Breaking




17 Oct 2020

সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর পর্ব - 02 | General Knowledge Questions and Answers Episode 02

সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর পর্ব - 02 | General Knowledge Questions and Answers Episode 02

General Knowledge Questions and Answers

  

Hello Students,

আপনাদের সাথে আজ শেয়ার করছি, সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর  পর্ব - 02 । যেকোনো  প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে এই প্রশ্ন ও উত্তর টি ভীষণ ভাবে আপনাদের সাহায্য করবে। সুতরাং সময় নষ্ট না করে সাধারণ জ্ঞান গুলি পড়ে নিন ।

  

সাধারণ জ্ঞান ও প্রশ্ন উত্তর

 

01. তরাই কথার অর্থ কি ? 

উঃ আর্দ্র 

02. কালিন্দী নদীর দক্ষিণে অবস্থিত উর্বর অংশটির নাম কি ? 

উঃ দিয়ারা

03. গঙ্গার বদ্বীপ অঞ্চল কে কয় ভাগে ভাগ করা যায় ? 

উঃ তিন ভাগে 

04. ভারতের তথা পশ্চিমবঙ্গের সর্ব প্রধান নদী কোনটি ? 

উঃ গঙ্গা 

05. পশ্চিমবঙ্গের জলবায়ু কি প্রকৃতির ? 

উঃ ক্রান্তীয় মৌসুমী 

06. কোন নদীর উপর ফারাক্কা ব্যারেজ নির্মিত

উঃ গঙ্গা নদী 

07. বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য কোনটি ? 

উঃ সুন্দরবন 

08. জলদাপাড়া জাতীয় উদ্যান কোন জেলায় অবস্থিত ? 

উঃ আলিপুরদুয়ার 

09. কুলিক পাখিরালয় কোন জেলায় অবস্থিত ? 

উঃ উত্তর দিনাজপুর 

10. কোন বিজ্ঞানীকে মেললােপার্কের জাদুকর বলা হয় ? 

উঃ টমাস আলভা এডিসন 

11. পানকি জলবিদ্যুৎ কেন্দ্র ভারতের কোন রাজ্যে অবস্থিত?

উঃ উত্তর প্রদেশ

12. চাঁদের পাহাড় বইটির লেখক কে ? 

উঃ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

13. গ্রীন পার্ক স্টেডিয়াম কোথায় অবস্থিত?

উঃ কানপুর 

14. কোলা ভালুককে কোন দেশে পাওয়া যায় ?

উঃ অস্ট্রেলিয়া 

15. ভারতের বিপ্লবী আন্দোলনের সূচনা হয়েছিল কোথায় ? 

উঃ মহারাষ্ট্রে 

16. ওখা বন্দরটি কোন রাজ্যে অবস্থিত ?

উঃ গুজরাট 

17. কোন দেশকে প্রাচ্যের ব্রিটেন বলা হয় ? 

উঃ জাপানকে 

18. গান্ধী সাগর অভ্যারণ্য কোথায় ছিল ? 

উঃ মধ্যপ্রদেশ 

19. কোন শহরকে চন্দন বৃক্ষের মন্দির বলা হয় ? 

উঃ মাদুরাইকে

20. নাসা কত সালে প্রতিষ্ঠিত হয় ?

উঃ ১৯৫৮ সাল 

21. ত্রাসের নদী নামে খ্যাত কোন নদী ? 

উঃ তিস্তা নদী 

22. ট্রান্স হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ? 

উঃ লিওপারগেল

23. প্রিন্সেস পার্ক কোথায় অবস্থিত ? 

উঃ দিল্লিতে ইন্ডিয়া গেটের কাছে

24. বঙ্গবন্ধু স্টেডিয়াম কোথায় অবস্থিত?

উঃ ঢাকা

25. অন্নপূর্ণা পর্বত কোন দেশে অবস্থিত ? 

উঃ নেপাল

26. শিবসমুদ্রম জলবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত ? 

উঃ কর্ণাটক।

27. নামধাপা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত ? 

উঃ অরুণাচল প্রদেশ 

28. ভারতের কার্পাস গবেষণাগার কোথায় অবস্থিত?

উঃ নাগপুরে

29. পশ্চিমবঙ্গের রাজধানীর নাম কি?

উঃ কলকাতা

30. পশ্চিমবঙ্গের দোসর বলা হয় কোন রাজ্যকে ?

উঃ ত্রিপুরা 

31. পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদীর কোনটি ? 

উঃ গঙ্গা

No comments:

Post a Comment