লেখো নারীর ইতিহাস।
11. ‘সোমপ্রকাশ’ পত্রিকা সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো।
12. সামাজিক ইতিহাসের দুটি বৈশিষ্ট্য লেখো।
13. নিম্নবর্গের ইতিহাসচর্চার ওপর আলোকপাত করেছেন এমন দুজন গবেষকের নাম লেখো ।
14. সোমপ্রকাশ’ পত্রিকার নাম কেন ‘সোমপ্রকাশ’ রাখা হয় ?
15. বিশ্বায়ন মানুষের পোশাক-পরিচ্ছদকে কীভাবে প্রভাবিত করেছে?
সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা (দ্বিতীয় অধ্যায়) | Madhyamik History Suggestion 2023 :
Madhyamik History Suggestion 2023 এর জন্য সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা (দ্বিতীয় অধ্যায়) থেকে 5 নম্বর মানের প্রশ্ন আসা সম্ভাবনা রয়েছে।
1. হুতোম পেঁচার নকশা-তে লেখক কীভাবে কলকাতার সমাজচিত্র তুলে ধরেছেন?
2. উনিশ শতকে পাশ্চাত্য শিক্ষার বিস্তারে খ্রিস্টান মিশনারিদের ভূমিকা উল্লেখ করো।
3. বাংলার নবজাগরণের সঙ্গে ইটালির নবজাগরণের সাদৃশ্য ও বৈসাদৃশ্যগুলি লেখো।৫+৩
4. বাংলার সমাজসংস্কার আন্দোলনে নব্যবঙ্গ দলের গুরুত্ব কী ছিল?
5. শিক্ষাবিস্তারে প্রাচ্য-পাশ্চাত্য দ্বন্দ্ব কী?উচ্চশিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। ৫+৩
6. উনিশ শতকের সাময়িকপত্র, সংবাদপত্র, সাহিত্য প্রভৃতি ছিল তৎকালান সমাজজীবনের আয়না—বিভিন্ন উদাহরণ সহযোগে মন্তব্যটির তাৎপং বুঝিয়ে দাও।
7. নীলকর সাহেবদের অত্যাচারের বিরুদ্ধে ‘হিন্দু পেট্রিয়ট পত্রিকা কীভাবে জনমত গড়ে তোলে?
8. সতীদাহপ্রথা বিরোধী আন্দোলনের স্বরূপ বিশ্লেষণ করো।
9. সমাজসংস্কার আন্দোলনে ব্রাত্যসমাজের কীরূপ ভূমিকা ছিল?
10. নারীমুক্তি আন্দোলনে ‘বামাবোধিনী পত্রিকার ভূমিকা কী ছিল?
11. জাতীয় জাগরণে ও সমাজসংস্কারে স্বামী বিবেকানন্দের অবদান কী ছিল?
12. টীকা লেখো : বিধবাবিবাহ আন্দোলন ও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
প্রতিরোধ ও বিদ্রোহ বৈশিষ্ট্য ও বিশ্লেষণ (তৃতীয় অধ্যায়) | Madhyamik History Suggestion 2023 :
Madhyamik History Suggestion 2023 এর জন্য প্রতিরোধ ও বিদ্রোহ বৈশিষ্ট্য ও বিশ্লেষণ (তৃতীয় অধ্যায়) থেকে 5 নম্বর মানের প্রশ্ন আসা সম্ভাবনা রয়েছে।
1. নীল বিদ্রোহের কারণ ও ফলাফলগুলি লেখো।
2. কোল বিদ্রোহের কারণ ও বিস্তার সম্পর্কে আলোচনা করো।
3. বাংলায় ওয়াহাবি বিদ্রোহের কারণ ও প্রসার সম্পর্কে আলোচনা করো।
4. ফরাজি আন্দোলনের বৈশিষ্ট্য ও গুরুত্ব আলোচনা করো।
5. ব্রিটিশ শাসনকালে ভারতে সংঘটিত বিভিন্ন কৃষক ও আদিবাসী বিদ্রোহের কারণ কী ছিল?
6. নীল বিদ্রোহ সফল হওয়ার পিছনে কী কারণ ছিল বলে তোমার মনে হয়?
7. বিদ্রোহ, অভ্যুত্থান ও বিপ্লবের ধারণা স্পষ্ট করো।
8. সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের কারণগুলি উল্লেখ করো।
9. তরিখ-ই-মহম্মদীয়ার মূল ভাবধারা মুসলিম সমাজে কীভাবে জাতীয়তাবোধের উদ্ভব ঘটায়?
10. ১৮৯৯-১৯০০ খ্রিস্টাব্দে মুন্ডা উপজাতিরা কেন বিদ্রোহের পথে অগ্রসর হয়েছিল?
11. সাঁওতাল বিদ্রোহের কারণগুলি লেখো।
12. নীল বিদ্রোহের বৈশিষ্ট্য লেখো।
সংঘব্ধতার গোড়ার কথা : বৈশিষ্ট্য ও বিশ্লেষণ (চতুর্থ অধ্যায়) | Madhyamik History Suggestion 2023 :
Madhyamik History Suggestion 2023 এর জন্য সংঘব্ধতার গোড়ার কথা : বৈশিষ্ট্য ও বিশ্লেষণ (চতুর্থ অধ্যায়) থেকে 3 ও 5 নম্বর মানের প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে।
1. মহাবিদ্রোহকে কি জাতীয় সংগ্রাম বলা যায় ? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
2. ভারতের জাতীয় জাগরণে বর্তমান ভারত ও বিবেকানন্দের ভূমিকা উল্লেখ করো।
3. টীকা লেখো : বঙ্গভাষা প্রকাশিকা সভা।
4. ভারত সভা গঠনের উদ্দেশ্যগুলি কী কী ছিল?
5. ভারতমাতা চিত্রটির মধ্য দিয়ে জাতীয়তাবোধ কীভাবে ফুটে উঠেছে?
6. ভারতের জাতীয় চেতনার বিকাশে ‘গোরা’ ও বিশ্বকবির ভূমিকা লেখো।
7. টীকা লেখো : সভাসমিতির যুগ।
8. জমিদার সভা সম্পর্কে যা জানো লেখো।
9. মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণ কী ছিল?
10. জমিদার সভা গঠনের উদ্দেশ্য কী ছিল?
11. হিন্দুমেলা গড়ে ওঠার পিছনে কী কারণ ছিল ?
12. সিপাহীরা তাদের বিদ্রোহকে সংগঠিত করার ক্ষেত্রে কী পদক্ষেপ গ্রহণ করেছিল?
13. ভারতের ধর্মীয় বিষয়ে গোরার কী উপলদ্ধি ছিল ?
14. ১৮৫৭-র বিদ্রোহকে কারা, কেন জাতীয় বিদ্রোহ’ বলেছেন?
15. বঙ্গভাষা প্রকাশিকা’ সভার সীমাবদ্ধতা কী ছিল?
বিকল্প চিন্তা ও উদ্যোগ : বৈশিষ্ট্য ও পর্যালোচনা (পঞ্চম অধ্যায়) | Madhyamik History Suggestion 2023 :
Madhyamik History Suggestion 2023 এর জন্য বিকল্প চিন্তা ও উদ্যোগ : বৈশিষ্ট্য ও পর্যালোচনা (পঞ্চম অধ্যায়) থেকে 3 ও 5 নম্বর মানের প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে।
1. ঔপনিবেশিক শিক্ষাব্যবস্থার ত্রুটিগুলি লেখো। রবীন্দ্রনাথের শান্তিনিকেতন ভাবনার পরিচয় দাও। ৩+৫
2. উপেন্দ্রকিশোর রায়চৌধুরী সম্পর্কে আলোচনা করো।
3. ছাপাখানায় মুদ্রিত বইপত্রের মাধ্যমে বাংলায় কীভাবে শিক্ষার প্রসার ঘটে?
4. “ব্যক্তিগত উদ্যোগ ছাড়াও বিভিন্ন প্রাতিষ্ঠানিক সক্রিয়তার মধ্য দিয়েও বাংলায় বিজ্ঞানচর্চা প্রসার লাভ করে”—এই মন্তব্যটির যথার্থতা বিশ্লেষণ করো।
5. ব্রিটিশ শাসনকালে বাংলায় বিজ্ঞান ও কারিগরি শিক্ষার বিকাশে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলির ভূমিকা সম্পর্কে আলোচনা করো।
6. ছাপার কাজে আধুনিক বাংলা অক্ষর বা হরফ নির্মাণের অগ্রগতির বিবরণ দাও।
7. টীকা লেখো : কলকাতা বিজ্ঞান কলেজ।
8. ছাপা বইয়ের সঙ্গে শিক্ষাবিস্তারের সম্পর্ক অলোচনা করো।
9. বাংলায় ছাপাখানা শিক্ষাবিস্তারের ক্ষেত্রে কী ভূমিকা পালন করেছিল?
10. রবীন্দ্রনাথের শিক্ষাচিন্তা আজকের দিনে কতটা প্রাসঙ্গিক বলে মনে করো?
11. জাতীয় শিক্ষা পরিষদ প্রতিষ্ঠার প্রেক্ষাপট আলোচনা করো।
12. কারিগরি শিক্ষার প্রসারের ক্ষেত্রে বেঙ্গল টেকনিক্যাল ইন্সটিটিউট-এর অবদান কী ছিল?
13. ঔপনিবেশিক শিক্ষাব্যবস্থাকে কি রবীন্দ্রনাথ সমর্থন করেছিলেন? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও
14. রবীন্দ্রনাথের শিক্ষা ভাবনায় প্রকৃতি ও পরিবেশের কী ভূমিকা ছিল?
15. বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় সম্পর্কে যা জানো লেখো?
বিশ শতকের ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন : বৈশিষ্ট্য ও পর্যালোচনা (ষষ্ঠ অধ্যায়) | Madhyamik History Suggestion 2023 :
Madhyamik History Suggestion 2023 এর জন্য বিশ শতকের ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন : বৈশিষ্ট্য ও পর্যালোচনা (ষষ্ঠ অধ্যায়) থেকে 3 ও 5 নম্বর মানের প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে।
1. ভারতের ঔপনিবেশিক-বিরোধী আন্দোলনে বামপন্থী রাজনীতির চরিত্র বিশ্লেষণ করো।
2. উত্তরপ্রদেশে কৃষক আন্দোলনের কারণগুলি লেখো। এই আন্দোলনে জওহরলাল নেহরুর ভূমিকা কী ছিল?
3. অসহযোগ আন্দোলনের পর্বে গড়ে ওঠা কৃষক আন্দোলনগুলির সংক্ষিপ্ত পরিচয় দাও। এই আন্দোলনগুলি কি শেষ পর্যন্ত অহিংস অসহযোগের পথে টিকে থাকতে পেরেছিল?৫+৩
4. ভারতে বামপন্থী আন্দোলনে মানবেন্দ্রনাথ রায়ের ভূমিকা কী ছিল?
5. বিশ শতকে ভারতে শ্রমিক আন্দোলনের অগ্রগতির পরিচয় দাও।
6. বিশ শতকে ভারতে কৃষক আন্দোলনের সঙ্গে জাতীয় কংগ্রেসও বামপন্থী রাজনীতির সংযোগ বিশ্লেষণ করো।
7. 'ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি’ কেন গড়ে উঠেছিল? এদের উদ্দেশ্য ও কর্মসূচি কী ছিল?৩+৫
8. বামপন্থী আন্দোলনের মূল উদ্দেশ্য কী ছিল? ভারতবর্ষে সমাজতন্ত্রের প্রসারের ক্ষেত্রে বামপন্থী গোষ্ঠীর ভূমিকা উল্লেখ করো।৩+৫
9. ভারত ছাড়ো আন্দোলনের সময় কৃষক ও শ্রমিকশ্রেণির ভূমিকা উল্লেখ করো।
10. সারা ভারত কিষানসভার উদ্দেশ্য ও কার্যাবলি লেখো।
11. টীকা লেখো : কংগ্রেস সমাজতন্ত্রী দল।
12. ভারত ছাড়ো আন্দোলনে শ্রমিক শ্রেণির যোগদান কীরূপ ছিল ?
13. আইন অমান্য আন্দোলন পর্বে বামপন্থীরা কৃষক আন্দোলনকে সংগঠিত করার ক্ষেত্রে কী কী পদক্ষেপ গ্রহণ করেছিল ?
14. উত্তরপ্রদেশে কৃষকসভার নেতৃত্বে কৃষক আন্দোলন সম্পর্কে কী জানো?
15. টীকা লেখো : ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি।
বিশ শতকের ভারতে নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন : বৈশিষ্ট্য ও বিশ্লেষণ (সপ্তম অধ্যায়) | Madhyamik History Suggestion 2023 :
Madhyamik History Suggestion 2023 এর জন্য বিশ শতকের ভারতে নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন : বৈশিষ্ট্য ও বিশ্লেষণ (সপ্তম অধ্যায়) থেকে 3 ও 5 নম্বর মানের প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে।
1. সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা বিশ্লেষণ করো।
2. সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্রশ্রেণির ভূমিকা আলোচনা করো।
3. বিংশ শতকের নারী আন্দোলনের বৈশিষ্ট্য ও গুরুত্ব লেখো।
4. জাতীয় আন্দোলনের ধারা হিসেবে ছাত্র আন্দোলন সম্পর্কে আলোচনা করো।
5. আইন অমান্য আন্দোলনে নারীসমাজের ভূমিকা লেখো।
6. নারী আন্দোলনের চরিত্র ও বৈশিষ্ট্য পর্যালোচনা করো।
7. বঙ্গভঙ্গ-বিরোধী আন্দোলনে ছাত্রসমাজের ভূমিকা লেখো।
8. ভারতের ছাত্র আন্দোলনের বৈশিষ্ট্যগুলি লেখো।
9. বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা লেখো।
10. টীকা লেখো : মাস্টারদা সূর্য সেন।
11. অলিন্দ যুদ্ধ’ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো।
12. 'রশিদ আলি দিবস’ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো।
13. প্রীতিলতা ওয়াদ্দেদার স্মরণীয় কেন?
14. গান্ধি-আম্বেদকর বিতর্ক বলতে কী বোঝো?
15. টীকা লেখো : পুণা চুক্তি।
উত্তর- ঔপনিবেশিক ভারত : বিশ শতকের দ্বিতীয় পর্ব (১৯৪৭-১৯৬৪) (অষ্টম অধ্যায়) | Madhyamik History Suggestion 2023 :
Madhyamik History Suggestion 2023 এর জন্য উত্তর- ঔপনিবেশিক ভারত : বিশ শতকের দ্বিতীয় পর্ব (১৯৪৭-১৯৬৪) (অষ্টম অধ্যায়) থেকে 3 ও 5 নম্বর মানের প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে।
1. দেশীয় রাজ্যগুলি কে, কী উদ্দেশ্যে ভারতের সঙ্গে যুক্ত করে?
2. উদ্বাস্তু পুনর্বাসনে ভারত সরকারের ভূমিকা লেখো।
3. দেশীয় রাজ্যগুলি ভারতভুক্তির জন্য স্বাধীন ভারত সরকার কী কী উদ্যোগ নেয়?
4. উদ্বাস্তু পুনর্বাসনে পশ্চিমবঙ্গ সরকারের ভূমিকা আলোচনা করো।
5. উদ্বাস্তু পুনর্বাসনের ক্ষেত্রে পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তানের শরণার্থীর মধ্যে ভারত সরকারের দৃষ্টিভঙ্গি কি এক ছিল তোমার মতের সপক্ষে যুক্তি দেখাও।
6. ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠনে ভারত সরকারের উদ্যোগগুলি লেখো।
7. স্বাধীন ভারত সরকার কীভাবে দেশীয় রাজ্যগুলির পুনর্গঠন করে?
8. স্বাধীনতার সময় ভারতের দেশীয় রাজ্যগুলির সংখ্যা কত ছিল?
9. কাকে, কেন ‘ভারতের বিসমার্ক’ বলা হয়?
10. পৃথক অন্ত্র রাজ্যটির উৎপত্তি কীভাবে হয়?
11. বর্তমানে ভারতের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা কত?
12. কবে, কার নেতৃত্বে ‘রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয়?
13. সম্পত্তি ও জনবিনিময় নীতি কী?
14. কবে, কাদের মধ্যে দিল্লী চুক্তি স্বাক্ষরিত হয়?
15. পশ্চিমবাংলার দুটি উদ্বাস্তু শিবিরের নাম লেখো।
Madhyamik History Suggestion 2023 PDF Download
"মাধ্যমিক ইতিহাস সাজেশন ২০২৩ সম্পূর্ণ পিডিফ ফরম্যাটে আছে"
File Details :
File Name : Madhyamik History Suggestion 2023 | মাধ্যমিক ইতিহাস সাজেশন ২০২৩
File Format : PDF
Price : FREE
Samrat Exclusive Madhyamik Suggestion 2024 | সম্রাট এক্সক্লুসিভ মাধ্যমিক সাজেশন ২০২৪
আরও দেখুন :
Samrat Exclusive Madhyamik Bengali Suggestion 2024 Click Here
আরও দেখুন :
Samrat Exclusive Madhyamik English Suggestion 2024 Click Here
আরও দেখুন :
Samrat Exclusive Madhyamik Geography Suggestion 2024 Click Here
আরও দেখুন :
Samrat Exclusive Madhyamik History Suggestion 2024 Click Here
আরও দেখুন :
Samrat Exclusive Madhyamik Life Science Suggestion 2024 Click Here
আরও দেখুন :
Samrat Exclusive Madhyamik Mathematics Suggestion 2024 Click Here
আরও দেখুন :
Samrat Exclusive Madhyamik Physical Science Suggestion 2024 Click Here
আরও দেখুন :
Samrat Exclusive Madhyamik All Subjects Suggestion 2024 Click Here
Madhyamik History MCQ, SAQ, Short & Descriptive Question and Answer 2023 | মাধ্যমিক ইতিহাস সমস্ত রকম প্রশ্ন ও উত্তর ২০২৩
Details : মাধ্যমিক ইতিহাস MCQ, SAQ, ছোট, সংক্ষিপ্ত ও রোচনাধমী প্রশ্ন ও উত্তর দেখতে নিচের লিঙ্কে ক্লিক করুন।
মাধ্যমিক ইতিহাস সাজেশন ২০২৩ | Madhyamik History Suggestion 2023
আশা করি আমরা এই পোস্টের (মাধ্যমিক ইতিহাস সাজেশন ২০২৩ | Madhyamik History Suggestion 2023) মাধ্যমে সবকিছু ঠিকঠাক বোঝাতে পারছি, তোমরা সম্পূর্ণ তথ্য অর্জন করতে সক্ষম হয়েছ।
Madhyamik History Suggestion 2023 PDF | মাধ্যমিক ইতিহাস সাজেশন ২০২৩ পিডিফ
Madhyamik History Suggestion 2023 PDF | মাধ্যমিক ইতিহাস সাজেশন ২০২৩ পিডিফ আপনার প্রস্তুতির সূক্ষ্ম সুর করতে এবং WBBSE ইতিহাস পরীক্ষা 2023-এ ভাল পারফর্ম করার জন্য আপনার আত্মবিশ্বাস বাড়াতে পরীক্ষার আগে অনুসরণ করার জন্য শীর্ষ এই Madhyamik History Suggestion 2023 টি জানুন।
Madhyamik History Suggestion 2023 | West Bengal Class 10 History Suggestion 2023 | মাধ্যমিক দশম শ্রেণীর ইতিহাস সাজেশন ২০২৩
Madhyamik History Suggestion 2023 | West Bengal Class 10 History Suggestion 2023 | মাধ্যমিক দশম শ্রেণীর ইতিহাস সাজেশন ২০২৩ পশ্চিমবঙ্গ মাধ্যমিক পরীক্ষার সাজেশন ২০২৩ (West Bengal Madhyamik Class 10th History Suggestion 2023) উপরে দেওয়া হয়েছে।এই পশ্চিমবঙ্গ মাধ্যমিক দশম শ্রেণীর ইতিহাস সাজেশন ২০২৩ এর প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ।
Madhyamik History Suggestion 2023 | WBBSE Class 10th History Suggestion 2023 | মাধ্যমিক দশম শ্রেণীর ইতিহাস সাজেশন ২০২৩
Madhyamik History Suggestion 2023 | WBBSE Class 10th History Suggestion 2023 | মাধ্যমিক দশম শ্রেণীর ইতিহাস সাজেশন ২০২৩। Get West Bengal Board Of Secondary Education Madhyamik History suggestion 2023. West Bengal Madhyamik History suggestion Full syllabus 2023 You can easily download the full suggestion WBBSE Madhyamik History Suggestion 2023 PDF by GyanBondhu.com
Madhyamik History Suggestion 2023 | WB Class 10th History Suggestion 2023 | মাধ্যমিক দশম শ্রেণীর ইতিহাস সাজেশন ২০২৩
Madhyamik History Suggestion 2023 | WB Class 10th History Suggestion 2023 | মাধ্যমিক দশম শ্রেণীর ইতিহাস সাজেশন ২০২৩। WB ক্লাস 10 সাজেশন 2023: ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, WBBSE ফেব্রুয়ারি, 2023, থেকে অফলাইন মোডে ইতিহাস বোর্ড পরীক্ষা পরিচালনা করতে চলেছে। তাই, বিষয়ভিত্তিক পরীক্ষায় ভাল স্কোর করার জন্য শিক্ষার্থীদের অবশ্যই সমস্ত সাজেশন ও নমুনা পেপারগুলি গুরুত্ব সহকারে অনুশীলন করতে হবে। আমরা এখানে 10 তম শ্রেণীর সমস্ত বিষয়ের জন্য WBBSE ইতিহাস মাধ্যমিক সাজেশন সরবরাহ করেছি। নতুন প্রশ্নপত্রের বিন্যাসের সাথে নিজেকে পরিচিত করতে এই Madhyamik History Suggestion 2023 টি অনুসরণ করুন।
মাধ্যমিক ইতিহাস সাজেশন ২০২৩ | Madhyamik History Suggestion 2023
অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই " মাধ্যমিক ইতিহাস সাজেশন ২০২৩ | Madhyamik History Suggestion 2023 " পােস্টটি পড়ার জন্য। এই ভাবেই আমাদের পাশে থাকেন যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই GyanBondhy.com বা জ্ঞানবন্ধু ওয়েবসাইট টি ফলাে করুন এবং নিজেকে জ্ঞানের আলোয় আলোকিত করে তুলুন , ধন্যবাদ।
No comments:
Post a Comment